Wednesday, April 22, 2015

প্রিয় কেউ পাশে থাকুক (Someone should stay beside me who cares)


[English version has given below]

একটা সময় ছিল। যখন নিজেকে তৈরি করছিলাম একা থাকার জন্য। বিষয়টা বেশ উপকারী তা এখন বুঝি। মাঝে মাঝেই দেখি, আমার পাশে কেউ নেই। যেখানেই যাই না কেন একাই যেতে হবে।

তারপরও মন চায়, প্রিয় কেউ পাশে থাকুক। সব সময় সাথে কাজ করবে ঠিক তা না। আমার আশে পাশে থাকলেও চলে। যখন এমন কেউ আশে পাশেও থাকে, হয়ত নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তারপরও আমার মন খুশিতে কিরকম যেন ভরে ওঠে। আপন মনেই হয়তো নাচতে থাকে। সে সময়, আমি যাই করিনা কেন, খুব ভালো ভাবে আনন্দের সাথে করতে পারি। হয়ত যার জন্য এতো আনন্দ, সে টেরও পায় না...

উদাহরণ দেই, যেমন ব্লগে কাউকে কাউকে খুব ভালো লাগে, আমি যখন ওনলাইনে থাকি, তখন যদি তারাও অনলাইনে থাকে, খুব ভালো লাগে ব্লগে পোস্ট করতে, কমেন্ট করতে। অথচ তাদের সাথে কোন কথাও হয় না....

[১৮ ই অক্টোবর, ২০০৬]

Long time back, I prepared myself to stay alone. Now I understand, that was really very useful. Because sometimes I found myself alone, no one is there for me. Like I may need to go somewhere or have to complete a work, and I found myself alone and I knew I had to complete it like that.

But still my heart wants some company with me, whom I like. That person doesn't need to work with me always. They can just stay beside me. When that kind of person stays near me (May be they kept busy with their own work), don't know why my heart blooms with happiness. Like it (heart) started dancing inside me. On that time, no matter what kind of work I do, I do it with pleasure. And that person may not notice at all, for whom I am feeling like that.

Let me give you an example, in the blog I like some people. When I came online and I see them online too, I feel very good with blogging and commenting. Though I may not talk with them at all...

[October 18, 2006]

No comments: