Monday, December 29, 2014

সব জায়গায় একতার চিন্তা করা উচিত না (We shouldn't want unity everywhere)


(English version has given bellow)

একতাই বল. আমিও বিশ্বাস করি. স্কুলে থাকতে একবার ভাবলাম,  আমাদের ৫তলা বিল্ডিং এর সব বাচ্চা  একসাথে কেন খেলিনা? যেই ভাবা সেই কাজ. বিকালে সব ফ্লাটে গিয়ে বাচ্চাদের দেকে নিয়ে ছাদে গেলাম। কেউ কেউ খেললো, কেউ কেউ গল্প করেই সময় কাটালো। ধীরে ধীরে বড়রাও যোগ দিতে শুরু করলো। ভাড়াটিয়ারা এক জায়গায় হলে যা হয়. বাড়ি ওয়ালাকে সায়েস্তা করার নানা প্লান করার সুযোগ পেল. দেখা গেল সবাই একসাথে নানা যন্ত্রনা শুরু করে দিল. আব্বা আমার উপর ভীষন ক্ষেপে গেলেন. আমাকে বললেন, "সমস্যা তুই শুরু করেছিস, তুই বন্ধ করবি."

আমি বন্ধ করলাম. ছাদ বন্ধ করে দিলাম. আর বিকালে কাউকে আর ডাকলাম  না. ওরা চাইলে নিজেদের ফ্লাটে মিটিং চালাতে পারতো, কিন্তু ওরাও ছাদ বন্ধ হওয়ার দু:খে সব প্লানিং বন্ধ করে দিল.

আমি বুঝলাম। সব জায়গায়, বিশেষ করে ভাড়াটিয়াদের নিয়ে একতার চিন্তা করা উচিত না.

Unity is the strengths. I also believe so. That's why during my school days I thought we, all kid of our 5 storied building, should play together. As I thought I start work with it. In the afternoon I went to every flat and call the kids then all together we went to the roof to play. Some played and some spend their time by gossiping. Anyway we keep this time passing every day. Soon elders also joined us. You know, when elders get together they start sharing bad things of others. Here they were all renters, so they start planning to disturb the landlord. Soon, they all together start disturbing my parents. And my parents became very angry with me. My father told me, "You start this mess, you have to finish it".

I did. I closed the rood door and stopped asking others to join at the roof. Problem solved. Well, the renters could keep their work in their own flat, but they didn't. And I get the lesson; we shouldn't look unity everywhere, especially among renters :)

No comments: