Monday, September 15, 2014

দুরত্ব মেনে নেয়া যায়, অবহেলা মানা যায়না.... (We can accept distance, can't tolerate ignorance...)


যদি এমন হয়, কখনো মনে হয়, যেন আছে সে,  বাতাসে অক্সিজেনের মতো. যতক্ষন অক্সিজেন থাকে, ততক্ষন প্রতিটি মুহূর্ত ভালো ভাবে কাটে. সব কাজে উত্সাহ পাওয়া যায়. আর না থাকলে সব অচল. নিঃশ্বাস নেয়া কঠিন হয়ে পড়ে.

ভারী অদ্ভুত, কে না কে, তার জন্য শ্বাস নেয়া বন্ধ. তার আপনাকে ভাল লাগছে না লাগছে তার নাই ঠিক, আর আপনি কিছুই ভাবতে পারছেন না তাকে ছাড়া. ভারী অদ্ভুত, মন মানুষকে কি অদ্ভুত ভাবেই না বদলে দেয়. জীবন্ত মানুষকে অন্যের (অবহেলার) কারনে মৃত বানিয়ে ছাড়ে...

দুরত্ব মেনে নেয়া যায়, অবহেলা মানা যায়না....

Sometimes you will feel some people are like oxygen. If your oxygen stays you can breathe well, can laugh, and can enjoy your life. If any how that misses, your life can't go well, even you can't breathe well.

Very strange, who the hell are they, who change your life, this way? Sometimes you may found they even don't think about you. Really very strange, how our mind make us feel dead just because someone don't care about us.

We can accept distance, can't tolerate ignorance...


No comments: