Monday, June 24, 2013

সেহেরীতে ডাকিনি

এই হালুয়া রুটি বড়পা পাঠিয়েছে শবেবরাত উপলক্ষ্যে।

ছোট বেলায় আমার আব্বা-আম্মা আমাদের রোজা রাখতে দিতে চাইতেন না। তাদের ধারনা ছিল আমরা অসুস্থ হয়ে পড়ব। বড়পা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেহেরা না খেয়েই (সেহেরি খেতে ডাকা হতো না) রোজা রাখা শুরু করলো। আব্বা আম্মা বাধ্য হয়ে তাদের নীতিতে পরিবর্তন আনলেন। আমরাও রোজা রাখা আরম্ভ করলাম। আমি নিয়মিত রোজা রাখতে পেরেছি ১৬ বছর বয়স থেকে।

গতকাল ছেলে শবেবরাত কি আর রোজা কি এসব নিয়ে কিছু জ্ঞান লাভ করার পর জানালো সে রোজা রাখবে। বয়স সাড়ে চার বছর হলে কি হবে, আমি রাজি হয়ে গেলাম। বেশ যতক্ষন পারো রাখ। কিন্তু ছেলে রাতে ঘুমালো ১টায়, এখন রাত ২টায় আমি মা হয়ে কিভাবে ডাকি। তাই বেচারার আর সেহেরি খাওয়া হলো না। ঘুম থেকে উঠে ছেলে কি বলে এখন সেটা হলো দেখার বিষয়।

No comments: