Sunday, July 28, 2013

তেলাপোকা নিধন অভিযান


জগতের কেউ এই প্রানী ধ্বংশ করতে পারেনি, সুতরাং আমি পারব এমনটা ভাবার কোন কারন নেই, তবে অনেকাংশে কমানোতে সফল হয়েছি এটা বলতে পারি।

তেলাপোকা কমানোর জন্য পরিস্কার পরিচ্ছন্নতা এক নম্বর শর্ত সন্দেহ নেই, কিন্তু যেখানে অনেক জিনিসপত্র সেখানে সব সময় পরিস্কার করা বা রাখা বেশ কঠিন। তারপরও চেষ্টার উপর কথা নেই।

ফিনিশ তেলাপোকা নিধনের সাদা পাউডার পাওয়া যায়। ছেলে ঘুমালে সাড়া বাড়িতে দিয়ে দিয়েছি, আবার ও ওঠার আগেই ঝাড়ু দিয়ে পরিস্কার করেছি। এতে বড় বড় তেলাপোকা মরলেই ছোটগুলো (এরা আবার উড়েও) খুব একটা কমেনি।

এরপর কিনে এনেছি এ সি আই তেলাপোকা মারার স্প্রে। যেখানে তেলাপোকা বেশি সে সব জায়গায় স্প্রে করেছি। অনেকটা কমেছে। তবে ঘরে শিশু থাকলে এর ব্যবহার বেশ কঠিন।

ঘর মোছার সময় পানিতে স্যাভলন বা ডেটল কয়েক ফোটা দিয়ে দেই, এতে তেলাপোকা আর পিপড়া দুটোই কমে।

এতকিছুর পরও তেলাপোকার হাত থেকে নিস্তার পাচ্ছিনা। দেখলেই স্যান্ডেল হাতে মারার চেষ্টা করি। তবুও আমার সব প্রচেষ্টাকে বুড়ো আংগুল দেখিয়ে এখন ঘরে এখানে সেখানে দর্শন দেয়। জানিনাহ আমি আর কি করতে পারি।

1 comment:

Shahana Shafiuddin said...

One of my "badoo" friend suggest this:
Gudi — Monday, 29 July 2013 06:21 PM

3 spoon boric powder, 1 spoon sugar, 1 spoon powdermilk, and one egg
and a bit of water, mix them nicely and then it will be something like jelly
Gudi — Monday, 29 July 2013 06:23 PM
now put a pich and stick the hidden place, like under the fridge, under the table, corners in the kitchens

because of the sweetness, cokrochaes will eat them and boric powder works like slow poison

after applying , first 2/3 days they will run around everywhere but 6 months to 1 yrs , u will be free from them

i got this things from africa and it works