Tuesday, June 23, 2015

বিবাহের আনন্দ (The enjoyment of the marriage ceremony)


[English version has given below]

বিবাহ অনুষ্ঠানের  আনন্দ, কার বেশি হয়? অবশ্যই যার বিবাহ তার না। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। 
সাধারনত: আনন্দ বেশি হয় আত্মীয় স্বজনের। তারা কিভাবে আয়োজন করবে, কার কি দায়িত্ব হবে, কি কি দেয়া হবে, কি কি খাওয়া হবে, কয় রাত জাগা হবে, কি পরা হবে, যার বিয়ে তাকে কিভাবে সাজানো হবে ইত্যাদি ইত্যাদি। বিবাহের অনুষ্ঠানটা ওদেরই।
সবার আনন্দ দেখেও আনন্দ লাগছে।


Who enjoys most in a marriage ceremony? Not the bride or groom, trust me they don’t. Actually the relatives of bride and groom enjoy most. They enjoy every bit of the ceremony, like how to make over the bride, what will be food item, how to decorate, what will they wear, what are things that can be done etc. The enjoyments of the total ceremony are for them.
I felt happy, by watching these…

[March 10, 2007]

No comments: