Tuesday, May 26, 2015

যখন কারো কিচ্ছু ভালো লাগেনা (When people feel bore on everything)

[English version has given below]

আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা সব সময়ই বলে থাকেন, কিছু ভালো লাগছেনা, সব কিছুতেই বোর হয়ে যান। একটু খেয়াল করে দেখুন, এরা মূলত: কোনো কাজ কর্ম করেন না. যারা কাজে ব্যস্ত থাকেন, তারা সব সময়ই ভাবেন, একটু সময় পেলে বিশ্রাম নিতাম, কোথাও ঘুরতে যেতাম. খুব সামান্য আয়োজন করতে পারলেই তাদের খুব ভাল লাগে.

তাই পরামর্শ (নিজেকেও), যখনি মনে হবে, ধুর কিচ্ছু ভালো লাগছেনা, তাহলে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরুন. ধীরে ধীরে দেখবেন, আপানরও ভাল লাগছে, আর কাজটা করার ফলে সবারই উপকার হচ্ছে.

There are some people among us, who always feel bore on everything. They don't feel good with anything. Take a careful look on them, actually they don't do anything. People who stay busy with work, never feel bore. Though they always wish to have some time to take rest or go anywhere to enjoy relax time. No matter how small happiness they have, they enjoy it.

So, my suggestion is (to myself also), if you feel bore, then find a good work and give full attention on it. After a while you will see you are feeling better and as you are doing a work others will be benefited too.

No comments: