Saturday, June 15, 2013

ফিরে পেয়েছি আবার নেট কানেকশন


যত ব্যস্তই থাকিনা কেন, নেটের জন্য কিছুটা সময় বের করেই ফেলি। একটু ব্লগিং, একটু ফেসবুকিং, মেইল চেকিং, অনলাইনে টুকিটুকি ইনকাম..,
এই তো, আর সাড়া বিশ্বের পরিচিতদের সাথে মাঝে মাঝে আলাপ আর সবার খবর জানা, এমনকি দেশর খবরও। সাধারনত: খাওয়ার সময়, মানে যখন নিজে খাই আর যখন ছেলেকে খাওয়াই, তখন করি এই মাল্টিটাসকিং, মানের খাওয়ার সাথে নেট ব্রাউজিং। নইলে আর সময় কই। একারনেই কোন নির্দিষ্ট সময় নেই নেটে আসার। তারপরও নেটে সবার খবর রাখা যেন খুবই জরুরি, যেখানে অন্যে হয়তো খেয়ালই করেনা, আমি বেচে আছি না চলে গিয়েছি কোথাও।
তাতে কি, নিজের জগৎ তৈরি হয়ে গিয়েছে সকলকে নিয়ে।

একদিন নেট কানেকশন ছিল না। বারবার দেখেছি, নেট এসেছে কিনা, নাহ আসেনি। তাতে ক্ষতি আর কি হয়েছে, একটু বেশি সময় পেয়েছি অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে। আবার নেট কানেকশন পেয়েছি, আবার আগের মতো হয়ে গিয়েছি, যেন কিছুই হয়নি, এমনই তো সব সময় চলছি।
Post a Comment