Friday, December 19, 2014

নতুন সেই দেশ কে নিয়ে কেন লিখেন না? (you can write about that country too.)


যারা দেশের বাইরে থাকেন। তারা অনেকেই অনলাইনে নানা বিষয় নিয়ে লেখা লিখি করেন। আমার অনুরোধ, আপনারা নতুন সেই দেশ কে নিয়ে কেন লিখেন না? ওখানকার নানা বিষয়, নিয়ম, সংস্কৃতি, খাবার , এছড়াও আরো নতুন নতুন বিষয় নিয়ে লিখতে পারেন. আপনারা নতুন দেশের অনেক কিছুই লক্ষ্য করেন একজন পর্যটকের দৃষ্টি নিয়ে। তাই, আপনারা  অনেক সুন্দর নতুন বিষয় দেখেন, যা ওই দেশের অধিবাসীদের দৃষ্টি এড়িয়ে যায়. আর আমাদের নতুন দেশের নানা বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়.
আপনি চাইলে লেখাটা বর্ননা মূলক শুধু নয়, কাব্যিক ও হতে পারে :)

People who are living abroad, do online writing too. I think you can write about that country too. You are watching that country like a traveler. So, there are many things which you can see but the inhabitants may not notice as its a regular things for them. Write about them, their culture, their invention, food and many other new thing. So, that we can also get to know about them.

If you wish you can write by your poetry too :)

No comments: