Thursday, January 1, 2015

মাথা ব্যাথা (Headache : mostly you need good health)


ছোট বেলায় আম্মা এক লোকের গল্প বলেছিলেন। তখন ব্রিটিশ আমল। ঐ লোক পড়াশুনায় খুব ভালো ছিলেন। পড়তে পড়তেই মোটা বেতনের চাকরি পেয়েছিলেন। কিন্তু হঠাৎ কি একটা অসুখে উনি বিছানায় পড়ে যান। তার চাকরি, পড়াশুনা সব বন্ধ হয়ে যায়। উনি নাকি বলতেন টাকা, বুদ্ধি এসব দরকারি, কিন্তু সবচেয়ে দরকারি হলো স্বাস্থ্য। না হলে কিছুই তুমি ভোগ করতে পারবেনা। কিছুদিন আগে প্রচন্ড মাথা ব্যাথা হলে কথাটা আবার মনে পড়ে গেলো। একগাদা অসুধ খেয়ে ঘুমিয়ে থেকেছি শুধু ব্যাথা ভুলে থাকার জন্য।

[৩১ শে জানুয়ারি, ২০০৬ রাত ৩:০৬]


In my childhood my mom use to tell us a story about a person. That was British era. That person was very good in study. While studying he got a very good job with high salary. But suddenly he fall in sick, that he couldn't move from the bed. He lost everything, like job, study etc. Then the man use to say, you need money, brain everything, but mostly you need good health. Otherwise you can't enjoy anything.

Few days back I had terrible headache and only to get recover I took lots of medicine and keep sleeping.

No comments: