Friday, July 3, 2015

লংকাউই দ্বীপের সর্বোচ্চ চূড়ায় (At the highest pick of Langkawi Island)



[English version has given below]

লংকাউই দ্বীপে ১দিন বেশি ছিলাম, কারন ফেরার সময় ফেরির টিকেট পাইনি। বাড়তি দিনটাতে "গোপাল ভার" আর "জানতে চাই" চাইলো হারিয়ে যেতে (ম্যাপ নিয়ে)। নতুন জায়গার অন্বেষনে।

লংকাউই এর সর্বোচ্চ চুড়ায় একটা পাওয়ার হাউজ আছে। আমরা সেটা দেখার জন্য রওনা হলাম। মেইন রাস্তা থেকে একটা গেট দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। গেটে কোন গেইট ম্যান নেই। মনে হলো এই রাস্তায় কেউ খুব একটা আসে না। এখানে শুরু হলো গোপাল ভারের ড্রাইভিং এর পরীক্ষা। তেল যাতে শেষ হয়ে না যায়, গাড়ির এসি বন্ধ করে জানালা খুলে দেয়া হলো। 

পাহাড়ের গা বেয়ে, এঁকে বেঁকে আমরা চলা শুরু করলাম। রাস্তার একপাশে পাহাড় আর পাহাড়ের জংগল। অন্য পাশে খাদ। মাঝে মাঝে বৃষ্টির পানি পড়ার ছোট ছোট ঝরনা। মাঝে মাঝে পাখির ডাক শুনছিলাম। কোথাও কোথাও রাস্তা ভাংগা। আর মানুষের আনাগোনার কোন চিহ্ন দেখলাম না। রাস্তা ঘুরে ঘুরে উপরে উঠছে তো উঠছেই। সেই সাথে বাতাসের তিব্রতা বেড়েই চলেছে। আর দেখা যাচ্ছে লংকাউই দ্বীপ, পাহাড়ের উপর থেকে। 

অনেকক্ষন পরে একটা গাড়ি চোখে পড়ল, সেখানে বেশ কিছু সাদা চামড়ার টুরিস্ট। ওরা নাকি কি একটা পাখি দেখার জন্য দাড়িয়েছে। আমরা জানতে চাইলাম গাড়িতে পাহাড়ের একেবারে উপর পর্যন্ত যাওয়া যাবে? ওরা জানালো যাবে। আবার শুরু হলো চলা। একসময় চূড়ায় পৌছলাম। 

ওখান থেকে পুরো দ্বীপটা আর পাশের দেশের বর্ডার দেখা যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল চারিপাশ। সাগর, সাগরের বুকে ছোট ছোট বোট, শহরে বাতি জ্বলছে। আসলে শহরে তখন সুর্য ডুবে গেছে। আমরা পাহাড়ে বলে কুসুমের মতোন বিশাল সূর্যকে দেখেছি । সবাই এখানে কিছু সুন্দর ছবি তুলল। দেখতে চাইলে "গোপাল ভার" কে বলুন। ওর কাছে আছে। পরে মনে হলো রাস্তায় তো লাইট নেই। আলো থাকতে থাকতে আমাদের গিরিখাত বেয়ে নামতে হবে। আবার নামলাম। 

সত্যি মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় যাওয়া উচিত।


We stayed at Langkawi Island one day extra, couldn't manage the return ticket of main land. In this extra day "Gopal Bhar" and "Jante chai" wanted to get lost in this Island (With a map). To hunt a new place where they never been (They had visited this Island for several times).

There is a power house at the highest pick of Langkawi Island (According to the map). From the main road we saw a narrow road started with a gate. The gate was open and there wasn't any security person. We guessed people don’t visit here regularly. Here the driving test started for "Gopal Bhar". To save fuel, we had turned off the AC and open all windows of the car.

Out journey started to running up to the hill, the road was narrow and it moves according to the hill's design. One side of the road has hill with its forest and other side of the road is open. We saw many small streams. We could hear the birds noise from the jungle. We had to drive very careful because in some areas roads were broken. There were no sign of human. We were just moving round the hill and going upwards. We could feel the force of wind is also becoming strong. And we could see the Langkawi Island like a eagle.

After driving for a long time, we saw a car, where some while people were gathered. They a strange bird, so stopped to see it again. We asked, can we go at the top with a car. They replied, yes. So, again our journey started and finally we reached at the end of the road.

We came out from the car and look around. We can see the whole Island including the border of neighbor country. The whole area was very beautiful. We could see the sea, small boats, lights of the town etc. The sun was looking like a egg yolk. Everyone took some beautiful pictures with the sun. Then we remember that we don't have any street light on the hilly road, so we have to go down before sunset. So, we returned.

I think everybody we visit Langkawi should visit this place.



[April 29, 2007]

No comments: