Tuesday, May 14, 2013

"প্রেম করতে চাইলে এমন ভাবে করবেন"অফিসে কলিগরা বসে চা খাচ্চিলাম আর গল্প করছিলাম একটা চা-বিস্কুটের দোকানে। এক সময় প্রেমের প্রসংগ আসলো। এক কলিগ বললেন, প্রেম করতে চাইলে আমার বন্ধুর মতোন করবেন। একদিন ও বিধ্বস্ত হয়ে আসলো, বলল, মেয়ে ওকে ছেড়ে চলে গেছে। তারপর শুরু হলো মহা কান্নাকাটি। ওর লাফালাফি আর কথা শুনে অন্য বন্ধুরা ভয় পেয়ে গেল। কি জানি কি করে বসে। সুইসাইড না করার চেষ্টা করে। সারা রাত কেউ না ঘুমিয়ে পাহাড়া দিল আর শান্ত করার চেষ্টা করলো। ভোরবেলা মহাপ্রেমিক ঘুম থেকে উঠে একদম নরমাল। ব্রাশ করে, গোসল করে নাস্তা করলো, নিজের কাজকর্মে মন দিল। মাঝে মাঝে আবার গুন গুন করে গানও গায়। সবাই অবাক। এই হলো এর  প্রেম!

ইদানিং একজনের কাজ কর্ম দেখে হঠাৎ এই ঘটনাটি মনে পড়ে গেল। তাও ভাল, ভাল থাকলেই ভাল।
Post a Comment