Friday, December 27, 2013

"ভাংতে সহজ, গড়তে কঠিন" (It’s easy to break, difficult to build)

নতুন ভাবে আবার সাজানো হয়েছে কাওরান বাজারের আন্ডার পাস

বাংলায় একটা কথা আছে, "ভাংতে সহজ, গড়তে কঠিন"। 
অনেক সহজ আর বড় সত্য। যে কোন কিছুই গড়তে কত সময় লাগে, কত পরিশ্রম করতে হয়, কত ব্যয় করতে হয়, আর ভাংতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। যে গড়েনি, সে হয়তো এর মুল্য সঠিক ভাবে বুঝবে না, যদিনা একটু ভেবে দেখে।

সম্পর্কের কথাই ধরুন, কত ভাবে না আমরা এর পরিচর্যা করি। অথচ, একদিনের একটি মাত্র কথাই যথেস্ট একে সম্পুর্নভাবে মিটিয়ে দিতে।

বিশ্বাস অর্জন কত কঠিন। কত সময় নিয়ে, কত কাজের মাধ্যমে ধীরে ধীরে বিশ্বস্ততা গড়ে উঠে। আর সামান্য কারনে এক মুহূর্তে তা নষ্ট  হয়ে যায়।

কোন কাঠামো, কোন যন্ত্র, কোন আসবা পত্র গড়তে, কিনতে, পরিচর্যা করতে কত সময় কত পরিশ্রম আর কত মেধার প্রয়োজন। অথচ এক হাতুরির বাড়িই যথেস্ট একে ভেংগে ফেলতে।

কোনো কিছু ভেংগে ফেলার মধ্যে গর্বের কিছু নেই। গড়ে দেখুন, শরীর আর মনের কি রকম প্রশান্তি পান। নিজের তো বটেই সেই সাথে আসে পাশের মানুষের জন্য, দেশের জন্য, সাড়া বিশ্বের জন্য আপনি কিছু করলেন, কারো না কারো কোন উপকারে আসল। শুধু আপনার জন্য হলেও তা সবার জন্য উপকারি। কারন আপনি এই বিশ্বেরই অংশ।

আপনার খারাপ কাজের প্রভাব যেমন খারাপ তেমন ভাল কাজের প্রভাব খুব ভাল। কোন ভাল কাজই ফেল না নয়। কবি নজরুলের ভাষায়, "ভেঙে আবার গড়তে জানে, সে চির সুন্দর"।

There is a saying in Bangla, “It’s easy to break, difficult to build”. It’s a very simple and important message to all. No matter what it is, you can see how much effort it needed to build, how much time, how much money to invest and to break it, you need only few second. The person who didn’t build anything may not get this point, if they don’t think about it for a moment.

For example, we can say about relationship. You know, how much we give effort to maintain it. But only one word can destroy everything.

To achieve trust is very difficult thing. It takes time, many efforts to build. But a simple thing can destroy it totally.

Any infrastructure, any machine, any furniture needs lots of hard work, money, maintaining to have it. And a hard hit of hammer can destroy in a moment.

Nobody can feel proud by destroying anything. Try to build something and see how it feels in your mind and body. It will be very helpful not only for you, but for your country, your world (earth). If it’s only for you, then also it will be for the world, because you are part of this world.

The effect of your bad work is bad, in the same way the effect of good work is very good. No matter how small your work is, it will give some effect to this world. No work is useless.


At the end, we can say with the poet Kazi Nazrul Islam, “Bhenge aabar gorte jane, shei chiro shundor (who can build after destroy is the most beautiful person)”

No comments: