Monday, January 19, 2015

অবহেলা (Ignorance)

[English version has given below]

" কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।" সন্দেহ নেই, কথাটা সত্যি। তবে কিছু না এসে গেলেও মন যে ভেঙ্গে যায় এটা সত্যি। বিশেষ করে যখন সে আশা নিয়ে বসে থাকে। তাই অবহেলায় তখন সবকিছুই অন্ধকার হয়ে আসে. খুব কম মানুষই পারে এখান থেকে বের হয়ে আসতে.

আমি কোরআনের বাংলা অনুবাদ পড়ছিলাম, "কেউ স্বামীর দুর্ব্যবহার আর অবহেলার আশংকা করলে ডিভোর্স চাইতে পারে ". সুতরাং, অবহেলা এতটা তুচ্ছ নয়.

তবে  অবহেলাকে অবহেলা করেই এগিয়ে যাওয়া উত্তম। দেখুননা জীবন আর কি কি দেখায় এই জীবনে। কেউ আপনাকে সুখী করবে কি করবেনা এটাতো তার হাতে। আপনার হাতে যতটুকু আছে সেটুকু তো কাজে লাগান।

আপনি বলবেন আমি একই সাথে দুই কথা বলছি। একবার বলছি অবহেলা কিছুই না, আরেকবার বলছি অবহেলা সহজ বিষয় নয়. তা নয়. আসলে আমি বলতে চাচ্ছি, অবহেলা খুবই কষ্টের, তবে এই কষ্টকে ধরে বসে থাকলে কস্ট আরো বাড়বে। তারচেয়ে জীবনের অন্য বিষয়ে মনোযোগ দিন. হয়তো সেসব আপনাকে অবহেলা করবে না.

"Someone's love may cause a huge difference in your life, but ignorance really can't make any impact in your life". No doubt this is true. But it can only happen if you don't care. When you are waiting with some expectation, this ignorance will break your heart. And then nothing can make you feel good. Very few people can get out from this damage.

I was reading the Bangla translation of Quran. I found that, woman can ask for divorce if she felt misbehave or ignorance.

See, you can't say ignorance is nothing.

So, it's better to move on from ignorance. You can see what else rests in your life. You can't be sure whether a person will make you happy or not, but you have your part, make yourself happy.

You will say, I am telling you two different things to follow at a time. No my dear, I am saying that ignorance won't affect your life if you can overcome it by concentrating other things in your life. Those may not ignore you, like others did.

No comments: