Sunday, October 6, 2013

রাগ কারো উপর আর ...


বুয়া দুপুর ২টার সময় এসে হাজির। তার আসার সময় বিকাল ৫টায়। কিন্তু যখনই মন চায় চলে আসে। হালকা করে দরজা ঢাক্কা দেয়, যদি না খুলি তো চলে যায়, পরের দিন বলে এসেছিলাম, আপনি দরজা খুলেন নাই। এবার রাগ সামলাতে না পেরে বললাম, আর কারো তো খেয়ে দেয়ে কাজ নেই। আপনার জন্য দরজার সামনে দাড়িয়ে থাকবে, যখন মন চায় আসবেন, দরজা খুলে দিব। মহিলা একগাল হেসে বলল, এখন কাম করমু না পরে আইমু। মনে মনে বললাম, একবার ফেরত পাঠিয়ে দিই, আর আপনার দেখা যদি না পাই? মুখে বললাম, আসেন, কাজ করে যান। 

ঘরে রান্না নেই। কয়েকটা নাগেট ভেজে রেখেছি মাত্র, এর মধ্যে বুয়ার উৎপাত। বুয়ার কাজ গুছাচ্ছি। এর মধ্যে ছেলে এসে হাজির। সবগুলো নাগেট একবারে মুখে ঢুকিয়ে মুখ ফুলিয়ে এসেছে, খেতে পারছেনা। মেজাজ একেবারে খারাপ হয়ে গেল। বললাম, খাবার এক ফোটা যদি ফেলেছো, সব খেতে হবে এবার, আসতে আসতে সব খাও।

মায়ের মেজাজ বুঝতে পারলো ছেলে, আসতে আসতে খেয়ে নিল। বেচারার চোখে পানি এসে গেল কষ্টে। আমার খুব খারাপ লেগেছে। কার উপর রাগ করে কাকে কষ্ট দিচ্ছি...

No comments: