Tuesday, January 20, 2015

ভিক্ষা বৃত্তিতে নেমে যাওয়া বয়স্কদের দায়িত্ব এদেশ নিতে পারে (Aged people who live on begging should be taken care of)

[English version has given below]

আমি যতদুর জানি, আমাদের দেশে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র বা এজাতীয় বেশ কিছু সংস্থা আছে. এদের উচিত রাস্তায় বয়স্ক যেসব ফকির আছে তাদের নিয়ে ভালোভাবে রাখা। ভাল বলতে ভাল খাবার, পোশাক, থাকার এবং চিকিত্সার ভাল ব্যবস্থা করা. সেই সাথে যথোপযুক্ত বিনোদনের ব্যবস্থা করা. এটা মনে রাখতে হবে, এরা সারাদিন রাস্তায় থেকে অভ্যস্ত। হঠাত বদ্ধ পরিবেশে থাকতে চাইবে না.

আমি মনে করি, সব বয়স্ক মানুষদের না পারলেও একেবারে ভিক্ষা বৃত্তিতে নেমে যাওয়া বয়স্কদের দায়িত্ব এদেশ নিতে পারে.

As far as I know, in our country there are some organization (government and non government) who are responsible to reestablish the beggars life. I think they should invite and hold all beggars who are aged. And take care of them. Taking care means good food, good living arrangement with good health care and also with good entertainment. We should remember that these people use to live on the street and they won’t like to stay in new place without good attraction.


I think, we may not ready to take care of all aged people of our country, but our country should be able to take care of those aged persons who came down to street to survive.

No comments: