Wednesday, January 28, 2015

মন ভালো থাকলে (When you are happy)


[English version has given below]
মন ভালো থাকলে কি না ভালো লাগে, অতি বিরক্তিকর কাজও কত স হজে করা যায়। গায়ে জর নিয়ে বৃষ্টিতে ভেজা যায়, অসুস্থ অবস্থায় কাজ করা যায়, সাড়া রাত জেগে গান করা যায়... কতো কি... 
কিন্তু কেন জানি এই অবস্থা বেশি ক্ষণ থাকেনা। কোনো না কোনো কারণে দু:খ আবার আসে ।
When you are happy, everything looks nice. Any worse or painful work can be done easily. You can go in to the rain with fever; you may awake whole night and sing... there are many more things which you may do...
But you know this good feeling or happy feeling doesn’t stay for long. Something happened and the sorrows come back.

No comments: