Wednesday, April 29, 2015

না বুঝেই খুশি হয়ে যাই (Became happy without knowing the truth)


[English version has given below]

কাউকে যখন আপনি ১/২ বছর ধরে জানেন, তখন এটা খুব স্বাভাবিক যে আপনি বুঝতে পারেন, তাকে কিভাবে খুশি করতে হবে। আর সে যদি বোকাসোকা / সহজ সরল হয়, তো আরো সহজে বোঝা যায় কিভাবে কি করলে খুশি হবে/ মন ভালো হবে।

আমার কথাই ধরুন, বেড়াতে যাবার কথা বললেই লাফাতে থাকি। একবারও ভেবে দেখিনা, কত খরচ পড়বে, কার সাথে যাচ্ছি, যে বলল, সে কি ভদ্রতা করে বলল, না কি আসলেই নিতে চাইছে সাথে।

আজও একজনের কাছে শুনলাম নৌ ভ্রমনের কথা। আল্লাহ জানেন আসলেই হবে কি না হবে। কিন্তু আমার মুখের বত্রিশ দাত বের হয়ে গেছে, এই খবর শুনেই। বুঝিনা সবাই কি আমার সাথে ফান করে? করুক, এক মুহুর্তের জন্য তো ভালো লেগেছে। তাই বা কম কি?

[০৬ ই ডিসেম্বর, ২০০৬]

When you know a person for 1 or 2 years, probably you know how to make this person happy. If that person is little stupid or easy going then that it will be easier to understand, how to bring smile on their face.

Like me, if anyone offer or just mention about any travel plan, my heart start jumping. I don't think about the cost, with which I am going, is just for saying or not, is that person really wants me to go....

Today I just heard about a river cruise. Allah knows will it happen or not. But I couldn't stop my happy feelings by just hearing the news.

I really don't know do people make fun with me because I am so stupid? Let them do, at least for one moment I felt happy and for me, its priceless...

[December 06, 2006]

খাবার খাওয়ার সময় (While taking food)

[English version has given below]

দুদিন ইন্টারনেট ব্যবহার থেকে দুরে ছিলাম। ভেবেছিলাম, না জানি কত কাজ করার সময় বের হবে। প্রতিদিন নেট এ কত সময় ব্যয় হয়। অথচ বাস্তব দেখলাম সম্পুর্ন ভিন্ন। আমি আলাদা কোনো সময় বের করতে পারিনি। আসলে আমি নেট এ বসি তখনি, যখন কিছু খাওয়া দাওয়া করি।  ফলে নেটের জন্য আলাদা কোনো সময় ব্যয় হয়না। তবে এটা ঠিক, এই সুযোগে কিছুটা সময় পেয়েছি টিভি দেখার, মানে খাওয়ার সময় টিভি দেখতে পেরেছি :)

For two days I stayed out from internet. I thought by this time, I will manage lots of time to complete my to do list. But really showed me totally different scenario. I couldn't make any extra time. The truth is, I only come online when I take any food (breakfast, snack's, lunch, dinner, tea etc). So, I don't expend extra time on net. Anyway, during these two days I could manage time to see some TV shows... while taking food :)


Monday, April 27, 2015

সুন্দরবনে মাছ ধরা (The fishing at Shundarban)


[English version has given below]

সুন্দরবনের টাইগার পয়েন্টে একটা খারি দিয়ে ঢোকার পথেই চোখে পড়ল লেখা "মাছ ধরা নিষেধ"। একটা ছোট টিনের সাইন বোর্ড, জং পড়ে গেছে, লেখা কিছুটা ঝাপসা হয়ে গেছে। বোঝা গেল, বেশ আগে থেকেই এখানে মাছ ধরা নিষেধ।

খাড়িতে নৌকা দিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। এক জায়গায় পানির দুপাশে বাশ দিয়ে জাল টানানো আছে। গাইড বললেন, জোয়ারে পানি বেড়ে গেলে জাল ডুবে যায়, তারপর ভাটার সময় পানি নামলে, জালে মাছ আটকা পড়ে। শুধু মাছ না। শাপ এবং আরো অন্যান্য সামদ্রিক জীবও আটকা পড়ে মরে। এভাবে মাছ ধরা খুবই খারাপ।

একজায়গায় দেখলাম সাদা-কালো ডোরা কাটা একটা শাপ মাটিতে শুয়ে আছে। আসলে জালে আটকা পড়ায় জেলেরা মেরে ফেলে গেছে। পরে কোন পশুপাখি খেয়ে ফেলবে।

আরো কিছু দূর গিয়ে দেখলাম জেলে নৌকা। মাছ ধরে ফিরছে। আমাদের এক সফর সঙ্গী জানতে চাইলো কি মাছ ধরেছেন? দাম কত? ওরা বড় একটা মাছ ধরে দেখালো। গাইড তাড়াতাড়ি বললেন, এখানে মাছ ধরা নিষেধ, তাই আমরা আপনার কাছ থেকে মাছ কিনবো না।

খারি থেকে বের হয়ে শিপে ওঠার সময় দেখলাম, ওরা অন্য একটা নৌকায় মাছ শিফট করছে। নতুন নৌকা হয়তো বেচার জন্য বাজারে নিয়ে যাবে...

We were traveling at Sundarban Tigar point. To have a better view of the forest we get down from our ship and took a boat. Then we went to a small canal. Before we enter the canal I saw a small sign board, written, "No Fishing". The board was very old; its color had been gone in many places. I can guess this notice had been given long time backed. When we enter the canal I saw at both side fisher men had placed fishing net with the help of bamboo. Our guide said in the tide water will rise and all fish and other water animals will get inside the net and after sometime when water will go away those fishes with other water creatures will be caught. This is a very poor way of fishing. Because it’s not only destroying all kind of fish, but also other water creatures of this forest.

In one place we saw a snake, yellow and black striped. It was dead and was at the mud. It was dead while fishing was going on and later some other creature will eat it.

After a while we found a fisher men boat. They were returning from the canal after catching fish. One of our tour mate asked "Which fish did you catch? What's the price". They hold up a big fish. But our guide said, "We won't buy from you, because you have caught it at no fishing area"


When were returning to our ship we saw those fishermen were shifting their fishes to other boat, probably for selling...

Sunday, April 26, 2015

ভুমিকম্প অনুভব করলাম (I felt the movement of Earthquake)

[English version has given below]

গতকাল চা নিয়ে কম্পিউটার টেবিলের সামনে বসেছি. হঠাত মনে হলো আমার মাথা ঘুরাচ্ছে (ভাবলাম দুর্বল বোধ হচ্ছে), এরপর দেখি টেবিল কাপছে (ভাবলাম, আমার মাথা ঘুরাচ্ছে দেখে মনে হচ্ছে), এরপর পানির ফিল্টারের দিকে তাকিয়ে দেখি পানি অনেক জোরে নড়ছে, রীতিমত ঢেউ তুলে. চিতকার করে শাফিনকে ডেকে নিচে পাঠালাম. নিজে চেয়ারে বসে রইলাম. আসলে আমি চাচ্ছিলাম ভুমিকম্পকে অনুভব করতে. ঢেউ তুলে কাপতে কাপতে মাটি নড়ছে. সত্যি বলবো? আমার ভাল লাগছিল, মাথা ঘুরাচ্ছিলো, এভাবে তাহলে ভূমিকম্প হয়?

কিছুক্ষন পরে শাফিন ফিরে এলো. এসেই আমাকে ধরলো. "তুমি নিচে কেন গেলেনা? তুমি কি মরতে চাইছিলে?" পরে শুনলাম নিচে রাস্তায় নাকি ও কান্নাকাটি করেছে, "আমার আম্মু তো ভিতরে রয়ে গিয়েছে, আমার আম্মু কি মরে যাবে?"

ওকে ঠান্ডা করতে বাধ্য হলাম প্রতিজ্ঞা করতে, "আবার যদি ভূমিকম্প হয় তো আমি অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবো"

Yesterday I took a mug of tea and sit in front of my computer table. Suddenly I felt my head is spinning (I thought I was feeling weak), then I felt my table is shaking (I thought because of my weakness I felt so), I looked at my water filter, I saw water is moving like making wave. Now I got it, its earth quake. I shouted and sent my son my outside the building. Then again I sat on my chair. Actually I wanted to feel the Earthquake. It was hitting like wave and shaking. To tell you the truth is I felt good. So, this is how Earthquake happens? Though my head was spinning I felt anytime I may fall down.

After some minutes my son came back and shouted on me, "Why didn't you come with me? You wanted to die?" I heard he was crying outside by saying, "My mom is still inside the building, is she going die?"

To make him cool down I had to promise, "If again I face Earthquake, I will run towards safe place."

Saturday, April 25, 2015

আরেকজনকে সাহায্য করার সময় যা ভাবি (What we think when we help others)

[English version has given below]

আমরা আরেকজনকে কোনো সাহায্য করার সময় ভাবি... কাজটা কি ঠিক করছি? এতে কি আমার কোনো ক্ষতি হবে? সে আমার জন্য কি করেছে যে আমি তাকে সাহায্য করতে যাব? তাকে সাহায্য করলে আমার কি উপকার হবে? শুধু শুধু সময় নস্ট করছিনা তো? সে আমার যতটুকু উপকার করেছে, আমি তাকে ঠিক ততটুকুই সাহায্য করবো, এর বেশি কেন করতে যাবো?

এবার চলুন একটু অন্য ভাবে চিন্তা করি, আমি প্রতিদিন কত মানুষের সাহায্য নেই? রিক্সাওয়ালা রিক্সাচালানোর জন্য পয়সা নিয়েছে, তারপরও বাড়ির সামনে পানি দেখে আরেকটু ভিতরে টেনে কোনভাবে তুলে আপনার ছেলেকে পানি থেকে বাঁচিয়ে ঘরে তুলে দিল, কোন বিনিময় ছাড়াই। স্কুলের দারোয়ান শুধু দরজা পাহাড়া না দিয়ে আপনার ছেলে যখন গাছে উঠেছে, ওকে ধরে নামিয়ে দিয়েছে। আপনার বস আপনার ভুল না ধরে নিজেই অনেক কিছু সংশোধন করে নিয়েছেন। আপনি হঠাত রাস্তায় পরে গিয়েছেন, কোনো বিনিময়ের আশা না করেই কেউ সব তুলে আবার আপনার হাতে তুলে দিয়েছেন। আপনি কম্পিউটারে যে সব ফ্রি সফটওয়ার ব্যবহার করছেন, সেটা কেউ তৈরী করেছে, আপনি কাপড় মেলে কোথাও গিয়েছেন এরই মধ্যে বৃষ্টি এসেছে আর কেউ সে কাপড় তুলে রেখেছে, দুরে কোথাও গিয়েছেন আরে পাশের বাড়ির মানুষ নিজের বারান্দা থেকে পানি ছুড়ে আপনার গাছে পানি দিয়ে দিয়েছে... এমনি প্রতিদিন আরো কত কি...

সবাইকে প্রতিদান দেয়াও সম্ভব না। তাই আপনি যখনই  পারবেন, সাধ্যমতো অন্যকে সাহায্য করুন। এটা আপনার এবং অন্যের সবার জন্য ভাল। ভালো কাজের প্রভাব পরোক্ষভাবে সবাই পায়। মনে রাখবেন, কেউ গাছ লাগিয়েছিল বলেই রাস্তায় আপনি ছায়া পান। 

Before we help other, we started thinking... are we doing the right thing? Will it create problem for me? Did is person helped me that I will help him? Whatever this person did for me, will return only that much, nothing more. Why should I help more?

Now let's think about it, in other way, everyday from how many people we take help? Do we or can we return always? Rickshaw puller took money from you to pull the rickshaw, but he saw your son having trouble to get down from his rickshaw he helped him. They school guard's job is to keep an eye on the main gate. But when your son climbed up on the tree, he gets him down. Your boss sometimes corrects your work without any complain. You may fall on the road and passerby helped to collect your things and hand over to you. The free software you are using in your computer is developed by others. When the rain came, someone took your clothes from outside to prevent it to get it wet. When you go outside for couple of days, your neighbor throws water from their balcony to your plants to keep those alive. There are many more...

You can't return peoples favor always. So, whenever you get chance help others. It’s good for both you and others. Every good work has direct and indirect influence to the society. Always remember, someone planted a tree that's why you are getting shades on the sunny road....

Thursday, April 23, 2015

বৃটিশ আমলের মাটির পাত্র (Mud pot from British era)


[English version has given below]

কটকা গিয়েছেন? এটা সুন্দর বনের দক্ষিনে এক অভয়ারণ্য। এখানে বনের মাঝে একটু ফাকা দেখবেন সাগরের পাশে। সেখানে ভাংগা পট বিছানো, বেশ অনেক খানি জায়গা জুড়ে। অজস্র পট থেকে কিছু নেড়ে চেড়ে দেখলাম। এগুলোতে বৃটিশ আমলে পানি ফুটানো হতো। লবন উৎপাদনের জন্য। কোন কোন পট নতুন, কোনটাতে পোড়ানোর দাগ। আরেকটু সাগরের তীরের দিকে গেলে দেখা যায় পুরানো ইট। এখানে ইটের চুলা ছিল। বেশ কিছু আস্ত পট পাওয়া গেল এখানে।

Source: https://www.ldeo.columbia.edu/aggregator/sources/23


বৃটিশরা বাংলাদেশিদের ধরে এনে এখানে বাধ্য করত থাকতে। অনেকটা দাসের মতোন। ছেড়ে দিয়ে চলে যেত ৬ মাস বা ১ বছরের জন্য। বেচারাদের কোন নিরাপত্তা ছিলনা। ওরা বাঘের ভয়ে উচু জায়গায় বাসা বানিয়ে থাকত। বনের ভিতরে এখনও তার প্রমান পাওয়া যায়। তবে আমরা এত গভীরে যাইনি।

এই জায়গাটি সর্ব সাধারনের জন্য উন্মুক্ত। যে কেউ এখানে এসে পট নিয়ে যেতে পারেন (সুভেনিয়র হিসাবে)। এক সময় হয়তো দেখা যাবে, একটা পটও নেই। 


Have you ever been to Katka? It is situated at the southern side of Sundarban (Mangrove forest). While walking through the jungle we found a wide open space near the beach. And we found hundreds of mud/clay pot on that open space. It was a huge space. From those pots I checked some. Some were broken, some were new (in good condition) and some has spot of fire. These pots were used to boil water from the sea to make salt at British era. They use to catch Bangladesh people to work where (Kind of slave) and keep them here from 6 to 1 year. Those people didn't have any protection from this jungle. They use to build home little higher for the safety from tigers. We didn't go deep jungle to see their houses.

Source: https://www.ldeo.columbia.edu/aggregator/sources/23


When we go little close the sea are we found some old bricks. These were use to make burners to hit water. We found some unbroken pot over here.

This place is totally open for anyone. So, anyone can take pots from here... may be as souvenir... I doubt someday people won't find anything over here.

[October 31, 2006]

এখন বেশি খুশি হতেও ভয় লাগে (I even feel fear to be happy now)

সব সময়ই দেখে আসছি, কোনো বিষয় নিয়ে সুখি হলেও, সেটা বেশিক্ষন স্থায়ী হয়না। তাই এখন বেশি খুশি হতেও ভয় লাগে. ভয় লাগে এই জন্যই যে কোনো অদ্ভুত কারনে আবার না সেটা কিছুক্ষনের মধ্যেই চলে যায়... যাকে বলে একেবারে ফুটো কপাল, যদিওবা ভাগ্যে কিছু থাকে তো সেটা সেই ফুটো দিয়ে চলে যায় :(

I have always seen, I can't feel happy for long moment. Somehow the reason of happiness goes away. Now a day, I even feel fear to be happy; don't know why it may go for ever... like always. In Bangla there is a proverb "Fortune with a hole", so no matter what you have in your fortune goes away through that hole...

Wednesday, April 22, 2015

প্রিয় কেউ পাশে থাকুক (Someone should stay beside me who cares)


[English version has given below]

একটা সময় ছিল। যখন নিজেকে তৈরি করছিলাম একা থাকার জন্য। বিষয়টা বেশ উপকারী তা এখন বুঝি। মাঝে মাঝেই দেখি, আমার পাশে কেউ নেই। যেখানেই যাই না কেন একাই যেতে হবে।

তারপরও মন চায়, প্রিয় কেউ পাশে থাকুক। সব সময় সাথে কাজ করবে ঠিক তা না। আমার আশে পাশে থাকলেও চলে। যখন এমন কেউ আশে পাশেও থাকে, হয়ত নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তারপরও আমার মন খুশিতে কিরকম যেন ভরে ওঠে। আপন মনেই হয়তো নাচতে থাকে। সে সময়, আমি যাই করিনা কেন, খুব ভালো ভাবে আনন্দের সাথে করতে পারি। হয়ত যার জন্য এতো আনন্দ, সে টেরও পায় না...

উদাহরণ দেই, যেমন ব্লগে কাউকে কাউকে খুব ভালো লাগে, আমি যখন ওনলাইনে থাকি, তখন যদি তারাও অনলাইনে থাকে, খুব ভালো লাগে ব্লগে পোস্ট করতে, কমেন্ট করতে। অথচ তাদের সাথে কোন কথাও হয় না....

[১৮ ই অক্টোবর, ২০০৬]

Long time back, I prepared myself to stay alone. Now I understand, that was really very useful. Because sometimes I found myself alone, no one is there for me. Like I may need to go somewhere or have to complete a work, and I found myself alone and I knew I had to complete it like that.

But still my heart wants some company with me, whom I like. That person doesn't need to work with me always. They can just stay beside me. When that kind of person stays near me (May be they kept busy with their own work), don't know why my heart blooms with happiness. Like it (heart) started dancing inside me. On that time, no matter what kind of work I do, I do it with pleasure. And that person may not notice at all, for whom I am feeling like that.

Let me give you an example, in the blog I like some people. When I came online and I see them online too, I feel very good with blogging and commenting. Though I may not talk with them at all...

[October 18, 2006]

Tuesday, April 21, 2015

একটু আলাদা রকম নাস্তা (Little different breakfast)

ঘরে খুব সামান্য ময়দা আছে। ভাবলাম, এই দিয়ে রুটি বানালে পেট ভরবে না। নিমকপারা বানানো যেতে পারে। তাহলে আমি চা দিয়ে খেতে পারবো, আর শাফিন বিস্কুটের মতো খেয়ে নিবে। কিন্তু ময়দায় ভুল বসত: পানি বেশি হয়ে গেল। এতে তেল, লবন আর কালি জিরা মেশানোর পর বুঝলাম, এই দিয়ে আর যাই হোক, নিমকপারা হবে না। 

I found in my kitchen I have very small amount of flour.  I can't make ruti (Pan Fry bread) with it, because that won't be enough to fill our stomach. But if I make Nimokpara then I can take it with tea and my son can have it like biscuit. After starting making it, I found by mistake I have given more water than it's needed. I mix it with oil, salt and black seeds and understood, I can't make Nimokpara with it.



আর ময়্দাও নেই যে মিশাবো। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে ডুবো তেলে ভাজলাম। 

So, I have to make something else. I take small amount of mixed flour with spoon and fry it in deep oil till it became brown or reddish...



বেশ সুন্দর গোল গোল বিস্কুটের মতো হলো। খেতেও বেশ।  আমার সকালের চায়ের সাথে টা আর শাফিনের বিস্কুট নাস্তা হয়ে গেল.... :) শাফিন শুধু একবার মন খারাপ করে বলল, আমি ভেবেছিলাম তুমি চিকেন নাগেট দিচ্ছো নাস্তায় ....

Yeah, it became kind of round shape biscuit. It tastes good. I took it with my morning tea and Shafeen also liked it in breakfast. Though he said, I thought you are giving me chicken nugget in breakfast...


Saturday, April 18, 2015

সুখি মুখ (Happy face)


[English version has given below]

ঢাকা শহরের মানুষ নাকি খুব সুখি. রাস্তায় যখন বের হই, যে কয়টা মানুষের মুখ দেখি, দেখে মনে হয় খুব সুখে আছে। তবে প্রেমিক-প্রেমিকাকে যখন এক সাথে দেখি, এরা সব সময়ই সুখি, তা সে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন। যেমন, বাস কাউন্টারে যখন দাড়াবেন, বাসের দেরি হলে সব মানুষ মহাবিরক্ত মুখে দাড়িয়ে থাকে, তবে টোনাটুনিকে দেখবেন, এতো বিরক্তির মাঝেও সুখি মুখে গুটুর গুটুর গল্প করছে। ভালই লাগে, কেউ তো সুখি! তবে এর কারন পুরোপুরি ব্যাক্তিগত।

কিছুদিন আগে গাড়িতে ফেরার সময় দেখলাম, দুজন নিম্নবিত্ত (পোষাক দেখে আন্দাজ করলাম) মহিলা যাচ্ছেন। দুজনের হাতেই নতুন বড় জালি চামুচ (ভাজাভুজি করা হয়ে যে চামুচ দিয়ে)। তবে চামুচের মান মনে হলো ভালো না। দুজনেই চামুচ ধরে দেখছে, নিজেরা কথা বলছে, খুব খুশি মুখে, অনেক কষ্টে হাসি চেপে আছে। মনে হলো খুব কম দামে হঠাৎ পেয়ে গেছে, দুজনে দুজোড়া কিনে নিয়েছে।
ওদের সুখি মুখ দেখে এতো ভালো লাগল। কত সামান্য বিষয় নিয়েই না দুজনে কত খুশি! :)


From a survey it’s been said the people of Dhaka city are very happy. When I go out, on road, the faces I have been watched are seems having happy life. Especially love birds. They are always happy, no matter how the situation is. For example, in a bus counter people are waiting for the bus, it was very late, you will see disappointment on every person's face but the love birds. After all these harassment of bus schedule they will find a corner and keep talking with each other with a happy face. You know what, its looks really cute. At least some people are happy, though the reason is totally private.

Few days back, when I was returning home from office, I saw two lower class (guessed it from their cloths) women were walking together. Both of them were holding two big strainer spoons (use to fry). The quality of the spoons wasn't so great, but they were very happy, can't stop laughing and walking and talking... seems both of them got it in discount from any place, so each of them bought two spoons.

I felt really good to see those happy faces. For a very tiny issue they became so happy! :)

[October 13, 2006]

Friday, April 17, 2015

বৌয়ের ছবি ব্যবহার করে ফেসবুক প্রোফাইল বানান (Creating Facebook account by using your wife's picture)

অনেকে আছেন যারা ফেসবুকে স্ত্রী আর বাচ্চাদের ছবি দিয়ে বৌয়ের নাম প্রোফাইল খুলেন। এরপর পরিচিত অপরিচিত সকলকে বন্ধু বানান। কথা বলেন (মহিলা সেজে). নিয়মিত ছবি দেন বউ বাচ্চার। কেউ ভাবতেও পারবেনা এটা আসলে কার আইডি।

কেন এমন করেন? বউকে সন্দেহ করেন? দেখতে চান অন্যের সাথে তার কি সম্পর্ক? মেয়ে সেজে পরিচিত ছেলেদের দেখতে চান, তারা কে কি রকম আচরন করেন? মেয়ে সেজে মেয়ের সাথে গল্প গুজব করতে চান? মতলবটা কি?

I get to know about some men who create Facebook profile by using wife and kid’s picture. Off course they used their wife's picture as the profile picture and gave gender status female. Then they add friends all known and unknown persons. They talk with them as they are woman. They adds new pictures of their wife and kids regularly. Nobody can guess that this is actually a male.

Why do you do like this? You think your wife is cheating? Someone is trying to hit your wife? You want to see what other men do while talking with a girl? You want to talk with girls by becoming a girl? What's your intention?

Thursday, April 16, 2015

গুনবান বাবার ছেলেও কি খুব গুনবান হন? (Does a talented father's son also become talented?)


[English version has given below]

গুনবান বাবার ছেলেও কি খুব গুনবান হন? এমন সব সময় হয়না। দেখা যায় একটু গুন হয়তো পায় ঠিকই, কিন্তু বাবার বা মার মতোন সেই অসাধারণ মেধার কিছু ছেলেমেয়ের মধ্যে আসে না। একটা উদাহরণ দিছি, আমার নানা প্রচন্ড পরিশ্রমি ছিলেন। বাইসাইকেল চালিয়ে ফরিদপুর থেকে ঢাকা চলে আসতেন। অথচ আমার মেজমামা শুধু আলসেমির কারনে তার ব্যবসা চালাতে পারলেনা।

তবে একটা জিনিস আমি দেখেছি, শুধু গুন থাকলে হয়না। সেটা পরবর্তি জেনারেশনের কাছে দেয়ার মতোন ক্ষমতাও থাকা লাগে। নানার সামনে কেউ কোন কাজ করতে পারতনা। নানা ক্ষেপে যেতেন সবার আনাড়ি কাজ দেখে, তারপর নিজেই করতেন।

আমি নিজে ছোট থাকতে দেখেছি। আমার খালাত বোন পাট নিয়ে দড়ি বানাচ্ছিল। নানা ঘরের জানালা দিয়ে কিছুক্ষন দেখে এক ঝাড়ি মারলেন "ওমবাই করতে হয় নাকি, এই দিকে নিয়ে আয়"। আশা আপা দড়িদড়া নানাকে দিয়ে দিল। নানা নিজেই বুড়ো বয়সে দড়ি পাকাতে লাগলেন। আশা আপা কিছুক্ষণ দেখে, কোথায় যেন চলে গেলেন।


Does a talented father's son also become talented? Well it doesn't happen always. Sometimes children inherit some quality but not like their parent. Let me give you an example. My grandfather (Maternal) was very strong and good skilled person. He was a very hard working person. He used to make journey from Faridpur to Dhaka by riding his own bicycle. But his second son couldn't succeed in business only because of less attentive in work.

But one thing I have noticed, having talent isn't everything, you have to have quality to pass it to your next generation. Let me give you an example. 

We all knew nobody could work in front of my grandpa. He used to become very angry with others less skilled work, so he did it again by himself.

Even I have seen this. When I was a kid I have seen my cousin (maternal) was trying to make a rope with jute. My grandpa saw this for some second then screamed, "Is this the right way to make a rope, bring it to me!" My cousin sister Asha brought everything to my grandpa. The old man started making the rope by himself. My cousin stood there for some minutes then go away. Learning process ended.

[October 03, 2006]

প্রকৃতি থেকে বিনা পরিশ্রমে পায় বলেই ধরে নিয়েছে সব সময়ই পাবে (They get it from nature, so take it for granted)

[English version has given below]

ভৌগোলিক কারনে বাংলাদেশের আবহাওয়া বেশ ভালো। এখানে সারা বছরই প্রচুর বৃষ্টি পরে. এখানকার বৃষ্টির পানি পরিস্কার (দুষন মুক্ত). বাংলাদেশের মধ্যে প্রবাহিত হচ্ছে প্রচুর নদী. এবং অধিকাংশই মিষ্টি পানির নদী.

এরপরও এদেশে রয়েছে সুপেয় পানির অভাব. কারন মানুষের সচেতনতার অভাব. যেহেতু প্রকৃতি থেকে তারা বিনা পরিশ্রমে সব সময় পানি পেয়ে আসছে, তাই এর গুরুত্ব অনেক কম এদেশের মানুসের। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নদী নালা সব ভরে ঘরবাড়ি, রাস্তা এসব তৈরী করে যাচ্ছে। নদীতে যত্রতত্র নানা আবর্জনা ফেলছে। ফসলের কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে পড়ছে। নানা কলকারখানার বিষাক্ত পদার্থ নদীতে ফেলা হচ্ছে। পানির প্রবাহ কমে যাওয়ায় নদীতে পলি জমে নদী ভরে যাচ্ছে। ইত্যাদি নানা কারনে নদীর পানি ধীরে ধীরে দুর্লভ হয়ে উঠছে।

সব শহরের মানুষই তাই পানির কস্ট পান। এদিকে প্রচুর বৃষ্টিপাত হলেও এর পানি ধরে রাখার কোন ব্যবস্থা এদেশে নেই. শহরে প্রচুর বড় ভবন আছে।  এখানকার ছাদকে আমরা সহজেই পানি ধরে রাখার জন্য ব্যবহার করতে পারি। মজা পুকুর গুলো পরিস্কার করে, আরো গভীর করে পানি ধরার ব্যবস্থা করতে পারি। এমনকি বাড়িতে বাড়িতে বালতি বোল দিয়েই পানি ধরে রাখতে পারি, কিন্তু এসবে এদেশের মানুষের আগ্রহ নেই। অথচ সবাই পানির কষ্ট পাচ্ছে।

Because of geographical location Bangladesh got God gifted good weather. Whole year we have rain here. The rain water is clean and healthy (no chemical). Lots of river and channel are passing through Bangladesh and most of their water is good (not salty).

But still people of this country faces drinking water (fresh water) problem. Though they use to get water from nature without any work, they take it for granted. So, they are not aware to save good water. As population is growing very fast in this area people are covering many low land or pond to make houses and roads. Here people are throwing all dirt into the river (including dead cow), rain water drains all pesticide to the water, even chemicals from the factories also dump into the river. River flow current reducing day by day, which drops mud on river basin. So, for many reasons clear water is becoming rare to this country.

As a result, all cities are facing water problem. But still people are not taking any initiative to catch rain water. In the cities there are many big and wide buildings; people can easily use these roofs to catch rain water. People can clean ponds and other water holder to hold enough water for their needs. Even at homes people can hold water simply by using big bowls. But people are so use to get water from nature that they don't even think to utilize nature's water or store for dry season.

Friday, April 10, 2015

প্ল্যানিং এর সুবিধা (Benefits of planning)

[English version has given below]
রান্না করতে মজাই লাগে, তবে সময় পাইনা। সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাপারটা খুব কঠিন মনে হয়। কোনটাতে কখন, কি , কি পরিমানে, কিভাবে দিতে হয়, এটা মনে রাখাটা খুব কঠিন মনে হয়। হয়ত কয়েক বছরে একটা আইটেম রিপিট করতে যাই বলেই তালগোল পাকিয়ে যায়।

কিছুদিন আগে হঠাৎ রান্নার অনুরোধ পেলাম। বেশ ভড়কে গিয়েছিলাম, কি করে কি করবো! যাই হোক পাশ থেকে একজন খুব সাহস দিল এবং সাহায্যও করেছে পরে অনেক। আমি যে আইটেমগুলো করলাম সেটা হলো পোলাও, পটল ভাজা আর সালাদ। খাবার গুলো খাওয়া গেছে, অন্তত: ফেলে দিতে হয়নি। যা বলার জন্য এতো বড় ভুমিকা....


রান্না শুরু থেকে টেবিলে গুছিয়ে দিতে সময় লাগল ১ ঘন্টা (অনেক পাকা রাধুনির কাছে এটা কিছুই না)। বাড়ির লোকজন খুব অবাক হয়ে গেল, এতো তাড়াতাড়ি কি করে এই আনাড়ি সব করলো? আসলে প্রজেক্ট ম্যানেজার হবার পর থেকে সারাক্ষন প্ল্যানিং এর উপর কাজ করি। ফলাফল হলো এখন সব কিছু প্ল্যান করে করি। রান্নার সময় কি কি লাগবে, কোনটার পর কোনটা করবো, কোন কাজটা চুলায় দিয়ে অন্যকাজ করা যায় এই সব মনে মনে আগেই ঠিক করে ফেলেছিলাম, তাই কাজ শুরু করার পর, এক মুহুর্ত থেমে থাকিনি, 2 চুলোই একসাথে চাল দেয়া, পানি গরম, পটল ভাজা, ডিম সেদ্ধ (ডেকোরেশন এর জন্য) একের পর এক করেছি, সাথে পটল সাইজ করা, সালাদ কাটা এসব চলেছে।



I like cooking but don’t get enough time to do so. Main problem is I think it’s a tough job. I thought it’s really very difficult to memorize in which item, what ingredients you will add and in which amount. Generally I had to repeat one item after several years, so it became more difficult to remember how I cooked it before.

Few days back, suddenly I got a request to cook for some people. I was really shocked… by thinking what and how will I cook. Anyway one person was there to give me courage and later stayed beside me and helped me a lot in cooking. 


From starting cooking to serve I took only 1 hour (well for some expert it might be nothing). People of that house became really surprise how this new chef did all these in this short time. Actually after becoming a project manager I always stay on planning. So, before starting cooking I had planned, what are the items I will cook, what are the ingredients I will need and how to prepare them, which item will go on heat first, which need time to cut etc. So, I didn’t stop for a second, just keep working on giving rice on heat, hot water, frying pointed gourd , boiling egg (for decoration), preparing salad etc one after another.

Thursday, April 9, 2015

Permanent brain damage (মনের মধ্যে একটা স্থায়ী ক্ষতি)- updated

[English version has given below]

"ফিফটি শেডস অফ গ্রে (50 shades of grey)" ছবিটি দেখার আগেই আমি এর অনেক বদনাম আর কিছু সুনাম শুনেছিলাম। ছবিটি দেখে আমার যা মনে হলো, এখানে একটি ছেলের জীবন দেখানো হয়েছে, তার প্রেমিকার চোখ দিয়ে। ছেলেটির যখন ১৫ বছর বয়স, তখন তার মায়ের বন্ধু, তার সাথে এক ধরনের সেক্স গেম খেলা শুরু করে. যেখানে সে ছিল সেক্স স্লেভ। যা চলেছিল ৬ বছর পর্যন্ত। পরবর্তিতে ছেলেটি জীবনে অনেক প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু তার মনের মধ্যে একটা স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছিল। ফলে পরবর্তিতে সে মেয়েদের যতই ভালবাসুক না কেন, তাদের সেক্স স্লেভের মত কস্ট দিয়েই সে প্রকৃত আনন্দ পেতো। 

আমি এক জায়গায় সত্যি ঘটনা শুনেছিলাম। একটি শিশুর সাথে তার কোনো চাচা নিয়মিত সেক্স করতো। ছেলেটি বড় হবার পর, তার মা জানতে পেরে সেটা বন্ধ করতে এবং ছেলেটিকে এসব থেকে বাচাঁতে সক্ষম হন. কিন্তু ছেলেটি বলেছে, তার মনের মধ্যে কিছু একটা হয়ে গিয়েছে. তাই সে হয়তো কোন মেয়েকে বিয়ে করে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না.

আমি একাধিক ছেলের মুখে শুনেছি, তাদের ১৬/১৭ বয়সে, পাশের বাড়ির ভাবি তাদের সাথে সেক্স করেছে. এটা নিয়মিত করা হত বছরের পর বছর. পরবর্তিতে তারা ওই মহিলার কাছ থেকে বের হয়ে আসলেও, বিষয়টি তাদের মাথার মধ্যে গেথে গিয়েছে. ফলে তারা আর মেয়েদের শরীর ছাড়া থাকতে পারেনা. সব সময়ই মেয়েদের পটিয়ে তাদের বিছানায় নিয়ে যায়. বিয়ের পর তাদের জীবন কেমন কাটছে এটা আমি জানিনা. কখনো কখনো দেখা গিয়েছে অনলাইন ঠিকই মেয়েদের সাথে....

কিছু কিছু ছেলে প্রাইমারি স্কুলে থাকতেই বন্ধুদের মাধ্যমে পর্ন দেখা শুরু করে। ফলে এরা নিয়মিত ভাবে পর্ন দেখে উত্তেজিত হয় আর মাস্টারবেট করে। বড় হয়েও তাদের মধ্যে এই একই কাজ করতে দেখা যায়। নারী দেহের ভাজে আর আনন্দ না খুঁজে পর্ন দেখে উত্তেজিত হওয়াটাকেই উপভোগ করে আর উত্তেজিত হয়ে গেলে শুধু নারীর কাছে গিয়ে.... বাস্তবে এরা নারীকে ঠিক ভাবে আনন্দ দিতে পারেনা (আগ্রহ বোধ করে না).

একারনেই আমি মনে করি প্রতিটি বাবা মারই উচিত বাচ্চার প্রতিটি বিষয়ে লক্ষ্য রাখা. সব সময় সম্ভব না হলেও যখনি সম্ভব তখনি খেয়াল করা তারা কি করছে, সেটা ঠিক কিনা. না হলে সুন্দর ভাবে বুঝিয়ে ফিরিয়ে আনা. শুরুতে থামাতে পারলে সমস্যা অনেক খানি ঠিক করে ফেলা সম্ভব

Before I have seen the movie “50 shades of grey” I have heard many negative and few positive review of this movie. I was really curious to see what’s in this movie. What I understood is a boy’s mother’s friend had destroyed a boys mind before he grows up properly. She made a permanent brain damage. See, when he was 15 years old boy, he started to play a like a sex slave with his mom’s friend and this continued for 6 years. Now he grown up and became a successful man but still he couldn't get over that type of sex. So, no matter how much he loves a girl, his main pleasure comes by hurting her like a sex slave. This permanent brain damage can’t be recovered.

I have seen a true story of a boy, who had been fucked by his uncle from childhood to adult. Finally his mom gets to know about it and rescued the boy. But that boy said something happened with his mind and he can’t marry a girl and live a social life. The brain is damaged permanently. 

I have heard this from more than one boy that they had been doing sex from 16/17 years old by neighbor’s wife. Here she was the main player. Later those boys get rid from those women but the brain is already damaged that they can’t stay without fucking a girl. So, they always hunt girls, make them feel love and then do room sex. I don’t’ know how are their life after marry, but they said, their brain is damaged permanently that they can’t think about anything else, though they are successful in their career. Some of them trying to make sex talk online...

In early school days some boys started watching porn movies. Then they learn to watch and get excited and masturbate. When they grow up some of them don't have much interest to about woman body. They have no energy to search the love feeling on every curve of the body but watch porn movie. So they watch porn to get excited and then fuck their girl. Actually they are not giving any pleasure to their girls.

Sometimes in childhood or in teenage, boys became victim of some mentally ill people. And then they made permanent damage to the boy’s life also… My suggestion is to the parent is keep an eye on your kid always. If you can’t then whenever you get time, take a look, what exactly are they doing? Is it right or wrong? Make them understand and try to keep them busy in good work. If you can’t stop it at the beginning later nobody can bring them back to the normal life.

Wednesday, April 8, 2015

সুখের গান (Happy songs)


[English version has given below]
আমাদের দেশের মানুষের মনে হয়, দু:খ বিলাস আছে। এ কারনে এরা শুধু দু:খের গান শুনতে পছন্দ করে। আমি মনে করি, এমনিতেই  আমার দু:খ কম নেই, যে গান শুনে আরো বেশি করে মনে করতে হবে আমি কতটা দুঃখী। 
কিছুদিন আগে হাবিবের "ভালবাসব বাসবরে বন্ধু, তোমায় যতনে" (কথা ভুল লিখতে পারি, ভালো মতোন শুনতে পাইনি রেডিও 2ডেতে) গানটা শুনলাম। খুব ভালো লাগল। আমার ধারণা ছিল, বাংগালি প্রেমের গান বলতেই বুঝে "বুকটা ফাইট্টা যায়" টাইপের দু:খের গান।

[২২ শে সেপ্টেম্বর, ২০০৬]

I think, our country people like to bring sorrow in their mind. That's why most of them like to hear heart breaking (sad) songs. I believe I have enough sorrow in my life, so no need to listen sad songs to feel it more.

Few days ago I heard a song of Habib "Bhalo basbo basbore bondhu, tomay jotone (I'll love you with care, darling.)" at radio 2day. I liked it very much. I thought Bangladeshi people only knows love songs which is heart breaking like "Bukta faitta jay (My heart breaks in parts)".

Tuesday, April 7, 2015

পেট্রল দিলেই আমার গাড়ি চলবে (My car will run if I just put some petrol in it)


[English version has given below]

শাফিনের (আমার ৬ বছরের ছেলে) একটা বড় গাড়ির খুব সখ। যেখানে ও নিজে বসে চালাতে পারবে। পা দিয়ে ধাক্কা দিয়ে বা প্যাডেল ঘুরিয়ে চালাতে হবেনা। ওর খেলনা গাড়ি অনেক আছে, কিন্তু ও বসে চালাতে পারে এমনটা নেই। ওর সবচেয়ে বড় লাল গাড়িতে বসে পা দিয়ে ধাক্কা দিয়ে বা ঠেলে ঠেলে চালাতে হয়। 

শাফিন দেখেছে, বড় বড় খেলনার দোকানে এক ধরনের গাড়ি পাওয়া যায় যা ব্যাটারিতে চলে. এসবে বসে বাচ্চারা নিজেই ঘরের ভিতরে গাড়ি চালাতে পারে। আমাকে অনুরোধ করেছে কিনে দেয়ার জন্য। আমি যথাসম্ভব ওর সব কথাই রাখার চেষ্টা করি। কিন্তু এ বিষয়ে এখনও সাধ আর সাধ্যের মিল করতে পারিনি।

একদিন আমার কাছে এসে বলল, "আম্মু আমাকে কিছু পেট্রল কিনে দিও"
আমি বললাম, "পেট্রল দিয়ে তুমি কি করবে?"
শাফিন, "আমি আমার গাড়িতে (যেটা পা দিয়ে ঠেলে চালাতে হয়) ভরে চালাবো। পেট্রল দিলে আর পা দিয়ে ঠেলা দিতে হবে না."

Shafeen (My 6 year old son) wants a big car for years. Where he can sit and run it. And he won't need to push it by his leg. Now he has many toys of cars, but none of is like that where he can sit and drive. His biggest toy is one red car where he can sit and then he had to drive it by pushing his leg on the ground.

Shafeen has seen in big toy stores, they are many big cars where kids can sit and drive (Need battery). He requested me to buy one for him. Generally I try to keep his entire request... but here still I couldn't manage enough money for it.

One day He came to me and asked me to buy some petrol for him. I surprise and asked, "Why?" He replied, he will put some petrol inside his red car then the car will run itself (He won't need to push it)...

Sunday, April 5, 2015

জ্যাকি চ্যানের ইন্টারভিউ (নিজের সম্পর্কে) (Interview with Jackie Chan about his life)


[English version has given below]


সিমি আগার ওয়ালের একটা অনুষ্ঠানে জ্যাকি চান (অভিনেতা) এসেছিলেন। তার সেই ইন্টারভিউয়ে জ্যাকি চ্যান খুব সাবলীল ভাষায় নিজের জীবনের প্রেম এর অনুভুতি নিয়ে বলেছেন। সিমি বললেন, আপনি হংকং এ এসে প্লে বয় হয়ে গিয়েছিলেন। জ্যাকি সোজা হয়ে বসলেন, বললেন, দেখুন আমি প্লে বয় হইনি, আমাকে বানানো হয়েছে। মেয়েরা নিজেরা যেচে যেচে আমার কাছে আসে, মিশে। আর আমি তখন প্রেম কি এ সম্পর্কে কিছু জানতাম না, এটা কে ফান হিসাবে নিয়েছিলাম। সাথে সব সময় ৬টা বডি গার্ড ছিল। মেয়েরা আসত ডেটিং এ যেতাম। বাস আবার অন্য মেয়ে আসত আবার ডেটিং এ যেতাম, এই ছিল জীবন।
একদিন এক বিশেষ মেয়ে (যে এখন জ্যাকির সহধর্মিনী) ডেটিং এ যেতে চাইলো। সে জ্যাকিকে ভালবেসে ফেলেছিল, কিন্তু জ্যাকির এ বিশেষ অনুভুতি সম্পর্কে কোনো ধারণা ছিলনা। জ্যাকি রাজি, বলল চলো। মেয়েটা বলল, শুধু তুমি আর আমি, আর কেউ না (বডি গার্ড বাদ)। জ্যাকি তাতেই রাজি। মেয়েটা একটা ফ্রেনচ রেস্টুরেন্টে নিয়ে গেল। মেনু দেয়া হলো, জ্যাকি মেনু দেখে এক বর্ণ বুঝলোনা। কিন্তু মেয়ে খুব গর্বের সাথে সব কিছু ঠিক করছিল কি অর্ডার দিবে, কিভাবে খাবে। জ্যাকির কি যেন হলো। বলল, না আমি ওর্ডার দিব। যা মনে হয় তাই ওর্ডার দিল। স্যুপ আসার পর বোল ২ হাতে ধরে এক চুমুকে সব খেয়ে ফেলল। মেয়েটাকে দিলই না, ধুম ধাম করে বেশ সব খাবার খেল, অশিক্ষিতের মতোন।
তারপর মেয়েকে বলে দিলেন, বাস, আর না, তোমার সাথে আর কোন কথা না, কোন যোগাযোগ না..।
জ্যাকি বলছিল, আমার তখন কোন বোধ ছিলনা, আমি জানতাম না প্রেম কি...

[এই পর্যন্তই দেখেছি, তারপর কারেন্ট চলে গিয়েছিল।]


Simi Agaroyal use to make a program on taking interviews of stars regularly. One day she brought Jackie chan (actor) in her show. On that show this big start told very easily about his love feeling....

Simi asked, "You became a play boy when you arrive at Hong Kong". Jackie moved and sits straight and replied, "Nope, I didn't become a playboy, girls made me like that. They use to come to me and we go to the dating. I always had 6 body guards with me. I had no idea what is love, how can this be felt. I took this as fun. In between this time my girl met me (Now she is his wife). I have no idea about her feeling so I took her as a regular girl. She wanted to take me to a date, I agreed. She said just you and me, no body guards. I agreed. She took me a French restaurant. I looked at the menu couldn't understand anything. She was very proud her knowledge. She took all responsibility what to order and how to eat. That made me felt something strange, I became so angry and told her, I will order the food. Then without any idea I had ordered some. When the food came I drunk the soup from the main bowl and eat all items like an illiterate man and didn't left anything for her. Then I said, OK girl that's it. I will not communicating with you anymore and please do not contact me ever. Actually I really didn't know what love can be on those days...." 

I saw only this much of the interview... then power failed....

Friday, April 3, 2015

Store your pictures before your hard disc crashes


It’s digital pictures era. Now a day, we don’t take analog pictures and so we don’t need to count how many pictures we had already taken and how many left. Photo quality has also increased.

But everything has some negative side. As we take digital pictures, it kept pictures in digital form in a soft copy. So, if you want to put your pictures in photo album, we need to print and make a hard copy of the picture.

Who wants to make this extra job? So, we take pictures and store it in our hard disc. I did the same. But one day for some reason my hard disc crashed. I have lost all the pictures. It really hurts when I had lost all of my collection.

So, my request is, if you like to take pictures then please use DVD disc too to store them. Every month if you store your pictures in DVD disc then it will be a good routine work for your passion and safety of your photo collections. You can keep some on the online photo album too.