Thursday, May 8, 2014

আমাদের বৃষ্টি (Our rain)


ছোট বেলায় দেখতাম, বৃষ্টি হলেই সবাই ছুটে যেত কোন সেডের নিচে. বুঝতাম না কেন. গরমে বৃষ্টি তো আরো আরাম দায়ক হওয়ার কথা. কোন সেড না পেলে হাতে যা কিছু থাকে তাই দিয়েই মাথা ঢাকার চেষ্টা করে. বই, রুমাল, হাত যা দিয়ে সম্ভব মাথা ঢেকে ফেলে. পরে দেখা যায় কোন উপকারী হয়নি. সারা শরীর ভিজে জবজবে. তারপরও বৃষ্টি থেকে বাচার কি চেস্টা. অথচ আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভাল লাগে. কি শান্তি শান্তি একটা বিষয়. কাপড়  ভিজলে সমস্যা কি? এমনিতেই বাতাসে শুকিয়ে যাবে. না হলে বাড়িতে গিয়ে বদলে নিলেই হলো. 

আমার মনে পরে, আমরা চার বোন বৃষ্টি হলেই ছাদের চাবি নিয়ে ছাদে দৌড় দিতাম. হালকা জমে যাওয়া পানিতে নেচেছিও (আগে আসলে একটু খুশি হলেই নাচতাম).

আমার ছেলেও খুব বৃষ্টি পছন্দ করে. বৃষ্টি হলেই বলে, বৃষ্টিতে গোসল করবো. আমি বাগানে নিয়ে যাই. বারান্দার রেলিং থেকে হাত বের করে বৃষ্টি ধরার চেস্টা করে. স্কুল থেকে ফেরার পথে বলে চল আম্মু আমরা বৃষ্টিতে ভিজি. ছেলের হাত ধরে বৃষ্টি ভিজতে ভিজতে হাটতে থাকি. রিক্সায় উঠলে বলে হুড তুলে দিওনা. যখন বাকিরা রেইন কোট আর ছাতা নিয়ে বের হবে কিনা ভাবছে....


I had seen in my childhood (even now) whenever rain comes, people run and go below any shed to save them from rain. I really don’t know why? In the summer (in hot and humid weather) rain should be more comfortable situation than any other. If they don’t found any shed they try to save their head with anything they can manage, book, handkerchief, even own hand. But finally nothing rescues them from heavy fall of rain. But still they keep trying.  I really don’t know why. I like rain. It brings peace in mind. What’s wrong if my dress became wet? It will dry automatically. Or I can change it at home.

I remember, we the four sisters run towards the roof, whenever rain comes. Sometimes I dance on water (on those days I use to dance whenever I felt happy).


My son likes rain too. Whenever rain comes, he asks me to let him to go take bath in rain. I take him to the garden. Sometimes he tries to hold water from baranda’s grill. After school, if rain comes. He asks me to walk in the rain. I hold his hand and start walking in the water. If we take any rickshaw he tells me not to take any shed. We enjoy rain together. While others are busy with rain coat and umbrella. 

No comments: