Friday, March 6, 2015

এই, সব বান্দরের বাচ্চারা! (Hei, kids from monkeys!)


[English version has given below]

আমি যখন ক্লাস ফাইভে পড়ি, আমাদের  নতুন হেডমিস্ট্রেস (সাহেদরা বেগম) জয়েন করলেন, প্রচন্ড বদ মেজাজী। আমরা খুব ভয় পেতাম তাকে।

এরপর ৫ বছর পর, ক্লাস টেন এ, আমরা বিদায়ী ছাত্রীরা একটা পিকনিক গেলাম (ট্র্যাডিশন)। সেটা ছিল হেডমিস্ট্রেসের রিটায়ার্ডের বছর। উনি তখন বেশ চুপচাপ ছিলেন (আমরা এভাবে ওনাকে দেখতে অভ্যস্ত নই)। খাওয়া দাওয়ার পর শুরু হলো খেলা। একটা বক্সে অনেক গুলো কাগজের টুকরো রাখা হলো। একজন একজন করে একটা তুলছিল, যার ভাগ্যে যেটা আসে, সে সেটাই করে দেখায়।

এক কন্যার উঠলো, "কাউকে নকল করে দেখাও"। কন্যা হঠাৎ ভয়ানক স্বরে চেঁচিয়ে উঠলো, "এই, সব বান্দরের বাচ্চারা, মানুষের বাচ্চা হও, মানুষ হও"। সবাই হো হো করে হেসে উঠলো, হেডমিস্ট্রেস অতি কষ্টে একটু হাসলেন, কারন ঔ মেয়ে অবিকল তাকে নকল করেছিলো। 


I was studying in class 5; a new headmistress (Sahedora Begom) joined our school. She was very strong and rude with us. We all had big fear about her.

After 5 years I was in class 10. We all girls went out for picnic from school (Tradition). That was our head madam’s last year before retirement. She was little calm (We never saw her like that). After lunch our madams started a new game. There was a box with little slips. Every girl go and pick one note and do whatever written there. One girl got note “Copy any person’s attitude”. She suddenly started screaming, “Hey kids of moneys… try to be human”… all students and madams burst out laughing. Because she just copied our head mistress. Our head madam also laughed a bit… (Didn’t look so happy)

No comments: