Sunday, August 4, 2013

রোজার দিনে বাইরে এই প্রথম খেলাম

শাফিন টুইন টাওয়ারের রেস্টরেন্টে (ফাস্ট ফুড আন্ড মিনি চাইনিজ) ওর বয়স তখন ১ বছর ৪মাস।

রোজার দিনে যদি রোজা নাও থাকতে পারি তারপরও আগে কখনও বাইরে খাইনি। আমি মনে করি রোজার সময় বাইরে খাওয়া দাওয়া না করাই ভাল।

কাল সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল ৮টার পর হঠাৎ খুব কাশি উঠে ঘুম ভেংগে গেল এরপর এলো বমি। কোন মতে দৌড়ে বেসিন পর্যন্ত গেলাম আর অনেক সময় নিয়ে বমি করলাম। হয়তো বদ হজমের কারনে রোজাটা কাজা হলো। কি আর করা।

এরপর গেলাম টুইন টাওয়ার মার্কেটে। সেখানে শাফিনের ক্ষুধা লেগে গেল। ৪তলায় ফুড কোর্টে বসে মেনু দেখছিলাম। শাফিনের এক কথা ও বার্গার খাবে। সবাই খাচ্ছিল। কোন টেবিল খালি ছিল না। ভাবলাম, এখানে আমি খেলে, কারো কিছু মনে করার কথা না। আমার জন্যও অর্ডার করবো কি করবো না এটা মনস্থির করার আগেই ওয়েটার এলো অর্ডার নিতে। হঠাৎ বলে ফেললাম, দুটো বার্গার দিন। এরপর জানালায় রাস্তার গাড়ি দেখতে দেখতে খেয়েও নিলাম।
Post a Comment