Monday, October 13, 2014

মন এবং মগজ (heart and brain)


মন এবং মগজ সব সময় দুই কথা বলে. মনের কথা শুনলে পরে আপসোস করতে হয়. তারচেয়ে মগজের কথা শোনা ভাল. মগজ ভুল কম করে. কিন্তু মনের শক্তি অনেক. তার মতের বিরুদ্ধে গেলে শারীরিক ভাবে অসুস্থ বানিয়ে দেয়. মনকে ভুলানো শুরু করেছি. মনকে বলেছি, আশা নিয়ে থাকো, একদিন না একদিন আশা পুরন হবে. মগজকে বলেছি, মন তার আশা নিয়ে বসে আছে, তোমাকে জালাতন করবেনা, তুমি তোমার মতো কাজ করো....


মৃতুর আগ পর্যন্ত আশা নিয়ে বসে থাকলে আর মন ভাঙ্গার সম্ভাবনা নেই. আর মগজ যদি ঠিক মতো কাজ করতে পারে তো জীবন আর আটকে থাকবে না....দেখা যাক এবার কি ফলাফল হয়.

Heart and brain always says contradictory words. If listen to the heart, later had to regret, better listen to the brain. It makes fewer mistakes. But heart is very powerful element of human body, it makes us sick physically. So I had to find a middle way. I have told to my mind that keeps hope. Someday your hope may fulfill, just keep waiting. And then asked brain, you can work as you wanted... mind/heart won't disturb you.


If my mind keeps its hope till death then it will never be broken and if my mind can work properly then my life will move on... I won't stick in one place.... Let’s see what comes next

No comments: