Sunday, May 24, 2015

দুটি ঘটনা (Two situations)

[English version has given below]

ঘটনা ১:
৬ বছরের ছেলেকে নিয়ে মতিছিল গিয়েছিলাম। রিক্সায় ফেরার পথে সামনে এক ভ্যানওয়ালা হঠাত ব্রেক কষলো। আমাদের রিক্সা সেটা এড়ানোর জন্য হঠাত ডানে সরে রাস্তার মাঝখানে চলে আসল।  এদিকে কিছুক্ষণ আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম, আমাদের পিছনে একটা বাস আছে (লক্কর ঝক্কর মার্কা বাসের শব্দ খানিকটা দূর থেকেই বোঝা যায়). বাসটা অনেক কষ্টে হার্ড ব্রেক কসলো। আমি আমার রিক্সাওয়ালাকে বললাম, আপনি এইটা কি করলেন। অন্য রিক্সার সাথে ধাক্কা খেলে খুব বেশি হলে এক আরেকজনের ঘাড়ে পরবেন, কিছুক্ষণ গালিগালাজ করে মামলা মিটাবেন। কিন্তু বাসের সাথে ধাক্কা খেলে আপনার রিক্সার কি হবে?

একটু পরেই দেখলাম, আরেকটা রিক্সা ঠিক একই ভাবে একটা বাসের সামনে এসে চাপা খেল. পটাশ করে বিকট শব্দে রিক্সা ভেঙ্গে গেল। রিক্সাওয়ালা পরল দুই বাসের মাঝখানে। আমি ভয়ে শিউরে উঠলাম। আরেকটু হলে আমি আর আমার ছেলে পরতাম ওই অবস্হায়। যেভাবে রিক্সা ভেঙ্গে পরেছে, তাতে যাত্রী থাকলে কি অবস্হায় থাকত সেটা আর ভাবা যায় না...

ঘটনা ২:

শাফিন এখন নিজে নিজে গোসল করে। আমাদের শাওয়ারে একটা সমস্যা হওয়ায় ওকে বড় বালতিতে পানি ভরে গোসল করতে দিলাম। হঠাত মনে পড়ল, বাচ্চারা মাঝে মাঝে বালতিতে উপুর হয়ে পরে যায়। আবার ভাবলাম, আমার ছেলে যথেষ্ট বড় আর ও এতোটা অসাবধান না।  তারপর খেয়াল করলাম, বাথরুম থেকে বেশ কিছুক্ষন হলো পানির শব্দ আসছেনা। আমি গিয়ে দেখি, শাফিন মাথা বালতিতে ঢুকিয়ে উপুর হয়ে আছে।  আমি ভয়ে দৌড়ে গিয়ে ওকে তুললাম, বললাম, কি করছিলে। বলল, এভাবে মাথা ধুচ্ছিলো। আমি সাবধান করলাম, এভাবে আর করোনা, হঠাত পরে গেলে শ্বাস নিতে পারবেনা। ও সম্মতি জানালো।

আমার মনে হলো, হঠাত মনের মধ্যে বিপদের কথাটা না আসলে আমি আজ চেক করতে যেতাম না... আর.....

Situation 1:

I and my son went to Motijheel for some work. While returning home, suddenly a rickshaw van stopped in front of our rickshaw. To avoid collision our rickshaw puller takes right and takes the rickshaw at the middle of the road. But we knew there is a bus behind us, because for some times we heard the noise of its engine. The bus hard break and let us survive. I asked the rickshaw puller, why did you do this? If it hit another rickshaw at best you would have fall on him (another rickshaw puller), but what will happen if a bus hit your rickshaw?

After few minutes, we saw on the same road, another rickshaw came in front of same kind of bus and this time, the bus hit the rickshaw. I heard a big sound of breaking the rickshaw and the rickshaw puller fall in between two buses. On that moment I couldn't imagine, what would have happened if the rickshaw had passengers like us...? I really scared...

Situation 2:

Now a day Shafeen takes his bath by himself. As we have some problem with our shower, I give a big bucket with full of water for Shafeen. When he started taking bath I was in my bed room. Suddenly came in my mind, there are many kids who died just fall on bucket, because then they couldn't shout or move up. Then I thought, it's OK with Shafeen, because has grown enough to use a bucket. But I realize, it's been some time when I am not hearing any sound from the bathroom. I run to Shafeen and saw his body is bent and his head was inside the bucket and legs are on floor. I take him up and asked, what are you doing? He replied, I am washing my hair. I told, not to do this kind of thing again. 

I just felt if I didn't go the bathroom to check his situation, we never know what could have been happened....Allah may help us.

No comments: