Sunday, August 18, 2013

কেন যে সব ভুলে যাই (Don’t know how I forget everything)

My 4 years old son

মনে রাখার ক্ষমতা নিয়ে আমার ছোট বেলা থেকেই অনেক আক্ষেপ। আমি লাইন বাই লাইন মুখস্ত করতে পারিনা। ফলে পরীক্ষা সময় যখন সবাই অতিরিক্ত পৃষ্ঠার পর পৃষ্ঠা নিতে থাকি, আমি গুনে দেখি আমার মুল খাতা শেষ হতে আর কতো পৃষ্ঠা বাকি।

একটু বড় হবার পর দেখলাম, শুধু পড়া না, আরও অনেক কিছু আমার মনে থাকেনা। আমার ছোট বোন এই সুযোগে যা ইচ্ছা তাই আমার  উপর চাপানোর চেষ্টা করে, "তোমার তো মনে থাকে না, তুমি আসলে এরকম বলেছিলে, করেছিলে"।

এরপর দেখলাম আরও কিছু প্রয়োজনীয় বিষয় আমার মনে থাকেনা। যেমন, যদি কারো উপর রেগে থাকি সেটা কিছুক্ষন পর ভুলে আবার তার সাথে যোগাযোগ করি, কেউ যদি ঠকায় সেটা ভুলে আবার তার সাথে মিশি, কেউ কষ্ট দিলে সেটা ভুলে যাই, আবার যখন সে কষ্ট দেয় তখন মনে পরে, হায়, এতো আগেও আমার সাথে এরকম করেছে, কেন ভুলে গেলাম?

I have regret always, that I don’t have good memory power. In my childhood I have seen I can’t memorize books line after line. So, in the exam, when all students are taking extra paper, I count my main shit, how many pages left to finish.

After some period, I figure out I don’t remember many important things. My younger sister took that chance. She use to say, “You don’t remember anything, actually you said it, or did it”


When I grown up I felt I really need remember some important things. Like I forget to whom I got angry after while I go that person to communicate, I forgot who hurt me, again go to that person and get hurt. Then realize this person had done this before, I should have remember those. I really should.

No comments: