Monday, September 30, 2013

In sickness wish to live like a queen

Shafeen relaxing on floor

Whenever I feel sick, I want to live like a queen. Yes, queen. Then I can take rest in bed all the time. All of my daily work will be done by others like setting hair, nail cutting etc. Preferred food according to my health condition will arrive, like soup, juice etc. People will take care of my son properly. Doctor will give me medicine so that I won’t feel any pain, will sleep only and enjoy my sickness.


But the reality is I am living in the real world, where everybody has their own work. No one can take 24 hours duty for me. So, I am taking rest as much as possible and praying to Allah so that I can get well soon and start my duty again.

Monday, September 23, 2013

This picture is for Cellbazaar AD



This picture is for Cellbazaar AD, if your bed became too small for you, sell it J

Well still I didn’t sell it.

You can’t always teach responsibility


Sometimes responsibility should come from inside of a human being. No matter how much you train, it’s very difficult to teach someone about their own responsibility. Few days back, I was returning home, from my son’s school. From rickshaw, I saw a woman, clearing the net of the road’s drain. She was removing plastics and leafs from the net, so that rain water can drain from the road without any trouble, which was not her responsibility. But she was doing it by her own.


Where no matter how much we are saying to the inhabitants that do not drop plastic papers (like chips packet, other things) on the road. Please keep it with you and at your destination place (home, office or market) you will find a dustbin to drop all these things. This way, your town’s road will remain clean and also there won’t be any obstacle on drainage system. After all, you don’t want to walk on sewerage water to go anywhere from your home.

Saturday, September 21, 2013

ঘুমের মর্যাদা

Shafeen tired

কিছু কিছু বিষয় আছে, যার অভিজ্ঞতা নিজের না হলে ঠিক বোঝা যায় না। যেমন, আগে দেখতাম, অনেকে ঘুম হয় না, ঘুম আসেনা বলে কান্নাকাটি করছে, ঘুমের ট্যাবলেট খাচ্ছে নিয়মিত। আমি ভাবতাম, ঘুম না হলে এতো মন খারাপের কি আছে। ঘুম না হলে ঐ সময় অন্য কাজ করা যায়। অন্তত: বই তো পড়া যায়...।
ঘুম যখন আসার আসবে।

আমি নিজে ছাত্র জীবনে অনেক ঘুমাতাম। দিন দুনিয়া দুরে থাক, আমি তো পড়াশুনা নিয়েও টেনশন করতাম না। সুতরাং চোখ থেকে ঘুম পালানোর কোন সুযোগ পায়নি। চাকুরী জীবনে কাজের খাতিরে ঘুম কমিয়ে ফেলতে হলো। তাও খারাপ লাগতো না। একটা ২দিন ২রাত জেগেও প্রজেক্ট কমপ্লিট করেছি। খারাপ লাগে নি। বিয়ের পর দায়িত্ব পালন করতে যেয়ে রাতে ১টায় ঘুমাতাম আবার ৫টায় উঠতাম। ভাল না লাগলেও মানিয়ে নিয়েছিলাম।

ছেলে হবার পর দুনিয়া পাল্টে গেল। একটা জলজ্যান্ত মানুষের এ টু জেড চিন্তা, কাজ, দায়িত্ব সব মিলিয়ে ঘুমের জায়গা আর রাখা গেল না। এবার ৪ দিন ৪ রাত জেগেও সব করতে হয়েছে। ঘুমের কোন নির্দিস্ট সময় পাওয়া যায় না। ফলে ঘুম বেচারা মাঝে মাঝে ভুলেই যায়, কখন তার আসতে হবে, আর কখন দুরে থাকতে হবে।

আর ঘুম না হলে, দেখা গেল, মাথা ঠিক মতো কাজ করছে না। এতে আমার চেয়ে আমার ছেলের কষ্ট হয় বেশি। সুতরাং ঘুমাতে হবে। এতো দিনে ঘুমের মর্মার্থ বুঝলাম। এখন তো রাতে ঘুম না আসলে মনে হয়, ঘুমের অষুধ খাওয়া শুরু করি। ঘুমের জন্য এখন আমিও কান্নাকাটি করি, মনে মনে।

Friday, September 20, 2013

The box of rings

After dropping all the rings on the bed, Shafeen is using the box as a cap.

Shafeen put all the rings at the cover of the ornament box. The box is empty now.

Shafeen’s grandfather (maternal) had a hobby to collect rings. He had a small ornament box to keep all of those rings. My son liked that very much. Whenever he (my son) met with his grandfather, he (my son) asked to give him those rings. My dad had no option but give my son the box of rings.

After my dad’s death, I took one ring (my son’s favorite) from that box to show my son the collection of dad when he will grow up. Regret is my son won’t remember his grandfather’s love. He was too small.

Thursday, September 19, 2013

ফেসবুক হ্যাক করা কি খুব সহজ? Is Facebook hacking is too easy?


ফেসবুক হ্যাক করা কি খুব সহজ? নাকি ওদের সিস্টেম আপডেট করার সময় কিছু গোলমাল করেছে? নাহলে মাঝে মাঝে এমন সব উলটা পালটা কাজ করে যে কাকে যে সন্দেহ করবো বুঝতে পারিনা। আমি কিছু মানুষকে ব্লক করে দিয়েছি। সুতরাং আমি তার কোন ইনফরমেশন দেখতে পারবোনা, সেও আমার কোন তথ্য পাবে না। একদিন দেখলাম একজন ব্লকড ব্যক্তির একটি পোস্ট আমার টিকারে চলে এসেছে (কোন ফ্রেন্ড লাইক দেয়ায়)। 
এমন তো হবার কথা না। আমি আমার ব্লকড লিস্ট চেক করলাম। যা ভেবেছিলাম তাই। ঐ ব্যক্তির নাম আর ব্লকড লিস্টে নেই।

কাউকে কাউকে আমি ফ্রেন্ড হিসাবে এ্যাড না করলেও কিভাবে যেন এ্যাড হয়ে গিয়েছে।

হ্যাকিংয়ের যন্ত্রনা এড়াতে পাসওয়ার্ড সেভ করা বন্ধ করে দিয়েছি। ব্রাউজার হিস্ট্রি নিয়মিত ক্লীয়ার করি। এমনকি বার্থ ডেট অন্য একটা দিয়েছি। আর সব সময়ই https:// দিয়ে ব্রাউজ করি। দেখা যাক কত দুর যন্ত্রণা মুক্ত থাকি। 

Is Facebook hacking is too easy? Or some problem happened with their database when they upgrade their system? Otherwise how these mess happened with me? I really don’t know, to what I should doubt. For example, I had blocked few people. So that they won’t see any info of me and I also won’t be able to see any info of them. One day I found a blocked person’s info in my ticker (one of my friend liked their post). This shouldn’t happen. I checked my block. As I suspected, that person’s is missing in my blocked list.

Sometimes Facebook added person by itself without informing me. To get out of hacking problem, I don’t save my password, I clear my browser history regularly, I always brows with https://, I have give a fake date of birth. Don’t know how far I will stay secure.

When my birthday will come?

Shafeen is playing with one of his birthday gift, it was his 3rd birthday.

In the whole year Shafeen has to join other’s birthday party and give gifts. He watches them cut the cake and enjoy. The only thing he ask on those moment, “Ammu(mother) when will my birthday come?”. My poor boy, his birthday is at December. He has nothing to do but watching others celebrating their birthday and keeps waiting for his own party.

Wednesday, September 18, 2013

How should a hero rescued


When we see movies, most of the time, we see, the hero fall in trouble by the bad people. Then only with the super power (most of times not possible by any human) they rescue themselves. Is that what we want to see? May be, but I don’t. I like to see a person with his limited power, strength, money and brain can find the solution and solve his problem. We found very film like that…

Tuesday, September 17, 2013

নেশা (Addiction)

Shafeen at Banglalion office at Bashundhara city complex

নেশা কি? আমি যা বুঝি, তা হলো কোন কিছুর জন্য প্রচন্ড আগ্রহ, যা নিয়মিত হয়, যা না করে মানুষ থাকতে পারে না, সেটা পেলে খুব আত্ন তৃপ্তি হয়, না পেলে শুধু মানুসিক নয় শারিরীক ভাবেও খারাপ বোধ করে, যেখান থেকে সে সহজে মুক্ত হতে পারেনা। যদি এটাই নেশা হয় তাহলে অনলাইনে আসাটা এখন আমার জন্য নেশা হয়ে দাড়িয়েছে। এমন না যে সাড়াদিন পরে থাকি, নির্দিস্ট কিছু কাজ করে চলে যাই। তারপরও আসা চাই-ই চাই। তাই বলে এটা ভাববেন না যে এর থেকে মুক্ত হতে চাই। কত নেশাই তো আছে আমার। ভ্রমনের নেশা, বইয়ের নেশা.. না হয় আরেকটা নেশা যুক্ত হলো। ক্ষতিকর পর্যায়ে না গেলেই হলো।

What is addiction? As far as I understand that it creates tremendous attraction on something, people can’t stay without doing it, and people satisfied if they can have it, if not get that people may feel sick not only mentally but also physically, people can’t get rid of it easily. If this is the addiction then I have online addiction. It doesn't mean I stay whole day and night in it, I came then do some regular work and left. And I don’t want to get out of this addiction. I have some more addiction too. Like traveling, reading novel, now added a new one. And I am happy with these addictions. 

Monday, September 16, 2013

Shafeen playing with the cushions





Shafeen likes to go and play at his grandmother’s (maternal) place. He doesn't have many toys over there. But whatever he found he enjoyed with it. Here he was playing with the Sofa cushions. I guess his grandmother won’t like it… But he never cares…

Sunday, September 15, 2013

Rain and rickshaw puller


Sometimes people make you fall in such situation that suddenly you can’t decide what to do next. Few days ago I went to “Mina Bazaar”, Shanti Nagar. To return home I took a rickshaw. And when we came at the circle of Razar bagh Police line, Rain started. I don’t have problem with rain, but the rickshaw puller take the rickshaw near footpath. I said, if you don’t have plastic shelter, then no problem, I can sit without it. But he laughed and run to the big tree and takes shelter under it. I surprised and asked, won’t you ride in the rain. He moved his head left and right. Fine, I sat with taka 1500 bazaar and keep waiting. In the mean time many rickshaw puller came and take shelter under that tree and kept their rickshaw beside me. I thought what I am doing? Sitting with them and getting wet and let them watch me and whisper each other. I start looking for another rickshaw. Found one and get on it. Before going towards my home, call the previous rickshaw puller and gave some money…

Friday, September 13, 2013

প্রিয় গান আমার আর আমার ছেলের...


"সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো"

"কেমনে বলিবো তারে, বাঁচিনা তারে ছাড়া"...শাহ আব্দুল করিম

"ধরো বন্ধু আমার কেহ নাই..."

"কি যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে"...শাহ আব্দুল করিম

কেন যেন এই গানগুলো কয়েকদিন ধরে মাথায় ঘুরছে। একা একাই গাইছি। আমার ছেলের সামনে গাওয়া যায় না। উনি মায়ের গান বাজনা একেবারেই পছন্দ করে না। এক ভাবীর ভাষায়, "ছেলে কি মওলানা হইবোনি?" (তার ছেলে স্কুলে গানের ক্লাসেও যেতে চায় না)। 
নাহ্। কারন নিজে মোবাইলে গান বের করে শুনছিল কালকে...। 
যে সব কম্পিউটার গেমে ভাল মিউজিক বাজে (বিশেষ করে, কার রেসিং গেমে), সে সব অন করে, মিনিমাইজ করে অন্য কাজ করে। এতো অল্প বয়সেই ও আলাদা পারসোনালিটি নিয়ে চলে। মাকে কখনও কপি করে না।

"Miles to Go (Before I Sleep)"


“I have long way to go before I sleep”… Shafeen (my son) believes these words always. No matter how tired he became, he must continue his work (playing). Once we went to a picnic. When we reached on the spot my son started playing. He played with every batch. Like boys, moms, men etc. At noon, when all get tired, he played alone. Then afternoon again played with new batch. We had to return home so I pulled him out from playground and come back to home.

Thursday, September 12, 2013

Schools should manage a small canteen


In Dhaka city in every area (in every road) we have a school. Most of them are very small. Where usually local kids study or started their study. Some of schools are really good. The schools try to give as much facilities as possible to hold more kids. But like every organization there is always more ways to improve them. I believe every school should have a canteen. Generally they all have a kitchen in their school compound. By using it, anyone can arrange at least tea and small snakes. Or they can ask any company or bakery to open a brunch in their school. That will be very helpful for the employees of the school with also guardians. And more over kids can also buy their favorite with their pocket money. Nobody needs to go out and search for food when they feel hungry. And the school can also earn more…

Wednesday, September 11, 2013

শেষ পর্যন্ত চা ওয়ালা বলল, "এইবার আমারে একটা মিস্ কল মারেন"


ভাবীদের (যারা বাচ্চা স্কুলে দিয়ে সেখানেই ছুটি পর্যন্ত অপেক্ষা করেন) জন্য নাস্তা আনতে বের হয়েছি। ছেলের স্কুল থেকে কিছুদুর যাওয়ার পর দেখলাম এক চা ওয়ালা তার বিশাল ফ্লাস্ক আর কিছু কাপ নিয়ে কারো সাথে কথা বলছে। মনে পড়ল, ভাবীরা বহুবার বলেছেন, চা ওয়ালা আসলে নাস্তার পর চা খেতে পারতাম। তাই চা ওয়ালাকে ডেকে বললাম, আপনি এই এলাকাতেই চা বিক্রি করেন? সে বলল, হ্যা। আমি বললাম, কালকে সাড়ে নয়টায় সামনের স্কুলে আসতে পারবেন? সে চিনে না। হাত দিয়ে বোঝানোর চেস্টা করলাম, কোথায়। বলল, আচ্ছা আপনি আমাকে আপনার নাম্বারটা দেন। আমি কথাটা ঘুরিয়ে বললাম, তার চেয়ে বরং আপনি আপনার নাম্বারটা আমাকে দেন। সে বলল, আর আমি মোবাইলে নাম্বারটা টাইপ করলাম। এরপর বলে, "এই বার আমারে একটা মিস্ কল দেন" (ইয়া মাবুদ ইয়া মাবুদ)। 
আমি মনোভাব প্রকাশ না করে বললাম, দরকার হলে আপনাকে কল করা হবে।

Monday, September 9, 2013

Shafeen and computer

 
Shafeen and computer

Wherever we go, the first thing we get noticed, where we have the most interest. People who like to stay in super clean house, they looks the cleanness of that place, who like photography, and they look at the camera. My son no matter wherever he goes, first he tries to catch and work (in his language) with the computer.

Shopping time

Shafeen at Bashundhara shopping complex

I think, in some cases, we are very lazy. If you go to any market or shopping mall at 10am (sun rises at 5:40am), you will see except main door, the all the shops of the market are close. Even before 11am, you will see most of the shops are close. At noon all shops are close and won’t open again before Asar prayer (in our area). Sometimes you will see some grocery shops are open but not any medicine pharmacy (faced in Shanti Nagar). May be, we can never be serious in business. All we need is the pick hour to sale some product.

Saturday, September 7, 2013

শেষ পর্যন্ত খাবারটা খাওয়ার উপযোগী করতে পারলাম (Finally could make the food better)

Shafeen

আমি সব সময়ই নতুন কিছু রান্না করার চেষ্টা করি, রেসিপি দেখে (নিজের উপর আস্থা নেই)।
রেসিপি পড়ে মোটামুটি আন্দাজ করতে পারি, এটা খেতে কেমন হবে। তারপরও সবই চেষ্টা করি বানাতে, কারন দেখা গেছে, বানানোর পর খেতে ভালই হয়।

তবে এবার সেটা হয়নি। রেসিপি দেখলাম, স্পাইসি সালাদ। মনে হলো ভালো হবে না। তারপরও বাধাকপি দিয়ে বানালাম। খেতে এমন অখাদ্য হয়েছে যে, আমিও খেতে পারবো না (সাধারনত: আমি যাই বানাইনা কেন, খারাপ হলেও আমাকেই খেয়ে শেষ করতে হয়)। 
তাই এটাকে ঠিক করার চেষ্টায় নামলাম। আলু আর টমেটো কুচি করে দিলাম, টমেটো সস, টক দই, চিনি, একটু হলুদ, একটু গরম মসলা, একটা ডিম ইত্যাদি দিয়ে ভেজে নিলাম। এবার অল্প পানি দিয়ে হালকা আঁচে সিদ্ধ করলাম। পরে ভাত, ডাল আর জলপাইয়ের আচারের সাথে খেয়ে দেখলাম, মন্দ হয়নি। এমনকি আমার ছেলেও (আমার খাবারের টেস্টার) ভাতের সাথে খেয়ে নিল। হমম, মনে হচ্ছে সামান্য হলেও এতোদিনে রান্না শিখেছি :)

I always try to make new food by using a recipe. When I see a recipe, most of the times I understood, how it may taste. But still I like to try, because after finishing the product, most of the times it tastes good.

This time when I read the spicy salad recipe, I understood it won’t be taste good. But still I tried with cabbage to check and found I was right. Even I can’t eat it (generally no matter how it taste, I had to eat and finish all of my cooking  J ). Now the real job came, I have to convert it a better food. I gave potato and tomato with a Julian cut, tomato sauce, an egg, little turmeric, little garam masala, sugar, bitter curd etc then fry it. Give some water and steam it in low heat…. Then it taste better. When I took it with steam rice, daal and olive pickles, it tastes awesome. Hmm may be I learned cooking a bit finally. Even I my son (my QA) liked it with rice. 

Friday, September 6, 2013

Now have to listen all from the daily story maker

Here Shafeen was 2 years and 8 months old

My son speaks a lot. He makes questions a lot. He has thousands of long stories to tell. He wanted to talk all day long. Problem is with the listener. His mom can’t give full attention with his talking all day long. He doesn't like that. Sometimes he grabs her face in front of him to have full attention. Sometimes start asking “ammu” “ammu” in his story to have a reply. Mom has no option but listening and replying all his story and query. It’s mom’s duty. May be in the same way his mom disturbs the world.

Travel bag guide for moms

Shafeen (my son) at Fakhruddin restaurant

In Bangladesh, we moms always things, we should not take our kid outside, they may become sick, they might have sleeping problem, they won’t eat properly, they will disturb. But actually they will stay better with you, will feel great in outing, and as a mother, no matter how much you try, you can’t get rid of tension for your kid, so why not take them with you. Let’s all have good moment together.


If you think, you will take big luggage and will take everything in it then you have to change your mind a bit. For your kid you can carry a medium sized handbag (instead of small money bag). For the road you have to carry a pair of dress for your kid (if possible take 2 sets), some dry food (if your kid takes fider then take small different boxes of milk powder, sugar, hot water flask with bottle), diaper (if needed), water, plenty of tissues in side pocket. On road try to feed whatever you take as lunch or dinner or breakfast. It will be helpful for your kid to taste different and they will also like the journey and for you it will reduce feeding problem to your kid.

Thursday, September 5, 2013

যার স্বভাবই অন্যের খুত ধরে বলাবলি করা


কেউ যখন ভুল বোঝে, তখন আপনার হাতে কিছু উপায় থাকে, পরিস্থিতি ঠিক করার। তাকে ভালো করে মুল ব্যাপারটা বুঝিয়ে, একই রকম ঘটনা আবার তার সামনে এনে, এমনি নানা ভাবে বোঝানো যায়, যে আসলে কি হয়েছিল। কিন্তু কেউ যখন বদনাম করে বেড়ায়, অভ্যাসের বসে, সেটা কি করে ঠিক করবেন? কথায় বলে, "স্বভাব যায় না মলে"। 
একদম ঠিক। অন্যের বদনাম বা খুত ধরে বেড়ানো যার স্বভাব, তাকে আটকানো যায় না। সে কোথাও চুপ করে বসে থাকলেও সামনে যাকে দেখবে, তার কোনো না কোন সমস্যা খুজে বের করে পাশের জনের কানে ফিস ফিস করে বলবে। এই স্বভাব তো যাবে না। সমস্যা হলো যার কানে বাজে কথা লাগায়, তার ঐ লোকের প্রতি একটা খারাপ ধারনা হতে শুরু করবে। এভাবে ধীরে ধীরে হয়তো সম্পর্কই খারাপ হয়ে যাবে, সম্পূর্ন অকারনে। এজন্য কেউ যখন আপনার কাছে কারো সম্পর্কে খারাপ বলে, তখন তাতে তাল মিলিয়ে তাকে উৎসাহিত করবেন না। মনে রাখবেন, আগামীতে এই একই লোক আরেকজনের কাছে, আপনার সম্পর্কে বলে বলে খারাপ ধারনা তৈরি করে দিবে।

Tuesday, September 3, 2013

Shafeen is always stronger


Shafeen (my son) always believes he is a strong man. If he makes problem while feeding, I told him, if you eat this food you will be a stronger kid. Sometimes this word (strong) works. Here he picked up his car and showing to me how strong he is, he was 2 years and 8 months old.

Monday, September 2, 2013

In towns, shop keepers and small restaurant (road side) should bound to use dustbin


In our towns (in Bangladesh) we should made more attempts to make a habit of inhabitants, to use dustbin, especially in Dhaka city. The passerby don’t care to drop plastics and other used things to drop on the roads. The shop keepers don’t care to use any dustbin, through all the used materials (one time use glass, plate, plastic bags) to the drain. Result, it creates problem in drainage system. Now without any rain, people faces problem with the road water (the excess water from drain or sewerage system). 

ভুল বোঝা


জীবনে ভুল বোঝাবুঝির চেয়ে যন্ত্রণার কি আর কিছু হতে পারে? আর সে মানুষটি যদি হয় আমার মতো বোকাসোকা, তাহলে তো কপালে আরো দু:খ। কারন আমি এখনও পারিনা মানুষের ভুল বোঝা ঠিক করতে। ছোট বেলা থেকেই মানুষের এই ভুল বোঝার কষ্ট পাচ্ছি। কেন যেন খুব অভিমান হয়, কেন ভুল বুঝলো, এতোদিনের পরিচিতিতে কি এই বুঝলো, একবারও মনে হলোনা এমন হতে পারে না? আর ভেবে পাইনা, কিভাবে এই ভুলবোঝাবুঝিগুলো ঠিক করবো। উদাহরণ দিচ্ছি:

আমার বয়স তখন ৫/৬ বছর। আমাদের পাশের বাসায় একটা ছোট ছেলে ছিল। হাটতে পারতো, তবে কথা বলতে পারতো না। দু'টো বাসার মাঝখানে ১০ ফুটের মতো খালি জায়গা ছিল। একদিন বিকালে আমি খেলতে গিয়ে দেখলাম, সেই ছেলেটি ওখানে খেলছে। ও আমাকে দেখে, আমার পাশ কাটিয়ে ও অন্য জায়গায় যেতে গেল। আমি খেলার ছলে ওর সামনে গিয়ে দাড়ালাম। ও হেটে সরে অন্য পাশ দিয়ে যেতে চাইলো। আমি আবার ওর সামনে দাড়ালাম। পিচ্চির এতো কষ্ট সহ্য হলো না। ও ভ্যা করে কেদে দিল। আমি কি বলব বোঝার আগেই ওর কান্না শুনে ওর বাবা বের হয়ে এলেন। আমার দিকে তাকালেন, মুখে চুক চুক শব্দ করলেন, মাথা নাড়লেন ডানে বামে আর ছেলেকে নিয়ে চলে গেলেন। আমি কিংকর্তব্য ব্যমুড় হয়ে দাড়িয়ে রইলাম। কি হলো? এমন করলেন কেন ঐ ভদ্রলোক। ভেবেছিলাম ঘটনার শেষ এখানেই। নাহ, এটা ঘটনার শুরু।

রাতে আব্বা মুখ কালো করে বাসায় ফিরলেন। আম্মা-আব্বা কি যেন কানাকানি করলেন। তারপর দুজনেই মুখ গোমড়া করে রাখলেন। রাতে খাবার সময় আম্মা শুধু বললেন, তুমি পাশের বাসার ছেলেকে মেরেছো? আমি বললাম, কি?? আম্মা আর কিছু না শুনে চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারলাম না।

ছেলেটার একটা বোন ছিল, আমার চেয়ে এক বছরের ছোট। ও ঘোষনা করলো ও আমার সাথে আর খেলবেনা, আমি পচা তাই। আমরা যখনই ঘরে বা বাইরে যেতাম, ওরা দেখতো। আর মেয়েটা জোরে জোরে চিৎকার করে আমার আব্বাকে বলত, কাকু কাকু, *** আপু আমার ভাইকে মেরেছে। আম্মা-আব্বা মুখ কালো করে রাখতেন। আম্মা শুধু একবার বলল, ও যদি তোমার বোনকে মারতো, তুমি কি এভাবে সব সময় বলতে পারতে?

আমার চোখ ফেটে পানি চলে আসতো। কেউ একবারও আমার কাছে জানতে চাইলো না, কি হয়েছিল? আমি কাউকে আর নিজে থেকে বলিনি।