Sunday, January 11, 2015

সত্যিকারের বিড়াল প্রেমী (A real cat lover)

[English version has given below]
গতো শনিবারের কথা আজ না লিখে পারলাম, কালকে অফিসে আসিনি, আর লোডশেডিং এর জন্য বাসা থেকেও পোস্ট করতে পারিনি। শনিবার, অফিস থেকে বের হলাম 7টায়। হাটতে হাটতে কোনো বাহন খুজতে লাগলাম, যাতে বাসায় যেতে পারি। এই ব্যাপারে আমি খুবই খোলা মনের, রিক্সা, সি এন জি অটো, ক্যাব ... যা পাই তাতেই উঠে পরি। কিন্তু শনিবার বোধহয় সবাই ছুটিতে থাকে। কিছু পাচ্ছিলাম না। গুলশান 1ং গোলচত্তরে অনেক্ষণ দাড়িয়ে রইলাম। একে তো রাত, তার উপর কারেন্ট নেই, সাথে ধুলা, গার্মেন্টস কর্মিদের ঢাককা সব স হ্য করে দাড়িয়ে রইলাম। কিছু পাচ্ছিনা। এমন সময় কেউ একজন ঢাককা লাগিয়ে জানতে চাইলো, কি সি এন জি পাওয়া যাবেনা? আমি তাকিয়ে দেখলাম, একজন মোটা মতোন মহিলা, বোরকা পরে আমার পাশে। আমি জানি আপনারা এমন চিন্তা করছি বলে রাগ করবেন, কিন্তু পরিস্থিতিই এমন ছিলো। আমি প্রথমে আমার হাত ব্যাগ ঠিক মতোন ধরলাম, কে জানে আজকাল বোরকা পরে ডাকাতি করে শুনেছি। আমার বিশেষ কিছু নেই, কিন্তু যা আছে আমার জন্য অনেক। আমি ওনাকে বললাম না কিছু পাওয়া যাচ্ছে না। উনি ওনার কাহিনী বলা শুরু করলেন, উনি এখানে কোনো তাফসীর শুনতে এসেছেন, প্রতি শনিবার আসেন। আমি সল্পভাষিনী চুপচাপ শুনতে থাকলাম। এরমধ্যে তিনি যেনে নিলেন আমার বাসা কোথায়, বললেন লিফট দিবেন। আমার সন্দেহ বাড়ল। তারপর উনি একটা রিক্সা ঠিক করলেন যা অন্ত ত: বাড্ডা রোড পর্যন্ত যাবে। ওখান থেকে আমরা আবার সি এন জি খুজবো। উনি রিক্সায় উঠে ডাকলেন। আমি 1সেকেন্ড ভাবলাম। তারপর ঠিক করলাম যা হবার হবে, উঠে পরি। বাড্ডায় গিয়ে সি এন জি পেলাম না কিন্তু রিক্সা পেলাম, তাতেই দুজনে উঠলাম। সাড়া রাস্তায় উনি কথা বলতে থাকলেন। এক পর্যায়ে বললেন আমার বিড়ালকে 7টায় খাবার দেয়ার কথা, দেরি হয়ে গেলো। এবার আমার কথা ফুটলো, "আপনার কয়টা বিড়াল"। উনি গোনা শুরু করলেন... 2,4...14টা!! না একটা নিচে থাকে 15টা! 6টা এক ঘরে থাকে, 6টা আরেক ঘরে। একটা অসুস্থ, ওটাকে নিয়ে আজ ড:এর কাছে যেতে হবে। আমি ওনার স্বামীর কথা জানতে চাইলাম, উনি বললেন সে ওনার সাথে থাকেননা। ছেলে মেয়েরা আমেরিকা আর কানাডা তে আছে। উনি নিজে লন্ডনে থেকে পড়াশুনা করেছেন। (আমি খুবই লজ্জিত হলাম, প্রথমে ওনাকে ভুল বোঝার জন্য, আসলেই উনি খুবই মমতাময়ী ভাল মানুষ্) বাসার কাছে এসে আমার ভিজিটিং কার্ডটা ওনাকে দিলাম। ওনার নাম "আরা"। উনি বললেন আমি মনে মনে এটাই চাইছিলাম, পরে যোগাযোগ করবো। আজ এই ব্লগে ওনার কাছে ক্ষমা চাইছি। প্রথমে ভুল বোঝার জন্য।


I am talking about last Saturday. I wanted to write it before but yesterday I didn't come to office and at home faced power fail problem. At Saturday I came out from office 7 pm. Then started searching any vehicle to rent and go to home. In this matter I am very open-minded, I can take anything to go home, like rickshaw, taxi cab or CNG auto rickshaw etc. But I felt everybody enjoying their holiday and I couldn't get anything. I had to wait for long time at Gulshan 1 square. You can assume my position; it was dark night, then no electricity, dust, pushing of Garment's workers etc I had to tolerate. 

Then suddenly a woman, little over weighted with hizab pushed me and said, "Today won't we get any CNG auto rickshaw?” I know you will be disappointed with me that I could think like that, but trust me, situation was like that. I hold my bag carefully, because I heard on those days some woman with hizab are stealing people's things. I didn't have much expensive thing in my bag, but whatever I had was important for me. I replied to her, "Nope, couldn't get anything?” Then she started saying her story, she came here to hear narration of Islam, every Saturday she came here. I don't talk much, so I keep listening. By this time, she gets to know where my home is. So, she said, she will give a lift. It brought more doubt about her. Then she found a rickshaw which will take us to Badda road. From there we will again start searching auto rickshaw to go home. I thought for 1 second, then get on the Rickshaw, I don't care anymore.

We went to Badda then couldn't find auto rickshaw so we took a rickshaw to go home. It was a long way and she keeps talking. While talking she said, she had to give food to her cats at 7pm... Now it's becoming late. This topic opens my mouth, "How many cats do you have.” She started counting... 1, 2, 3 ok 14... no no it's 15. 6 cats live in one room, another 6 lives in other room. One became sick, so, she will take that to the doctor today.

I asked about her husband, she replied he doesn't live with them. Her son and daughter lives in US and CANADA. She had completed her study from London. (I really felt ashamed for what I thought about her at the beginning; actually we should never make wrong theory about anyone unless you really get to know what that person really is). Soon we came near to our home. I gave her my visiting card. She said, in her mind actually she is thinking about it. She will contact with me later. Her name is "Aara".

Aara, I am really sorry for making wrong guesses about you at the beginning. Your cat loving really touches my heart.

No comments: