Saturday, May 24, 2014

খুব কম সময়ের জন্য হলেও (may be for few moments)


আগে ভাবতাম, আমি কেন একটা বিষয় নিয়ে বেশিক্ষন আনন্দে থাকতে পারিনা. কেন সেটা মিথ্যা বলে আবার ধরা দেয়? এখন ভাবি, হলোই বা মিথ্যা. সত্য জেনে আমি যেভাবে খুশি হয়েছিলাম, সেটা তো আর মিথ্যা নয়. তাহলে এটুকুই বা কেন উপভোগ করিনা. হলোই বা সে কয়েক মুহুর্তের সত্য. এটুকু আনন্দ বা মেনে নিব না কেন. নইলে আর থাকে কি?

যা আমার না তা নিয়ে কান্নাকাটি করি না. যা আমার ভেবে আনন্দ পেয়েছিলাম, সেটুকুই আমার পাওয়া. কম হোক আর বেশি, এই বেশি কেন পেলাম না, তা নিয়ে আর মন খারাপ করি না.

Earlier, I thought, why can't I be happy for more than a single day? Why my happiness proves that I was wrong about it? Now a day, I think, maybe I was wrong. But because of that I felt happiness in my mind for few moments. Why don't I enjoy that? Otherwise, what else left for me?

I never cry or try to get what is no mine. If by mistake I felt happy that it was mine, then let me be happy for few moments. "Why I am not getting more", why should I waste my time by thinking of that?

No comments: