Tuesday, June 18, 2013

ভবিষ্যত নিয়ে আমারও একটা পরিকল্পনা ছিল (মানে এখনও আছে, তবে হিমাগারে)


মানুষ ভবিষ্যত নিয়ে ভাবে, সুন্দর পরিকল্পনা করে, আর সেই অনুসারে এগিয়ে যায়, সাফল্য পায়। আমার দেখা মতে মোটামুটি সবাই এভাবেই এগিয়ে গিয়েছে। কারো কারো সময় লাগে, তবে দেখেছি, সবাই মোটামুটি সাফল্যের মুখ দেখেছে। আমি কেন যেন অন্যরকম হয়ে যাচ্ছি। ভবিষ্যত নিয়ে আমারও একটা পরিকল্পনা ছিল (মানে এখনও আছে, তবে হিমাগারে)।
কিন্তু পরিস্থিতির নানা চাপে সব সময় সেখান থেকে সরে আসতে হয়েছে। নানা ওয়াদা, কিছু ব্যর্থতা, কিছু মানুষের অপছন্দতা, কিছু মানুষের হিংসা, কিছু মানুষের ভুল বোঝাবুঝি, কিছু আলস্য, কিছু কাজের চাপ, কিছুটা মানুসিক চাপ সব মিলিয়ে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছি। এখন দূর ভবিষ্যত দুরে থাক, নিকট ভবিষ্যত নিয়েও ভাববার সময় নেই। বর্তমান আর অতীতের সব কাজের আর চিন্তার চাপে একেবারে চ্যাপটা হয়ে গিয়েছি। ভবিষ্যত? সেটা নিয়ে ভাববার সময় কই। এখনকার পরিস্থিতি তো আগে সামাল দেই...।

No comments: