Sunday, March 1, 2015

৫০ পয়সা (50 Poisha)

[English version has given below]

আমি সাধারনত: কিছু হারিয়ে ফেলিনা, তাই কোন কিছু হঠাত খুঁজে না পেলে খুব মনোযোগ দিয়ে খুজতে থাকি। এবং এক সময় পেয়েও যাই :) (দু একটা ব্যতিক্রম ছাড়া)

এই ঘটনা থেকে ব্যাপারটা কিছুটা বুঝতে পারবেন।... স্কুলে ক্লাস ৫ এ পড়ি। স্কুলের মাঠের ওপারে (আরআরি ভাবে মাঠ পার হতে হয়) একটা ছোট্ট টিনের দোকান, আমরা 50 পয়সাচানাচুর কিনে খেতাম এখান থেকে, এই রকম স্বাদ আর কোনো চানাচুরে পাইনি, এতো মজা ছিলো। আর আমি মাঠ হেটে পার হয়েছি, এমন দিন মনে করতে পারিনা, সব সময়ই মনে হয় এক দৌড় দিতাম। তখন ফ্রক পড়তাম, ফ্রকের সামনে 2টা পকেট ছিল। আমার রুমাল আর টাকা তাতে রাখতাম। ভুমিকাটা মনে হয় বেশি বড় করতে হলো ..... একদিন চানাচুর কেনার জন্য দোকানিকে ১ টাকা দিলাম, সে ৫০ পয়সা ফেরত দিল। পয়সাটা পকেটে রেখে এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। এরপর পকেটে হাঁত দিয়ে দেখি পয়সা নেই! কি করি! আবার মাঠে গেলাম, পুরো মাঠের  (যথেস্ট বড়) ঘাসের মধ্যে খোজা শুরু করলাম। অদ্ভুত ব্যাপার হলো, বেশিক্ষন খুজতেও হলনা, পেয়েও গেলাম। কি যে খুশি হয়েছিলাম। আবার পকেটে রেখে ক্লাসে ফেরত আসলাম। এবার হেঁটে হেঁটে... (খুব শিক্ষা হয়েছে, পকেটে পয়সা নিয়ে আর দৌড় না :) )


Generally I don't lose anything. If I don't find anything I start searching with deep attention and after a while I just found it. (Well there is little exception too)

Let me tell you a story from my life to make it clearer. I was studying at class 5 on those days. In our school we had a very tiny shop. To go to the shop we had to cross our school field. I can't remember a day when I cross that field by walking to go to the shop. We use to buy chanachur for 50 Poysha. I could never found that taste again anywhere. On those days I use to wear frock and it had two pockets at front, where I use to keep my handkerchief and money. Well my introduction of the story becoming little long...

One day I gave 1 taka to that shopkeeper to buy chanachur and he returned me a coin of 50 pasha (cents). I put that in my pocket and returned to my class with a quick run. And alas! In the class I found I just lost it. And I can't accept it. I went to the field again and start searching the coin at the grasses (The field wasn't a small one). But luck favored me; I didn't have to search a lot. I found it and keep that into the pocket again. Then walked back to my class (no more running with money... I had enough)

No comments: