Friday, June 7, 2013

অন্যের জন্য লেখা


আমরা অনলাইনে যা বলি বা লিখি, সবই হয়তো আরেকজনের জন্য। কেউ পড়বে, কি ভাববে, কি মন্তব্য করবে, এসবই লেখার সময় মাথায় রাখি বা মনের অজান্তেই চলে আসে। সমস্যা হলো, কখনোও কখনও এই বিষয়টাই মুখ্য হয়ে দাড়ায়। মানে আপনার লেখা আর আপনার থাকে না। এটা তখন, অন্যে কি পছন্দ করবে না করবে, তারপর ভিত্তি করে লেখা হয়ে যায়। এতে সাময়িক উপকার হলেও, মানে অনেকে পছন্দ করলেও শেষ পর্যন্ত আপনি আপনার স্বকীয়তা হারাবেন, আর সেই সাথে হারাবেন আপনার জনপ্রিয়তা। শুনেছি মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা (তার জীবদ্দশায়) কমে যাওয়ার কারনও নাকি ছিল এই, পাবলিকের পছন্দ অনুসারে চলা।

No comments: