Monday, December 16, 2013

পতাকা দিয়ে বিজয় দিবস

Flag beside TV

ছেলে একটু বড় হয়েছে। এখন সব বিষয়ই এখন ওর অনেক কৌতুহল আর সব কিছুই খেয়াল করে। বিজয় দিবস নিয়ে মোটামুটি ধারণা দিয়ে বাসা থেকে বের হলাম। ও খুবই আনন্দ নিয়ে লক্ষ্য করলো, অনেক দোকানে, বাড়িতে, রিক্সায়, গাড়িতে, মোটর সাইকেলে, রাস্তায় জাতীয় পতাকা টানানো হয়েছে। যখনই নতুন কোন জায়গায় পতাকা দেখেছে, চিৎকার করে উঠেছে, "ঐ যে বাংলাদেশ, বাংলাদেশ"।
সব জায়গায়ই উৎসব উৎসব পরিবেশ। অনেকেই লাল সবুজ পোষাক পড়ে বাইরে এসেছেন। কোন গাড়িতে বা মোটর সাইকেলে পতাকা না দেখলে মনে হচ্ছিল কি ব্যাপার পতাকা লাগায়নি কেন আজ? পতাকা দিয়ে যে যেভাবে পেরেছে তার মতো করে বিজয় দিবস পালন করছে। খুব ভাল লাগছিল। বাসায় ফিরেই শাফিনকে দিয়ে পতাকা টানালাম। ও খুবই খুশি, ওর ঘরের বাইরে আর ঘরেও পতাকা টানানো হয়েছে।

আজ আব্বাকে খুব মিস করেছি। আব্বাকে নিয়ে সব সময়ই আগে ছাদে চলে যেতাম, পতাকা টানাতে।

No comments: