Wednesday, October 30, 2013

Journey by train in a cabin

Shafeen in the cabin

In our country, I found, the most comfortable train journey is in AC Cabin. Book a Cabin then lock the door. Stay safe and you have enough space to enjoy and sleep well. I like the movement of train during running. It’s really very good for sleeping J . if you feel hungry can go to Cafeteria if the train and order food. They will send it to your cabin.

But you will miss one important thing, the hockers. Every now and then they will ask you tea, many kinds of food, news paper, small necessary things, shoe polish and many more.


It’s up to you, which one you will choose for your journey. I like both ;)

Monday, October 28, 2013

bicep mass workout


We all want a perfect body. Not only ladies now a day a man also need to maintain his body figure properly. It’s not only for fitness but also to look handsome and attractive. Most of the boys wants bicep mass workout to make him look manlier. Here in this video you can see simple steps to follow by using only dumbbell. You can easily buy it and make this workout at home in your bed room. You know to make your body you must follow a good instructor. Otherwise you may make damage to your body. So watch the video and follow the instruction to for good body.

Plane fare is always very high





There are many beautiful and interesting places are in this world. Many people want to visit and see those places. And whenever people think to visit any place on this Earth the first thing they had to face is the plane fare. It’s always very high. Maybe because of this, in many lottery prize gift is the plane fare of a place. General people can manage the rest of the expenses. I think if we can reduce the plane fare a little bit, more people will be able to travel by air and tourism will grow more in many places.

Sunday, October 27, 2013

আদায় পত্রে আমি একেবারেই অকেজো (I am totally unsuccessful on getting my right)


এত বয়সে একটা বিষয়ে আমি নিশ্চিত, কারো কাছ থেকে কোন কিছু আদায় করা আমার কর্ম নয়। আমি আর যাই করিনা কেন, কারো কাছ থেকে কখনও কিছু আদায় করতে পারিনি। টাকা পয়সা, জমি জমা, জিনিস পত্র, কাগজ পত্র, ভালবাসা... কিছুই না। যে দয়া করে যা দেয় তাতেই সন্তুষ্ট থাকি। এখন আর জোর করতেও ইচ্ছা করে না। এমনকি যা আমার হক, সেটাও ছেড়ে দেই।
আগে চেষ্টা করতাম, যদি পারি কিছু আদায় করতে (আমার পাওনা বলে কথা)। এরপর ভাবলাম যা পাই তাই লাভ, চেষ্টাতো করি, অন্তত: একবার বলে তো দেখি। এখন তাও করিনা, শুধু শুধু কষ্ট বাড়িয়ে লাভ কি? পেলে পেলাম, না পেলে নাই।

We are waiting…

We were waiting…

We are waiting… waiting for the better situation of our country to go for an outing… We are not in a railway station but at home. Waiting for a good weather with a good country situation where people can go anywhere and have their own time.

Friday, October 25, 2013

I just wish that the situation will become well

Shafeen and me went out...

It’s been long time that I didn't go out for a travel. For me this is a terrible situation. After long waiting I had planned to go out from Dhaka in this November. But our country's situation became very worse that can’t think to go out with a kid. I don’t like it. I wish everything will become well soon and we can make a nice tour…. I just wish.

আমার মনে হয়, বৃদ্ধাশ্রম আর এতিম খানা পাশাপাশি একই বাউন্ডারির মধ্যে করলে আরো ভালো হয় (I think we should make old age home and orphanage in the same boundary)

Trying to help my son

আমার মনে হয়, বৃদ্ধাশ্রম আর এতিম খানা পাশাপাশি একই বাউন্ডারির মধ্যে করলে আরো ভালো হয়। আমি দেখেছি বয়স্কদের সাথে শিশুরা খুব ভালোভাবে মিশতে পারে, খেলতে পারে, বয়োজেষ্ঠরাও শিশুদের পেলে আনন্দে মেতে ওঠেন।

আমরা জা,নি এদেশে এতিম শিশুরা কিভাবে মানুষ হয়। যত সুবিধাই দেয়া হোক না কেন, মা এর জায়গা কেউ নিতে পারেনা। এই সব শিশুদের মনে শুন্যতা সব সময়ই থাকে। এসময় বয়স্ক নানা-নানু আর দাদা-দাদি যদি পেয়ে যায়। যাদের সাথে তারা মন ভরে খেলবে, নানা বিষয় নিয়ে কথা বলবে, শিখবে, অনন্ত: দিনে একবার বিকাল বেলা এমন হলে হয়তো খুবই ভালো হয়।

বয়স্ক মানুষও সাড়াদিন বুড়ো বুড়িরা গল্প আর কাজ নিয়ে সময় কাটিয়ে বিকালে শিশুদের যখন সময় দিবেন তখন সব কষ্ট দু:খ ভুলে শিশুর মতো আনন্দে সময় কাটাতে পারবেন।

আমি যদি বুড়ি বয়স পর্যন্ত বাঁচি তো এমন একটা জায়গায় যেতে খুব ভালোবাসবো। ছেলেকে বড় করে দিয়ে বলব, অনেক করছি এখন নিজের সংসার নিজে সামলাও, আমি পিকনিকে যাবো বাকী জীবনটার জন্য। সুন্দর মনের বুড়িদের বান্ধবী বানাবো, হ্যান্ডসাম বুড়োদের সাথে গল্প করবো আর বিকালে পিচ্চিদের সাথে খেলবো, ওদের দেখা শুনা করবো।

I think we should make old age home and orphanage in the same boundary. I have seen, kids can easily communicate with aged people, can play them. Old persons also became very happy to have time with the kids.

We all know how an orphan raises in our country. No matter how much facilities we give, we can’t give a mother to a kid. Kids grow up with a feeling that they are missing something in their heart. In this situation, if we can give them time to spend with grandfather and grandmother, then can play with them and enjoy, they can share their feelings and experience with them, they can learn many things from these experienced people. May be they can have this time once in a day, in the afternoon, all will like this.

Aged people can also spend their time with other older people and can be busy with their work in day time, in the afternoon they can play with the kids and can forget all of their pains.


If I live long time, in my old age I will like to spend time in such place. I will say to my son, I have done lot things to grow up you and now live your own life. Let me go to a long picnic and enjoy the rest of my life. I will make friendship with good old ladies and will spend time talking with handsome old boys J and at the end will play with kids. I will try to take care of them.

Thursday, October 24, 2013

You can’t understand a person truly unless the glass cover is open



When we meet with a person we can see them with a glossy glass cover. And you can’t see their true face unless the time and situation opens this glass shed.

Wednesday, October 23, 2013

Money problem in middle class life

Shafeen working with his Tablet

The main problem in middle class life is limited budget. Whenever or whatever you plan for something, first you have to look at your budget. Then have to plan what can be done within it. It’s not like you first plan what are the things you want to do then look how much it will cost (I like that).

Soon my son will become 5 years old boy. As mom I can’t think what are the things I can do for him? First I have to see, on that time, how much budget I can manage then can think about others. Really don’t like the situation.

I wish I could have a door with full of money. I will take whatever I need (not more than that) and don’t have to think about income.

But the reality is because of this need life is beautiful. If I knew I can have whatever I want anytime, life will become boring. If have eaten at best restaurant, lived in the world best hotels, visit all favorite places I would have thought what next? What else I need to feel happy? My life might have stopped. Had to suspect others who might have kill me someday to take my money.


So actually the middle class life is beautiful.

Tuesday, October 22, 2013

সুষ্ঠুভাবে করা কাজই মন ভালো করে দিতে পারে

শাফিন, আমি আর সাজিয়া (আমার ছোট বোনের মেয়ে)।
চেষ্টা করি সবাইকে ঠিক মতো দেখাশুনা করতে

কোন কারনে যখন  আপনার মন ভালো থাকে, দেখবেন সব কাজ কত সহজে সুন্দরভাবে করছেন। খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারছেন। নিজের সব কিছু ভাল লাগছে, আপনার কারনে আপনার আশেপাশের মানুষও ভালোবোধ করছে।

আর যখন মন খারাপ থাকে, ঠিক ভাবে ব্রেইন কাজ করে না, কোন কাজই করতে ইচ্ছা করে না, অথচ সবই করতে হয়। সব কিছুই মনে হয় ভারি বোঝা হয়ে ঘাড়ে চেপে বসেছে।

সবাই বলবে মন ভালো করো। তা কি আর এমনি এমনি হয়? নিজের মনের সাথে নিজেই কাউন্সেলিং করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। কতক্ষন এভাবে চলতে হবে জানা নেই।

আমি দেখেছি, আমি যখন কোন কাজ পার্ফেক্টলি করতে চেষ্টা করি। তখন সব কিছু অনেক বেশি বেশি করা হচ্ছে বলে মনে হয়, সময় বেশি লাগে, বেশি শ্রম দিতে হয়, কাজের মাঝে অন্য কাজও করতে হয়। তারপর সেই কাজটা যখন শেষ হয় তখন খুব ভাল লাগে। কাজগুলো ঠিক মতো করার ফলে আশেপাশের অন্য কাজও অনেকটা করা হয়ে যায়। সেটাও ভাল লাগার আরেকটা কারন।

তবে কি কাজ ঠিক মতো করার মাঝেই আমার প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে? হয়তো শুধু মাত্র এভাবেই আমি নিজেই নিজেকে আনন্দ দিতে পারি। আর ভালবাসা? সেতো অন্যের হাতে...

Monday, October 21, 2013

Thinking, how to keep my torch light well


Shafeen likes torch light. He likes to play with it. You know in our country how important this torch light is. I have bought several torches, but my son made them out of order. Now he has grown up a bit but still plays with the torch. Whenever I need to turn on the light I found he has already finished its charge. I get angry; shout on him, he doesn't say anything. Again whenever I gave charge to the charger torch light… he plays and finishes all charges. Now the current one isn't working well. I told this to my son, see what you have done. He didn't reply, but didn't stop playing with it.

Saturday, October 19, 2013

We faced traffic jam even in Eid Day


We have seen, before Eid, thousands of people were getting out from the Dhaka city. In high ways, traffic jam held in several places because of this pressure. Then in the Eid day Dhaka is almost empty and people can move easily from one place to another. Well this is true in day time. After the sunset, things get changed. I have faced traffic jam almost in every big road. What is this, how many people actually lives in Dhaka? I am sure survey didn't cover all.

Friday, October 18, 2013

বেশি কথা বলে মাথা ধরিয়ে ফেলেছি

Shafeen talking

সাধারনত: মেয়েরা প্রচুর কথা বলতে পারে। শুনেছি পিচ্চি থাকতে আমিও সারাক্ষন কথা বলতাম। বলে বলে বড়দের মাথার পোকা নাড়িয়ে দিতাম (এই কাজটা এখন আমার ছেলে করে মাঝে মাঝে)। 
তবে, আমার যতদুর মনে পড়ে, আমি কথা সব সময় কম বলি। দরকারের বাইরে আমি কথা বলিনা। আমার ভয় হয়, হয়তো কাউকে বিরক্ত করছি। এবার ঈদের সবার সাথে মিশতে যেয়ে প্রচুর কথা বলতে হলো। ফলাফল, মাথা ব্যাথা, অনভ্যাসের ফল। নাপা খেয়ে কিছুটা ঠিক হয়েছি। অপ্রয়োজনীয় কথা না বলা স্বত্তেও যখন দেখি কেউ আমার ফোন ধরছেনা, আমার কথা মনোযোগ দিয়ে শুনছেনা খুব খারাপ লাগে। আমি তো বিরক্ত করিনা। তাহলে এমন করে কেন?...

Wednesday, October 16, 2013

Shafeen really don’t understand why mom always bought bigger size dress for him.

Shafeen showing his Shirt, too big

Shafeen really don’t understand why mom always bought bigger size dress for him. Well actually mom has no option. If she bought fitting dress it will be tight within one month. Shafeen is growing up very fast now… So first he has to wear bigger dress, then fit in size and finally little small. Actually nope… mom isn't so cruel that she let you wear smaller size dress.

Monday, October 14, 2013

Checking food before buying


Shafeen and me taking food at Dia's birthday party

I went to "Shwapno" Basabo to buy some necessary things for Eid and daily purpose. Generally when I buy chicken I choose which one to give. First I try to see which one looks fresh then ask them to give me that. Yesterday when I asked them give me these two chickens that person bring out them then took one a side and take one more chicken. I asked, what's the problem with that chicken? Is it rotted? He replied, it's from previous day, I am taking it out. Then he gave me another two. I really surprise and understand, I am still not good in checking and selecting chickens. May be I always choose the wrong one.

Sunday, October 13, 2013

কেন ভালবেসেছো

তুমি তো আমার ভালবাসার আসামী
কেন ভালবেসেছো আমায়
এখন আর মুক্তি নেই
সারা জীবন ভালবেসে যেতে হবে আমায়।

পালাতে চাও?
চেষ্টা করে দেখো, পারো কিনা
কেন ভালোবেসেছো আমায়
আর যে মুক্তি নেই
এখন বাকি জীবন ভালবেসে যেতে হবে আমায়।

বিনিময়ে তুমি কি পাবে?
বলে কি?
কেন ভালবেসেছো আমায়
এখন আর মুক্তি নেই
শুধু ভালবেসে যেতে হবে আমায়।

এবার বোঝো
কি পাপ করেছো
কিন্তু আর যে মুক্তি নেই
শুধু ভালবেসে যাও
আমি যে কোন দিনও ছাড়বো না তোমায়।

Saturday, October 12, 2013

যে কারনে আগোরা গিয়েছিলাম সেটাই ভুলে গিয়েছি (I forget for what I went to Agora)


স্মরণ শক্তি আমার খুব ভাল, এমন দাবী আমি কখনও করিনা। তারপরও যা ছিল তাতে আমার কাজ চলত ভালোই (আমার বোনরা যাই বলুক না কেন)। 
কিন্তু এবারের জ্বরটা আমাকে একেবারে কাবু করে ফেলেছে। গতকাল দুইটা বিশেষ কারনে আগোরা গিয়েছিলাম। বেশ কিছু দরকারি কেনাকাটা (আড়াই হাজার টাকার) করে চলে আসলাম। তারপর রাতে টের পেলাম, যে দুইটা জিনিস কিনতে গিয়েছিলাম সে দুটোই বাদ দিয়েছি কেনার লিস্ট থেকে। আমার ছেলের জন্য ফল আর ভাগ্নীর মুখে ভাত এর গিফট। কেমন লাগে...।
এর মানে আজ আবার বের হতে হবে। ভাবছি এবার "স্বপ্নে" যাব। দেখি এবার কি কি ভুল করি।

My memory is very sharp, I never believe that. But however it was, I think was good enough to run my life (no matter what my sisters say). But after this fever, my health condition really became poor. Can‘t remember important things. Yesterday I went to Agora for two main reasons. I shopped for taka 2500. After coming back home at night I remember I forget to buy those two important things (my son’s fruit and a gift for Sajia). Very funny, now again, I have to go out and it’s not a happy work for me. Now planning I will go to “Shapno” today. Let’s see what more mistake I do today.

Common place to go for mother and son

Shafeen at twin tower shopping mall

In this Dhaka city, kids don’t have much space to live properly. I know my son is living inside a cage (flat). So, whenever I go out for any work, I always try to keep him with me. But those common places (shopping, bank) are not for kid. He has nothing to do over there but give company (sometimes disturbing) to mom. That may be the reason, now a day Shafeen don’t want to go anywhere with me. Whenever I ask him, will you go out with me? He replies, is there any play ground (indoor, he doesn't know about outdoor play ground) available to play? If not please send me to grandmother’s house (maternal) first and then you may go out to complete your work.

Friday, October 11, 2013

Eid preparation

When you don’t have time and energy to make something at home

There are some thoughts and preparations are only for woman. Like Eid. What will be food menu, for that what are the things we have to buy, from where I can get the best in low price, from when I have to start preparation? When I have to complete what? What will be the full day program? Eid Dress for kid and ….. Cleaning home, decorate a bit etc. Why boys don’t join with woman to solve all of these?


May be I won’t do any of these… physically I am really not OK. But will try my best.

Thursday, October 10, 2013

মনের যে কোন ছোট সন্দেহকে ছোট করে দেখবেন না, মন হঠাৎ হঠাৎ বড় সত্য বলে (Never let small doubts go without judging, sometimes they brings the bigger truth)


যখন, জীবনে কোথাও, কোন কাজ, ভুল বলে মনে হয়, তখন আবার প্রথম থেকে ভাবতে বসি। ভুলটা কেন করলাম। কোন জায়গায় এসে সত্য নক্ করেছিলো আর আমি শুনিনি। একসময় ঠিকই বের করতে পারি। মনে হঠাৎ একটা খট্কা এসেছিল একবার। কিন্তু তখন গ্রাহ্য করিনি। অথচ সেই ছোট্ট খটকাই একসময় সবচেয়ে বড় সত্য হয়ে সামনে আসল। এমনই হয়। যখনই কোন বিষয়ে সামান্য সন্দেহ হয়, তখনই উচিত সেটাকে আরেকবার ভাল করে খোজ নেয়া। যতদূর সম্ভব। পরে সমস্যা বড় আকারে আসার আগেই। যেমন: বাথরুমের স্যান্ডেল পাল্টাতে হবে, কারন বেশ পিচ্ছিল। পরে পিঠের হাড্ডি ভাংগার আগেই সেটা করতে হবে।

Whenever I felt, I did something wrong, I start thinking from the beginning. Where the truth sparked and I didn't notice. After thinking a lot I could found that moment. Where I should think twice or make some investigation to know the truth on that way. So, whenever small doubts comes in your mind, please check it again, may be a big truth just want to say you the details. Like, when you found your bathroom sandals became slippery, please change it before you fall down and break your backbone.

Monday, October 7, 2013

Flower and leaf

Shafeen with flowers

I like flowers. When I started using computer, I use to browse for flowers and download them. I like my birthday because on that day I got flowers and my room became full with flowers. My son likes flowers too, but in his own way. First he liked to tear them. Now gives to me (as he saw his friends do). Now a day he brings leaves to me. Does he understand the difference between leaf and flower? I hope he does.

A service can be given to the sick people


Still I didn't recovered 100%. But work must go on, went to son’s school. While returning home, did some daily shopping. When I reached home, I felt I don’t have any strength at all. Just fall on bed. I couldn't get up till 4 pm, still not feeling well. I wish there could be a service for sick people. Who will provide shopping if needed, serve cooked food when needed and clean the house for the sick people…. When you feel good just stop the service…. Ah it’s not heaven, no matter how bad you feel, you have to take all responsibility.

Sunday, October 6, 2013

রাগ কারো উপর আর ...


বুয়া দুপুর ২টার সময় এসে হাজির। তার আসার সময় বিকাল ৫টায়। কিন্তু যখনই মন চায় চলে আসে। হালকা করে দরজা ঢাক্কা দেয়, যদি না খুলি তো চলে যায়, পরের দিন বলে এসেছিলাম, আপনি দরজা খুলেন নাই। এবার রাগ সামলাতে না পেরে বললাম, আর কারো তো খেয়ে দেয়ে কাজ নেই। আপনার জন্য দরজার সামনে দাড়িয়ে থাকবে, যখন মন চায় আসবেন, দরজা খুলে দিব। মহিলা একগাল হেসে বলল, এখন কাম করমু না পরে আইমু। মনে মনে বললাম, একবার ফেরত পাঠিয়ে দিই, আর আপনার দেখা যদি না পাই? মুখে বললাম, আসেন, কাজ করে যান। 

ঘরে রান্না নেই। কয়েকটা নাগেট ভেজে রেখেছি মাত্র, এর মধ্যে বুয়ার উৎপাত। বুয়ার কাজ গুছাচ্ছি। এর মধ্যে ছেলে এসে হাজির। সবগুলো নাগেট একবারে মুখে ঢুকিয়ে মুখ ফুলিয়ে এসেছে, খেতে পারছেনা। মেজাজ একেবারে খারাপ হয়ে গেল। বললাম, খাবার এক ফোটা যদি ফেলেছো, সব খেতে হবে এবার, আসতে আসতে সব খাও।

মায়ের মেজাজ বুঝতে পারলো ছেলে, আসতে আসতে খেয়ে নিল। বেচারার চোখে পানি এসে গেল কষ্টে। আমার খুব খারাপ লেগেছে। কার উপর রাগ করে কাকে কষ্ট দিচ্ছি...

Friday, October 4, 2013

Shafeen in cleaning action



Cleaning up things is fun, especially if you made that mess; really? Nope. But when you clean up the things, you will really feel some joy. This is priceless. Still I am very lazy in cleaning. I tried to make the cleaning habit to my son. He does happily, sometimes. Most of the time he says, “Please do it for me” or “help me in cleaning”. Like mother like son J

Thursday, October 3, 2013

So much difference in our different medium of education


I have studied in Bangla medium from government institution. I have started my son’s study in English medium. I can see there are huge different in the education system in different medium in Bangladesh. Another education system is Madrasa system. That is totally different than these two. Main different isn't the syllabus but the way of giving education. Because of different system some kids started loving their educational institute, some gets heavy fear on education. Why this is? Which one is correct? Why we have so differences in education? Are these kids going to live their life in different location? NO. They start their life in same platform with heavy competition. Why we are making these differences to our kids? What is their fault?