Saturday, March 8, 2014

টিভি এ্যাড দেখে মনে হয়, এই চরিত্র আমি প্রায়ই দেখি (After watching a TV AD I felt we see this kind of person often)


টিভিতে একটা এ্যাড দেখায়, বল দিয়ে জানালার কাঁচ ভেংগে ফেলায় প্রথমে রাগারাগী, তারপর যখন দেখে ছেলেটা তার নিজের, তখন সাথে সাথে ঐ একই কাজ প্রশংসার পরিনত হয়। এ্যাডটা যখনই দেখি তখনই মনে হয় এই ধরনের মানুষ আমার খুব পরিচিত। হরহামেশায় এদের দেখি।

যেমন দেখবেন, যার বাচ্চা দিন রাত অকারনে চিৎকার করে বাড়ি মাথায় করে, সে অনের বাচ্চার বক বক সহ্য করতে পারে না। তখন তার বিরক্ত দেখে কে...। নিজের বাচ্চা যতই জিনিস পত্র নষ্ট করুক, অন্যের বাচ্চা চঞ্চলতা সহ্য হয় না। নিজের বাচ্চা লাফালাফি করলে খুব খুশি, আহা বাচ্চাটা কত খুশি হয়ে খেলছে। অন্যের বাচ্চা লাফালে মাথা নষ্ট। নিজের বাচ্চা কারনে বা কারন তৈরি করে (কোন ভাবে খেপিয়ে) মারামারি করলেও ঠিক আছে। অন্যের বাচ্চা কেন আমার বাচ্চাকে মারবে?

আমরা এমনই। নিজের বাচ্চার দোষ ঢাকতে বা এমনিতেই অন্যের বাচ্চার কি কি খারাপ সেই গুনগান গাই, সবার কাছে তার কাজ দেখার আগেই তাকে খারাপ বানিয়ে দেই।

কেমন লাগবে, এই একই কাজ অন্যে যদি করে আপনার সাথে?

In TV we see an AD; a person became very mad when a ball broke their window glass. Suddenly that tone changed after knowing that the kid (who throne the ball) is their own. Whenever I see this AD, I felt I see this kind of person often.

For example, you will see whose kid always scream, they can’t tolerate other’s kid’s talkative attitude. They became very disturbed with other kids. The kids who always massacre household things, they can’t tolerate other’s kid’s fast movement. People take is happily that their kid is jumping everywhere and playing, they will say their kid is healthy and playing happily. If other kids do so, “oh their parent didn't teach anything”. When your own kids fight with other kid for reason or by making any reason (sometimes they push others to make a fighting) then its find, kid did the right thing. But no one can hit my kid.

We are just like that. To hide own kid mistake we say many things about other’s kid. We make bad impression about them. What will you do, if other does same with you?

No comments: