Thursday, February 26, 2015

We all should have Facebook account

[English version has given below]

কখনো কখনো এমন হয়েছে যে, কারো সাথে হয়তো একটু কথা হয়েছে, কারো সাথে সামান্য পরিচয় হয়তো হয়েছে, কাজের প্রয়োজনে কারো সাথে হয়তো সামান্য কাজ করা হয়েছে। তারপর আর যোগাযোগ নেই. যে যার মত দুরে সরে গিয়েছি। বহুদিন পর হঠাত কোনো প্রয়োজনে বা এমনিতেই তার কথা মনে পড়লে যোগাযোগ করতে চাইলেও আর সম্ভব হয়না।
তাই আমি বলি কি, সবারই উচিত একটা ফেইসবুক একাউন্ট খোলা আর মাঝে মাঝে অন্তত: দেখা। পরিচিত কাউকে পেলে এড করে রাখা। তাহলে অন্তত: এটুকু বলা যায়. যে কোন সময় আপনি চাইলেই তার সাথে কথা বলতে বা যোগাযোগ করতে পারবেন, আর সে চাইলে আপনার সাথে আর কথা না বলেও থাকতে পারবে। :)

Sometimes we meet people just for some moments, for any reason, sometimes we came near to people for work, and then we all go away on our own path and finally no communication left. After many years you may feel to communicate with them, want to know them how are they or any work may come where you need them, but there is no way to contact with them again.

So, my suggestion is we all should open one Face book account and should also check them regularly or with small gap of time. Then we can add anyone whom we know. So, no matter how long you talk with them or not you will have their info and whenever you want you can communicate with them and they also can ignore you if they wish :)

Wednesday, February 25, 2015

বেদুইনদের সাথে ১ রাতে (One night with Bedouin)


[English version has given below]

সৌদিআরবে থাকতে আব্বা আম্মা প্রায় রাতেই লং ড্রাইভে বের হতেন, আমরাও থাকতাম গাড়ির পিছনের সিটে এবং ঘুমিয়ে পড়তাম। এক রাতে হইচই শুনে ঘুম ভেংগে গেল। দেখি আমাদের গাড়ি দাড়িয়ে আছে, আর আসে পাসে আরো কিছু গাড়ি দাড়িয়ে আছে, বেশ কিছু বেদইন জটলা করে কি নিয়ে যেন কথা বলছে। আববাও আছেন তাদের সাথে। আম্মা আমাকে বললেন চলো। আম্মার সাথে সাথে মরুর বালুর উপর দিয়ে হাঁটতে লাগলাম। আরোও কে কে যেন সাথে ছিল। অন্ধকারে বোঝা যাচ্ছিলো। কিছুদূর গিয়ে দেখলাম কতগুলো তাবু। সেখানে মেয়েরা আর ছোট ছোট বাচ্চারা আছে। সবাই খুব হাসি খুশি, আমাদের দেখে সাদরে অভ্যর্থনা করল। খাবার মনে যা ছিল সব আমাদের সামনে আনলো। আমি তো আরবী বুঝিনা, আম্মা অনুবাদ করে দিচ্ছিলেন। বালুতে ম্যাট্রেস পেতে সবাই খোলা আকাশের নিচে বসে, শুয়ে আড্ডা মারছিলো। বাচ্চারা ছোটাছুটি করছিল। বেশকিছুক্ষন পর লোকরা ফিরে এলো। বলল গাড়ির চাকা বালুর ভিতর থেকে তোলা গেছে। আমরা সেই হঠাৎ উপকারী বেদুইনদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। ঐ রাতে আব্বা আম্মা কি করতো ওরা না থাকলে, সাড়া রাস্তায় দুজনে এটা নিয়ে জল্পনা কল্পনা করছিল। আমি গাড়িতে
আবার ঘুমিয়ে পড়েছিলাম।

When we were in Saudi Arabia, my mom and dad use to go for long drive at night. We were also stayed in the car. At back sit we use to sleep. One night I was sleeping at the back sit and suddenly I woke up by hearing noise of lots of people. I saw our car's wheel is inside the sand. Some other cars are standing beside our car. Some Bedouin are discussing on some issue and my dad was also with them. My mom came to me and asked, let's go. I start walking with her on the sand with some more people, though in dark couldn't understand who they are. After some moment we reached near some tents where some women and kids welcome us. They brought food whatever they had with them. We sit on the mattress on the sand. Kids were playing. After some time boys returned, they succeed to get out the wheels from sands. Then we said good bye and thanked to those Bedouins. In the car my mom and dad was discussing what would happened if those Bedouins were not available to help us... and I fall in sleep again on back sit while listening their talking....

I can talk


[English version has given below]

এমনিতে আমি সবার সাথেই মিশতে পারি, মানে কথা চালিয়ে যেতে পারি। যদি না আই কিউ লেভেল খুবই নিচু মানের হয় বা ওই ব্যক্তি ভয়াবহ বদমেজাজি হন অথবা অতি মাত্রায় নিন্দুক হন.

তবে সত্যি সত্যি খুব ভাল লাগে কথা বলতে যদি ওই ব্যক্তির আই কিউ লেভেল আমার সমান পর্যায়ের বা তার বেশি হয়. আমি বুদ্ধিমান মানুষ পছন্দ করি.

তবে আমি পছন্দ করলে কি হবে. এরা সবাই যে আমাকে পছন্দ করেনা। তাই মন ভরে কথা বলাও আর হয়ে উঠে না.

Generally I can talk with anybody of any age, at least can continue conversations. Unless that person's IQ level is too low, too bad behaved or says too much negative words.

And I really like to talk with the persons who have very good IQ level either matches with me or they have higher level. I like intelligent people.

But no matter how much I like them, they (some of them) don't like me. So, I can't talk the way I want to with them.

Monday, February 23, 2015

আমার আর নড়ার উপায় ছিল না (I couldn't move)


[English version has given below]

আমাদের বাসায়, আমি বাদে, বাকি 4 ভাই বোনের সবার মধ্যেই  ভয়াবহ তেলাপোকা ভীতি আছে। তেলাপোকা উড়ে আসলে, সব চিৎকার করে ছুটে পালায়।

তখন হয়তো কলেজে পড়ি। আমরা 3 বোন একসাথে দাদার বিশাল খাটে ঘুমাতাম। একদিন মশারী টানিয়ে শুয়েছি , হয়তো চোখটা মাত্র লেগেছে (তখন শীতকাল চলছিল), সোনিয়াও শুয়ে পড়েছিল, শেখা মাত্র ঢুকেছে মশারীর ভিতর। এমন সময় শেখা হঠাৎ দেখল মশারীর ভিতর তেলাপোকা। ওমনি মেজপা!! (আমাকে এই নামেই) বলে চিৎকার করে একলাফে আমার লেপের উপর, লেপের নিচে ছিলাম আমি। সোনিয়া চিৎকার শুনে সেও আরেক লাফে আমার লেপের  উপর উঠে গেল। তারপর শুরু করল 2 জনে মিলে চিৎকার, "মেজপা মেজপা, তেলাপোকা, মারো, মেজপা মেজপা"। এদিকে আমি তো নড়তে পারছিনা। লেপের ভিতর থেকে বলছি, "আগে তো সড়ো আমার উপর থেকে, আমি তো বের হতেপারছিনা"। কে শোনে কার কথা....2/3 মিনিট পর ওদের কিছুটা হুস হলো, আমার উপর থেকে সরে, এক দৌড়ে মশারি থেকে বের হয়ে গেল। আর আমি উঠে বসে নিশ্বাস নিলাম....

[১৭ ই জুন, ২০০৬]

AT home, except me, my other 4 bro and sisters afraid of cockroaches. If they found one cockroach is flying, then will scream and run away...

On those days I was in college. We 3 sisters use to sleep together on our old styled big bed (got it from our grandfather). One day I setup the mosquito net and fall in sleep with my blanket (winter was going on). Sonia (my younger sister) also fall in sleep. On that moment, my youngest sister Shekha saw a cockroach. Immediately she screamed very loudly, "Mejopa (they called me with this name, means 2nd sister)!" and jump on my blanket (I was sleeping below). Sonia heard that shout, she also gave another jump and came on my blanket. Then both started screaming, "Mejopa, mejopa, cockroach, kill it, mejopa mejopa!".

Here you can understand my position, I can't move because of them. I was saying, "First get up from my body, I can't come out". But they are not in a position to listen to me. After 2/3 minutes they calm down a bit and give a quick run from me to go out from the mosquito net. Finally I could sit down and took a long breath...

Sunday, February 22, 2015

তারিখটা মনে রাখা একটু কষ্টকর (Difficult to remember this date)


[English version has given below]

২৩শে ফেব্রুয়ারী সংখ্যাটা ২১ শে ফেব্রুয়ারীর সাথে বেশ গোলমাল করে ফেলে। কেউ কেউ আমাকে একুশে ফেব্রুয়ারীতে শুভেচ্ছা জানাতো। এক সময় সবাই (বন্ধুরা) যাতে সহজে মনে রাখতে পারে তাই বলতাম, ২১ শে ফেব্রুয়ারীর (বিশ্ব মাতৃভাষা দিবস)  ঠিক ২ দিন পরে আমার জন্মদিন। আমার বন্ধুদের অনেকেই ২১শে ফেব্রুয়ারীর ঠিক ২ দিন আগে ফোন করে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে যেত :)

February 23rd is a very confusing date. People use to mix it with February 21 (World mother tongue day). Some sent me greetings at 21st February. To make it clear I use to say to my friends that my birthday is just 2 days after 21st February. But things didn't work that easy. Some of my friends called just 2 days before 21st February to surprise me, but actually they get surprised by knowing the real date :)

Saturday, February 21, 2015

কাঠের পুল (Wooden bridge)


[English version has given below]

জীপ থেকে নেমে মামার সামনে এসে দাড়ালাম। মামা বললেন, বাসা হাটা পথ এখানেই। আমি দেখলাম রাস্তা ওখানেই শেষ। মানে উপজেলা শহরে (নাইখংছড়ি) যাবার কোনো রাস্তা নেই! একটু এগিয়ে দেখলাম পাহারি নালা। মামা বলল বৃষ্টির সময় পাহারী ঢলে নামে। এরপর সেই নালার উপর ছোট্ট একটা কাঠের পুল এরপর ফুলের বাগান, গোলাপী ফুল ফুটে আছে। তারপর মামার কাঠের বাড়ি। আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপর যতদিন ছিলাম, কাঠের ঐ পুলটার উপর সময় পেলেই এসে দাড়াতাম। আমি এখনোও কাঠের ঐ পুলটাকে মিস করি।

[০৬ ই জুন, ২০০৬]

We get down from jeep after long journey from Ramu to Baisory. My uncle said, now we have to walk to reach home. I saw the road has finished on that spot. That means there is no road to go Naikhongchhori. We start walking, after few minutes I saw a narrow hilly river. My uncle said, in rainy season water rush here from the hills. Then he said here is our house. I looked at it, on the hilly river there was a small wooden bridge, then a wooden house and in front of the house there is flower garden. Pink colored flowers are blooming. In one word I felt heaven.
I stayed there for one week and whenever I got time I use to stand on that bridge. Still I miss that bridge...

Friday, February 20, 2015

Boys thinking


[English version has given below]

ছোটবেলা থেকেই একটা জিনিস আমি সব সময় লক্ষ্য করেছি, ছেলেদের সাথে আমার বনিবনা হয়না। ওদের চিন্তা-ভাবনা, কাজকর্ম, রিয়্যাকশন আমার ভালো লাগেনি। তাই সব সময়ই এদের সাথে কিছুটা দুরত্ব বজায় রেখে চলেছি।

আমার ছেলেকেও (৬ বছর বয়স) দেখি একই কাজ করছে। ওর ক্লাসে ছেলেমেয়ে একসাথে ক্লাস করে. তারপরও শাফিন শুধু ছেলেদেরই বন্ধু বানায়। আমি বললাম, তুমি মেয়েদের বন্ধু কেন হওনা ? ও বলল, "মেয়েরা তো জোরে জোরে দৌড়াতে পারেনা, বেশি লাফালাফি করতে চায়না"

স্কুল ছুটির পর কখনোও কখনোও ওর ক্লাসের মেয়ে এসে আমাকে অভিযোগ করেছে, "শাফিন আমার বন্ধু হতে চায় না". রীতিমতো চোখে পানি চলে এসেছে মেয়ের।
আমি শাফিনের উপর রেগে গেলাম. ডাক দিয়ে বললাম, "ও তোমার বন্ধু হতে চায় আর তুমি ওকে বন্ধু বানাচ্ছোনা কেন?"
শাফিন বলল, "ওত আমার সাথে রেস করতে পারবেনা।"
আমি বললাম, "আগে তো বন্ধু হতে দাও, হয়তো ও খুব ভাল ভাবে তোমার সাথে খেলতে পারবে। তার না পারলেও বন্ধু হলে তোমার সমস্যা কি? ও হয়তো তোমার খুব ভাল বন্ধু হতে পারবে। ও তোমার অন্যান্য বন্ধুর (ছেলে) মতো  মারামারি করবে না."
শাফিন বিরস মুখে রাজি হয়.

From childhood I have seen I faced problem in understanding with boys. Their way of playing, thinking, work, reaction didn't match with mine. So, I always try to keep some distance with boys.

Now, I found my son (6 years old) is doing same. He is studying in boys and girls combined school. But I found he is only making friends with boys. I asked him, why are you doing this? He replied, "Girls can't run fast like me, they don't like to do jumping...”

Sometimes girls complain me about Shafeen after school that Shafeen didn't accept to make friendship with her. I saw tears in their eyes. This really gives me anger. I asked Shafeen, what is this, why didn't you make friendship with her?

Shafeen, "She can't make race with me..."

I, "How do you know that? If she can't, it doesn't mean that she can't be a good friend. At least she is much better than your current friends (boys) who regularly fight with you."

Shafeen makes agree to make friendship with girls with a sad face...

Thursday, February 19, 2015

বান্দরবানের জীপ (The jeep from Bandorban)


[English version has given below]

ছোট মামা বাইসরি (বান্দর বনের নাইখংছড়ি উপজেলার একটা এলাকা) এর একটা রাবার বাগানের ম্যানেজার ছিলেন। সেই সূত্রে যাওয়া (ভুমিকাটা আর বড় না করি)। রামু (সম্ভবত:) থেকে জীপে উঠতে হবে। বেশ কয়েকটা পুরানো রং চটা জীপ দাড়িয়ে ছিল। মামা একটা জীপে টিকেট কাটলেন, মামী সহ আমাদের 3জনকে জীপের সামনে বসতে বললেন। ভাবলাম, এতো জায়গা থাকতে এরকম গাদাগাদি করে বসার মানেটা কি, যাই হোক তখনও বুঝিনি, আসলে আমি স্বর্গসুখে বসছি। একটুপর ড্রাইভার আসল, গাড়ি স্টার্ট নিলো। এবার শুরু হলো লোক ওঠার পালা। প্রথমে পিছনের সিট বা জায়গা ভরে গেল (দাড়িয়ে, বসে, বাঁকা হয়ে), এরপর ছাঁদ ভরলো, একমাছ ওয়ালা তার বিশাল টুকরি নিয়ে উঠেছিলো, এটা পরে বঝেছিলাম যখন মামীর গায়ে ঐ মাছের পানি গড়িয়ে পড়লো। এরপর গাড়ীর গা ঘেসে মানুষ ঝুলে পড়লো চারপাশটা পুরো ঢেকে গেল, এমনকি সামনে 2পাশের গাড়ীর দরজা (জানালাসহ) পুরোপুরি ঢেকে গেল। আমি ভাবলাম ওঠা শেষ হয়েছে, কিন্তু না, তখনোও আমার আশ্চর্য হবার অনেক বাকি ছিলো। এরপর জীপের সামনের অংশে জাতাজাতি করে লোক ভরে গেল। সবশেষে ব্যাপার হলো এই যে, কেউ দেখলে মনে করবে অনেকগুলো মানুষ একবারে জড়ো হয়ে কোনো চারকোনা কিছু তৈরি করেছে। আমি খুব ভালো ভাবে বোঝার চেষ্টা করলাম ড্রাইভার কিভাবে দেখছে, কারন জানালায় সামনে পাশে, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। কিছুই দেখা যায়না। কিন্তু এর মধ্যেও ঐ লোক কিভাবে যেন আন্দাজ করে পাহাড়ি রাস্তায় নানা বাঁক পেরিয়ে, উঁচু নিচু রাস্তা পার হয়ে আমাদের গন্তব্যে নিয়ে গিয়েছিল।


My younger uncle (maternal) was working in Baisori (a small place at Nykhongchhori thana at Bandorban district) as a rubber plant manager. One day he took us to travel in that area. We had to start from Ramu (may be) by jeep. I saw few old jeeps were standing in a place. The condition of the jeeps was very poor even their body color can't be recognizable. My uncle cut tickets for us and asks us to sit at the front, beside the drivers sit. I really couldn't understand why 3 of us had to sit conjugated in that small place. But later I understood, actually we had got sit in a place like heaven, if we compare with other's sits.

Let me explain. When the driver came and start the jeep, first I saw the back of jeep totally filled with men (some got sit, some stands, some bent their body to adjust in a small space). Then people took place at the roof. A fisher man also took sit at the roof with his fish bucket; we got to know about it when some water from that bucket fall on my aunt's hand. Then people start standing by holding the jeep's body, so the jeep became cover with people including windows. Finally people took place at the front of the jeep. Now in this condition if anyone look at the jeep they will see some people get together and make something like square shape.

I was really worrying with the driving condition, how our driver is going to watch the road and will drive our jeep. I don't know how, he managed to ride this jeep in hilly, narrow, broken road in good speed and reach at the destination safely.

But one thing I must say... I really enjoyed the thrilling :)

Wednesday, February 18, 2015

Kids skin care



It's spring time going on, in Bangladesh. But still this season is very dry. So, you should take care of skin. Always put moisturizer on your skin.

When our kid stays in early age, we have to take care of them in every minute. Day by day they grow up and you can give them some the responsibilities of their own. Like my son (6 years old) now can put face cream on his face of his own. That's a relief too. At least one jobs less for a day…

Monday, February 16, 2015

ট্যাং চা বানানো (Tea with Tang)


[English version has given below]

অনেকেই কিছু না কিছু রান্না করে দেখাচ্ছে। আমি তাই অনেক ভেবে ভেবে বের করলাম, নতুন কি শিখেছি। যা আপনাদের সাথে শেয়ার করা যায়। হমম "ট্যাং দিয়ে চা"। এর স্বাদ , গন্ধ এবং চেহারা, এক কথায় অপূর্ব। তাহলে শুরু করি।

1. পানি গরম করতে দিন।
2. একটা মগে চিনি দিন (আপনার সুবিধা মতোন)।
3. এরপর একটু ট্যাং দিন (চা চামচের ১/৪ চামচ)।
4. টি ব্যাগ রাখুন মগে।
5.পানি গরম হয়ে গেলে মগে ঢেলে নাড়ুন।

দেখুন হয়ে গেল আপনার চা। খেয়ে তারপর না হয় আমাকে ধন্যবাদ দিবেন।
এটা বলেছেন আমাকে জানা ভাবী (মিসেস আরিল), সামহোয়্যার ইনের ফাউন্ডার এবং পার্টনার।

[০৯ ই মে, ২০০৬]

Many people are giving new food recipe in blog. So, I thought a lot, what I have learned recently which I can share with all. Yes "Tea with Tang". Its tastes flavor and look really gorgeous. Let’s start the process...

1. Put your water on heat.
2. In a mug take sugar (according to your choice)
3. Then add some Tang orange flavor (1/4 tea spoon)
4. Put your tea bag in to the bag
5. When your water started boiling drain them in you mug
6. Mix it with your spoon until nice color came (like lemon tea)

See, your tea is ready. Now take it and later you give me thanks. This recipe is given me Jana (Mrs. Arild), co-founder and partner of "somewhere in..."


Sunday, February 15, 2015

কিভাবে কিছু পাওয়ার চেষ্টা করবেন (How to achieve things that you like)


[English version has given below]

আপনি যখন কোনো কিছু পেতে চান, এটা দুভাবে পেতে পারেন. ভাল উপায়ে অথবা মন্দ. আপনি বলবেন, আপনার জন্য কোনটা ভাল আর কোনটা মন্দ এটা আপনি বলার কে? একটা উদাহরন দিয়ে বলছি, আপনি নিজেই বুঝতে পারবেন.

আপনি রাস্তা দিয়ে হাটছেন. হঠাত একটা মিস্তির দোকানে দেখলেন হরেক রকমের মিষ্টি সাজানো আছে. এখন আমি কিভাবে সেটা নিবেন.

এক, আপনি কেড়ে বা চুরি করে নিতে পারেন. এতে দোকানিসহ এলাকার লোকজন আপনাকে ধরার চেষ্টা করবে, ধরতে পারলে গন পিটুনি সেই সাথে জেলের সম্ভাবনা আছে. আপনি আর ওই দোকানের মিষ্টি দুরে থাক, এলাকা দিয়ে হাটতেও পারবেন না. 

কেউ টের না পেলেও আপনি ভয়ে ভয়ে লুকিয়ে অশান্তি নিয়ে খাবেন.

দোকানের ক্ষতি হবে.

দুই, আপনি কোথাও কাজ করে অর্থ আয় করে দোকান থেকে কিনে খেলেন. এতে সময় লাগবে, তাই আপনার খাবারের আগ্রহ বাড়বে, খেতে আরো ভাল লাগবে.

দোকানের আয় হবে.

আপনি যেখানে কাজ করলেন, সেখানে একটা কাজ সমাধান হবে.

আপনি সম্মানের সাথে থাকবেন.

এবার আপনি নিজে বলুন, ভাল কোনটা আর খারাপ কোনটা?

এজন্য কোন কিছু পেতে হলে সেটা ভাল উপায়ে পেতে চেষ্টা করা উচিত. এটা সবার জন্যই উপকারী.

How to achieve things that you like
Whenever you like anything and want to have that you have two different ways to achieve it. Good way or bad way. Now you may say, who the hell are you to decide which is good or which is not? Let me explain with an example. You will get it by yourself.

Like, you are walking on the street. Suddenly you saw a shop of sweets. You wanted to have them. Now how will you do that?

First, you can get them by force or stealing. In that case the shop keeper and the local people will try to catch you and if you get catch then they might hurt you and probably you will be in jail.

If anyhow they don't notice you, you will always have some fear to get caught and won't take those sweets in good position

Second way, you will go somewhere else and earn money, then buy sweets and eat it in pleasure mind. As you have earned the money you will feel more taste in the food and as it take more time to get, your interest to have those will grow.

The shop will get some profit.

Where you have work for money, one of their works will be done.

Now which way you think is good?

So, whenever you want something, try to find the good way to achieve it. It’s good for all.

শিক্ষকের সামনে (In front of our teacher)

[English version  has given below]

ইউনিভার্সিটিতে ঢোকার পর থেকেই শুনে আসছি, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস কোন এক নতুন শিক্ষক নিবেন। 4 মাস তার খোজ নেই, ক্লাস হয় না। এরপর এসেই ক্লাসে এমন রাগারাগি শুরু করলেন যে, আমার স্থীর বিশ্বাস হলো, এই স্যার একদিন ছাত্রদের হাতে মাইর খাবেন (আমার ধারনা ভুল ছিল)। যাই হোক পরীক্ষার আগে, একদিন কি কারনে যেন ঐ শিক্ষকের সাথে কথা বলা দরকার। কে যাবে? আমরা 3 বান্ধবী সব সময় এক সাথে থাকতাম, কিন্তু এই মামলায় কেউ রাজি না কারো সাথে থাকার। আমি বললাম এই সব চলবেনা। আমি না হয় কথা বলব, কিন্তু আমার সাথে তোমাদের থাকতে হবে। অনেক কষ্টে রাজি হলো। রুমে নক করে ঢুকলাম। স্যার মহাসমারহে ডাস্টার দিয়ে তার রুম ঝাড়ছেন। আমি বললাম আমার পরীক্ষা নিয়ে কিছু প্রশ্ন ছিলো। স্যার খুব হাসি মুখে বলল হ্যাঁ বলো? আমি কিছু বলার আগে পিছন ফিরে দেখি, আমার পিছনে কেউ নেই!!!! পাজি গুলো আমি ঢুকার পর আর ঢুকেনি! আগেই ভেগেছে!(খাইয়ালামু)

[১৭ ই মে, ২০০৬]

After getting admitted in Dhaka University we heard that we will have a new teacher for our practical class. Then 4 months passed, no one arrived.

Suddenly he came and starts behaving very rude with us with high volume. I was sure he will have some treat from university students (I was wrong). Anyway, before exam, one day we understood there is an important question that we need to ask him (teacher). Now who will go? We 3 friends use to stay together always, but no one is ready to go now. I said no excuses. OK, I will talk with him, but you two have to stay with me. After some argument they agree.

I knock the door and get into our teacher's cabin. I found our Sir is cleaning his room with duster. I said, "We have some question regarding exam". With smile Sir said, "Yes?"

Before I say anything I looked back, and saw there was no one! My brave friends didn't get into the room, they let me get it and then run away! (I will give you a good lesson!)

Saturday, February 14, 2015

বর্ণবাদী (racist)


[English version is given below]
আমার ছেলে (৬ বছর) নিজেকে খুব সুন্দর বলে জানে. ওর ধারনা পৃথিবীর সবচেয়ে ভাল খাবার ওই তৈরী করে. ও ছুয়ে দিলেই রান্না মিষ্টি (মানে সুস্বাদু হয়ে যায়). এই রকম মানুষ যে সহজে কারো প্রশংসা করবে না, এটাই স্বাভাবিক. তারপরও. আমার এই ছবিটা দেখিয়ে বললাম, "দেখো, তোমার আম্মু কত সুন্দর".
শাফিন উত্তর দিলো, "একদম না"
আমি বললাম, "কেন?"
শাফিন, "তুমি কালো, আমি সাদা"
আমি, "কেন, কালো হলে কি আর সুন্দর হয় না?"
শাফিন ১ সেকেন্ড থেমে বলল, "কালো হলে ভাল, কিন্তু সাদা সুন্দর"


Shafeen (6 years old) thinks he is the most beautiful person in this world. He thinks, only he knows how to cook delicious food. Whenever he touches any food, while cooking, that became delicious. So, you can guess this type of human won't say well about anything easily. But still, I showed my picture (given above) and ask him, "Isn't your mommy looks beautiful".
He replied, "Not at all"
I, "Why?"
Shafeen, "I am white and you are black"
I, "Can any black person become beautiful"
Shafeen stopped for 1 second then reply, "Black is good, but white is beautiful"

Friday, February 13, 2015

রোল নং ০১ (Roll number 01)


[English version has given below]

আমি জীবনে খুব বড় বড় কোনো লক্ষ কখনোও করিনি, কারন, কোনো কিছু আশা করে সেটা না পেলে আমার হজম করতে খুব কষ্ট হয়। আর অনেক দিন একটা লক্ষে কাজ করারও যথেস্ট শক্তি আর ধৈর্যের দরকার। অলস মানুষদের পক্ষে যা করা খুবই কষ্টকর। তবে ধৈর্য্য ধরে সফল যে হইনি তা নয়।

আজ এই সফলতারই একটা উদাহরণ দেই। স্কুলে জীবনে কোনো দিন একবারে সব ক্লাসের পড়া পড়ে ক্লাসে যাইনি, কখনোও পরীক্ষার আগের রাতে ছাড়া একটানা পড়িনি। কেমন যেন একটু গা-ছাড়া ভাব ছিলো। ক্লাস 8 এ বৃত্তি পরীক্ষার টেস্ট হলো। আমার ধারনা ছিলো, আমার মতোন ছাত্রীর অন্তত: পরীক্ষা দেয়ার পারমিশন পাওয়া উচিত। কিন্তু রেজালট বের হবার পর দেখলাম আমি টিকিনি। আমার প্রথম ব্যর্থতা। মাথা খারাপের মতোন হয়ে গেল, আমি টিকিনি!! বাসায় কি বলব? রিকশা দিয়ে বাড়ি ফিরছি। আগে রাস্তার আশে পাশে কি হচ্ছে না হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখতাম, এখন মনে হলো, দুনিয়ার কোনো কিছুই আমার জন্য না, আমি ব্যর্থ। কি যেন হয়ে গেল, টিভি দেখা, গান বাজনা, খেলা, গল্প সব বন্ধ করে দিলাম। একটাই চিন্তা, এসব আমার জন্য না। শুধু পড়লাম। বৃত্তি পরীক্ষার টেস্ট আর ফাইনাল পরীক্ষার মধ্যে কতদিনের পার্থক্য ছিল মনে নেই, তবে বেশিদিন না (বেশিদিন হলে আমার কি হতো কে জানে)। ফাইনার পরিক্ষার রেজালট দেখে সবাই অবাক হয়ে গেল। আমার অবস্থান যেখানে প্রথম ৪০ জনের মধ্যে ছিলোনা, সেখানে আমি হলাম ২য়! 

নবন শ্রেণীতে এ সাইন্স নিলাম না (আম্মা বললেন অংকে তো তুমি ভালো না, সাইন্স নিয়ে লাভ নেই), আর্টসে ঢুকলাম, প্রথম যে হয়েছিলো ও গেল সাইন্সে। তাই আমার রোল হলো ১ (জীবনে প্রথম বারের মতোন)।

[২৭ শে মে, ২০০৬ ]

In my life I never dreamed big, because if I except something and then didn't get it, I can't accept that. It really hurts. Another reason is, its need strength and patient to achieve any goal. Which is little difficult for a lazy (?) person like me. But where I really shown patient and keep tried, I succeed.

Let me give you an example. In my school like I never use to read all subjects lesson as given, I never read for long time except the very last night before exam. Actually I never seriously took my education. When we had to sit for test to get permission for main scholarship exam, I thought, I will at least get chance to sit for this exam. I give the exam and when the result comes out I found I couldn't get the pass mark. This is the very first failure in my life. I never thought I would be in this position. Something happen with me, the only thing I can remember is I have failed. After getting the result I couldn't think about anything around me. Something telling me inside my brain, that nothing is for me, I am a failure. I stopped watching TV, singing, dancing, playing, spending time with others etc. I only concentrate on my study. This was a very short period of time from this test to our final exam (Otherwise I don't know whether I would be able to keep concentration or not) and I made a dramatic change in my exam result. My position wasn't in between 1 to 40, but this time I made my position at number 02. All student and teachers became surprise.

From class nine we had to make our decision which group I will continue further study, science or arts. My mom said, "You are not good in Math, so go to Arts group". I did. The girl who stands first took science. So at the end, in Arts (humanities) group my call roll became 01. For the first time in my life I stood in first position!

Wednesday, February 11, 2015

কত কি করতে ইচ্ছে করে (I want to do many things)


[English version has given below]

কত কি করতে ইচ্ছে করে...

ছেলেটার ভাল যত্ন নিতে চাই, ওর স্বাস্থ্য, পড়াশুনা, বেড়ানো, পোষাক সব ভালভাবে করতে চাই. 

প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চাই, 

ঘরবাড়ি একেবারে ঝকঝকে পরিস্কার করতে চাই, সুন্দরভাবে সাজাতে চাই. 

খুব ভাল খাবার তৈরী করতে চাই, 

নিজের যত্ন নিতে চাই (ব্যায়াম, পরিচ্ছন্নতা, ত্বকের যত্ন, সুন্দর ভাবে নিজেকে সাজাতে, ভাল পোষাক), 

বই পড়তে, 

প্রিয় মানুষের সাথে ঘুরতে, 

লেখালেখি করতে, 

আয় করতে, 

ফেসবুকে সময় দিতে, 

বন্ধুদের সময় দিতে, 

অন্যের উপকারে আসতে. 

নিয়মিত এবং ঠিক মতো নামাজ, রোজা, কোরান, তসবিহ পড়তে... 

নিরাপদে থাকতে.

আহা এটুকুই তো চাই.... তাহলে সময়, সামর্থ্য (পারিপার্শিক অবস্থা, অর্থনৈতিক, শারীরিক) আর সুযোগ কেন যে পাইনা...

I want to do many things

I want to do many things… I wish I could succeed. Like…
I want a take a very care of my kid. Take care of his health, education, dress, outing etc.
Want to spend time with my loved one,
I want to neat and clean my house with well decoration.
Want to cook good, healthy and delicious food,
Want to take care of myself (Cleaning, taking care of skin, exercise, good dress up etc),
Reading book,
Outing with loved one,
Writing,
Income well,
Giving time on Facebook ,
Have good time with friends,
Help others,
Well and regular praying, reciting Quran,
Living safe and secure.
Ah… Am I asking too much from this life…? Why can’t I do this all because of lack of situation, time, money, health etc?


Monday, February 9, 2015

ভালোবাসা, মানুষের মতোন (Love, like human)


[English version has given below]

একদিন, ঘরে ঢুকে দেখি, মা কবুতরটা খুব হইচই করছে। ব্যাপারটা খেয়াল করে বুঝলাম তার বাচ্চা দু'টো (সাইজে বড় কবুতরের মতোই, খালি চিউ চিউ করে) তার নতুন পাড়া ডিম ভেংগে দিয়েছে। মা কবুতর রেগে তাড়া করেছে কিনা দেখেনি, কিন্তুবাচ্চা কবুতর দুটো এই প্রথম বারের মতোন দেখলাম বাসা থেকে উড়ে গেছে।
আর বাবা কবুতর খুব শান্ত ভাবে মা টাকে ঠান্ডা করার চেস্টা করছে। মাঝে মাঝে আস্তে আস্তেকি যেন বলে, আবার একটু গলায় ঠোট দিয়ে ঘসে দেয়, গা ঘেসে বসে।
দেখে এতো ভালো লাগলো, কি সুন্দর দুজন দুজনকে আগলে রাখে। বাসা বানানোর সময় দুজন মিলে খরকুটো কুড়িয়েছে, বাসা বানিয়েছে দুজন মিলে, ডিমে দুজনে পালা করে তা দিয়েছে (যদিও তা দেবার সময় বাবা পাখিটা একটু ঝটফট করতো), বাচ্চা হবার পর পালা করে খাবার আনতো। একজন বাচ্চা পাহাড়া দিতো আরেক জন খাবার খুজতে যেত। দুজনের মধ্যে কি চমৎকার বোঝাপড়া।


[০৫ ই এপ্রিল, ২০০৬]

One day, after returning home from office, I saw that mom pigeon is screaming very loudly. I take look to know what happen. What found is the kids of the pigeon (actually these kids grown like mom, only screams chiu chiu like kid) have broken down the new eggs. I didn't see whether the mom kick them out or not, but they for the first time fly out from the home.

The male pigeon is sitting very calm and trying to calm down the mom pigeon. He was saying something in low voice to the mom, sometimes giving massage on mom's neck with his lip, sitting very close with her like holding her.

I really like it's attitude, how beautifully they are taking care of each other. When they built the how both of them work together. They collected building materials together, they sit on the egg by maintaining a routine (though the male one wasn't stayed calm while sitting on the eggs), after having their kid they both brought food. While collecting food one always stays home and take care of babies.

I like the understanding between them......

Sunday, February 8, 2015

Now Shafeen don't like winter



Last year, my son said to his class (nursery) that his favorite season is winter, because he likes show fall. Though he never bin in a place where snow falls. He saw it only in TV and internet. We are living in Bangladesh, a tropical country. So, here winter is a small season, and temperature never gone below 0 Celsius.

But this year we faced some cold wind blows. Shafeen (my 6 years old son) really face trouble while go to school in the morning and also attending his classes. While walking towards his school he told me several times, "My hand and nose are freezing".

So, when his new class teacher (My son is now in KG1) asked her class, "Do you like winter?" all answered, "NO! We like summer". I am pretty sure; they are going to change their mind in summer ;)

Saturday, February 7, 2015

কালো নদী (Black colored river)


[English version has given below]

ঝিলের কালো শান্ত টলটলে জল, কে না ভালোবাসে। কিন্তু নদীর জল যদি কুচকুচে কালো হয়?
আমি এম. এস. সি. করেছি "geography & environment" থেকে, আমার বিভাগ ছিলো "ন গর পরিকল্পনা"। এই সূত্রেই একদিন সার্ভে করতে গিয়েছিলাম নদীর তীরে। নদীর বাঁধের উপর দিয়ে হাঁটার সময় দেখলাম, কুচকুচে কালো রংয়ের পানি। তারমধ্যে আবার নানা রকম ময়লা ভাসছে (বাংগালীরা নদীতে ময়লা ফেলতে ভালোবাসি)। বাঁধের গায়ে সাদা প্লাস্টিক শুকানো হচ্ছে। যা ঐ কালো ঘন ময়লা যুক্ত পানিতে ধোয়া হচ্ছে। বাচ্চা, মহিলা, বুড়ো, জোয়ান, সবাই মহাউৎসাহে, মিশমিশে কালো পানিতে গোসল করছে (চর্ম রোগ অবধারিত)। নদীর মাঝখানে কামরাংগির চর। চরের মাটি দেখা যায় না। চরের সাথে বাস লাগিয়ে মাচা করে চরের জায়গা আরো বাড়ানো হয়েছে। সেখানকার বাথরুম গুলোর বর্ননা আর না দেই। কোথায় আছে না যেখানে খায় ওখানেই...
এই কাজ শুধু গরীবরা করছেনা। শহরবাসীর খাবার পানি ওখান থেকেই ওয়াসা সংগ্রহ করে। আর ওখানেই নাকি সোয়ারেজের...
নদীর কালো পানি দেখতে প্রতিদিন সেতুর উপর শত শত লোক আসে। বিকাল বেলা সেতুর দুপাশে পা রাখার জায়গা থাকেনা।
ধন্য হে কালো নদী। আর কালো নদীর পানি।
মনে হয় আমরা গাছের যে ডালে বসি, সেটাই কাঁটি আবার ঝগড়া করি কার গাছ আর কার ডাল এই নিয়ে।

[০৬ ই এপ্রিল, ২০০৬]

Who doesn't like natural lake with cool black water? What about deep black water from a river?

I did my M.Sc. from "Geography & Environment", my section was "Urban Planning". That's the reason that we had to make a survey near river. While we were walking over the dam I saw the water of the river is very black. There were different kinds of dirt on the river (We, the Bangladeshi people like to throw dirt on the river). On the dam some people put white plastics to dry; they clean those with that black river water. Kids, women, man, aged people all are taking bath with that black water and enjoying time happily (No doubt about skin disease). There is an island on this river named Kamrangir char. We couldn't see the land of this island because it is surrounded by bamboo made houses, shops, restaurants and toilets. I just feel there is a saying, "You shit where you eat"...

You can't say only poor people polluting the water. I heard Dhaka WASA also collects water from this river and they dump sewerage water on the river... Well they use Shitalakkha river too to collect water.

Every afternoon many people come for recreating on the bridge of this river. You won't find space to put your feet on it, during that time. They watch black colored water and take breath with the stinky water.

God bless this river and its black water.
I think we cut the branch of the tree where we sit and then make argument, that tree is mine or that branch is mine.


Friday, February 6, 2015

টেনিসের প্রতি আগ্রহ (Interest on Tennis)

স্কুলে যখন আমরা ক্লাস ৮ এ পড়ি, তখন আমাদের ক্লাসে একটি নতুন মেয়ে ভর্তি হলো. নাম সাথী সরকার। শুনলাম সে খুব ভাল টেনিস  খেলে. বাংলাদেশে মেয়েদের মধ্য তার নম্বর ২. কন্যার সুখ্যাতিতে, আমি টেনিস এ বেশ আগ্রহ বোধ করলাম. ওকে বললাম, আমাকে টেনিস খেলা শেখাবে? সাথী কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলল, "আগে আমার মত শক্ত করতে হবে শরীরটাকে ". এবার আমি দমে গেলাম। কেন যেন নিজেকে কোমল, নরম রাখতেই আমার ভাল লাগল। টেনিসের প্রতি আগ্রহ এখানেই শেষ.

When I was in school at class 8, a new girl admitted in our class. Her name is Sathi Sarkar. She is very good in Tennis. In Bangladesh her ranking was number 2 in girls section. Her fem really encourage me in Tennis. One day I asked her, "Will you teach me Tennis?" She looked at me for few second then reply, "First you have to make your body hard like mine". I don't know why, I didn't like that idea. I better stay soft.... All interest on Tennis has gone from that day...

Wednesday, February 4, 2015

লোডশেডিং, সিনেমা হলে? (Power cut, even inside the Cinema hall)


[English version has given below]

একদিন ছিলো পুরোপুরি লোডশেডিং য়ের দিন। কি কারনে যেন সাড়াদিন অফিসে কারেন্ট ছিলোনা, বস 2টার পর ছুটি দিয়ে দিলেন। কি করি, কি করি। সবাই মিলে সিনেপ্লক্সে গেলাম। ইংলিশ ছবি মনে করে একটা ইন্দোনেশিয়ান ছবি দেখতে বসলাম, কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে গেলো। সব বন্ধ। আবার নতুন করে সব চালু করতে অনেক সময় নিলো। 
ছবি দেখা শুরু করলাম, ভালোই ছিলো। 
এক পর্যায়ে ছবিতে নায়িকার বাসায় কারেন্ট চলে গেল। আমরা ভাবলাম, কি কুফা আমরা, যেখানে যাই সেখানেই কারেন্ট চলে যায়, এমন কি সিনেমাতেও!!

[০৭ ই এপ্রিল, ২০০৬]

There was a day of a power cut. Let me explain, I don't know why once the whole day we didn't have electricity in the office. After 2 pm, our boss let us close the office. We started thinking, now what to do. Then we all planned and went to Cineplex to watch a movie. We cut the ticket for a movie as we thought it's an English movie, but later we found it's actually an Indonesian movie. After a few minutes again power failed inside the theatre. It took a long time to start the movie again. We watched the movie, it was good. Even inside the movie, they had shown a power cut. We thought what a situation, wherever we go, power will be cut off, even inside the movie!!

একা হওয়ার পর (After becoming alone)


চার পাশের মানুষের কোলাহলের ভিড়ে কখনোও কখনোও মানুষের একা হতে ইচ্ছা করে. এসময় সে চায়না, কেউ মনে মনেও তার কাছে আসুক.

কিন্তু যখনি সে পুরোপুরি একা হয়ে যায়, সে খুবই ভালভাবে অনুভব করে সে মানুষকে কতটা ভালবাসে, তখন এক আর কয়েক মুহূর্তও একা থাকতে ইচ্ছা করে না...


In our social life we live with many people, sometimes our hearts want to be alone. On those moments they even don't want anybody to come close in their mind.

But whenever they became totally alone, they realize how much they love each other. And then they don't want to be alone even for some moments...

Monday, February 2, 2015

ব্রিটিশ কমেডি (British comedy)


[English version has given below]
মি: বিন দেখার সুবাদে ব্রিটিশ কমেডি সম্পর্কে একটা হালকা ধারণা ছিলো। বস যখন সবাইকে টিকিট দিলেন দেখার জন্য (আমাকে দিয়েছিলেন একেবারে নিশ্চিত হয়ে, যে আমি যাব), আমি একটু ভাবলাম, ব্রিটিশ উচ্চারণ বুঝবোতো? যাই হোক নতুন কিছু দেখার প্রতি আমার আগ্র হ অসীম (বস এটা জানেন বলেই নিশ্চিত ছিলেন), তাই অনেকে না গেলেও আমার যেতে আপত্তি ছিলোনা। 
শুরুতে অডিয়েন্সে বসে অপেক্ষা করার সময় সুন্দর সুন্দর কিছু মিউজিক শুনলাম। 
শো শুরু হবার পর দেখলাম, বেশ স হজে বোঝা যাচ্ছে। কিছু কিছু অংশ বেশ ভালো লেগেছে। 
যেমন .. নাহ এভাবে লিখলে হাসি পাবেনা, বরং মনে হবে এ্যাতো সাধারণ বিষয়ে হাসির কি আছে? তারপরও বলি, একটা অংশে ছিলো 3জন মুজুরের গল্প। যাদের কথা শুনে মনে হয়, তারা প্রত্যেকেই মনে করে তারা কোনো বড় বংশের বংশধর, কালের আবর্তনে আজ এই দুরাবস্থা। মুজুরা  দুপুরে খেতে বসেছে 50তলার উপর। 50 তলা উঠেছে, আরো 50 তলা  উঠবে। কথায় কথায় 3জনে নানা বিষয় নিয়ে তর্ক শুরু করলো। একজন শেষ পর্যন্ত বলে ফেলল, যে আসলে ও দেশের রাজার বংশধর। কেউ জানেনা। আরেক জন বলল সে আসলে রাশিয়ার জারের ছেলে। 3 নম্বর মুজর কিছুতেই বিস্বাস করে না। সে বলল তুমি এটা কিভাবে জানলে। 2 নং মুজুর তখন গর্ব করে বলল, সে সিনেমা দেখে জেনেছে। কারন সিনেমার ঘটনা, ঘরবাড়ি দেখে ওর মনে হয়েছিলো, এই ঘরবাড়ি ও আগে দেখেছে, এই ঘটনা ওর সামনে আগে হয়েছে!!

I have seen Mr. Bin before, so I had some idea about British Comedy. But still, when our boss gave ticket to me (He was sure that I will go) to see a show of British Comedy, first I thought will I understand the British accent? But I always show interest to see new things (My boss knew it, that’s why he was so sure), so I didn't care which colleagues are going with us or not, I wanted to go.

At first, we heard some beautiful music while waiting at the audience.
When the show started, I found, I can easily understand what they are saying.
Let me try to give a glance of that show (Actually I don’t know how to bring that comedy moment in front of you) … there were 3 labors who are working at 50th level; they had to build 50 more. They were taking their lunch and talking. After sometime, 3 of them start talking about their family. One said he is the son of Russian Tsar, One said; his family is from the king of that country. 3rd one didn't agree with them, he asked, how you knew that. One reply he saw a movie and he felt the houses and furniture they have shown is much known to him, he felt that he has seen them before; he had seen those things happened in front of him before…so…

কি ব্যাচ রে বাবা, ছেলেরা কেউ আসলো না? (We surprised, there wasn't any boy in our batch)

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় আর মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পাশাপাশি  দুটি স্কুল। মাঝে শুধু একটি দেয়াল. দুটি সরকারী স্কুল। তবে স্কুলের দারওয়ান থেকে শুরু করে হেড মিস্ট্রেস সবই আলাদা। একসাথে কোন অনুষ্ঠান হয়না. ফলে এক ব্যাচের ছাত্রীদের সাথে একই ব্যাচের ছাত্রদের কখনো দেখায় হয়না। কালে ভদ্রে কোন চিপাচাপা দিয়ে হয়তো দেখা যায় কোন কোন ছাত্র কানে ধরে দাড়িয়ে আছে, বা বারান্দায় নিল ডাওন হয়ে আছে. অথবা স্কুলের সামনের বইয়ের দোকানে দেখা হলে, বা গেটের সামনে দাড়িয়ে যদি কেউ দু:সাহস নিয়ে কথা বার্তা বলে থাকে.

এতকথা বলার একটাই মানে. আমরা আমাদের ব্যাচমেট ছেলেদের চিনিনা. এবার পুনর্মিলনীতে যখন বলা হলো ৯২ ব্যাচের সবাই এসো, একসাথে ছবি তোলা হবে. আমরা স্টেজ এর পাশে দাড়ালাম. তারপর স্টেজ খালি হলে আমরা দাড়ালাম এবং অবাক হয়ে লক্ষ্য করলাম, আমাদের সাথে কোনো ছেলে আসেনি। কি ব্যাচ রে বাবা, ছেলেরা কেউ আসলো না? সবাই মেয়েরা লাজুক হয়ে দাড়িয়ে ছবি তুললাম. সবেধন নীলমনি আমার ছেলে হাতে যা ছিল (খেলার বল) তাই উচু করে ধরে ইয়াআ বলে চিত্কার করলো। ফটো সেশনে বেশ খানিকটা সময় লাগল। আমরা এবার নেমে যাব. এমন সময় একদল ছেলের মাঝ থেকে একটি ছেলে এগিয়ে এসে আমাদের বলল. আপনারা একটু দাড়ান। আমরা ৯২ ব্যাচের ছেলে। একসাথে ছবি তুলবো।

খুশির চোটে আমাদের মধ্যে কেউ কেউ তখনি ছবি তুলতে দাড়িয়ে গেল. তখন ৯১ ব্যাচের ছবি তোলা হচ্ছে। কে খেয়াল করে, ওদের সাথে আমাদের ব্যাচের কিছু মেয়ে ছবি তুলে ফেলল. আমরা পিছন থেকে যতই ডাকাডাকি করিনা কেন. এরপর আমার সবাই ছেলে মেয়েরা দাড়ালাম আর ছবি তুললাম। ৩ দফা ছবি তোলার পর কিভাবে আমাদের ব্যাচকে ছবিতে চেনা যাবে এটা নিয়ে আমার যথেস্ট সন্দেহ আছে :)