Saturday, July 25, 2015

চাঁদের আলো দেখলেও মনে সন্দেহ হয় (Even we doubt when we see the moon light)

[English version has given below]

একটা সময় ছিল যখন ঢাকা শহরে ৫তলায় থাকলে আলো বাতাসের আর কোনো অভাব হতো না। এখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।  শুধু খালি জায়গা নয়, যাদের ৩/৪ তলা বাড়ি আছে, তারাও সেটা ডেভেলপারের কাছে বিক্রি করে দিচ্ছেন। ফলে সেখানে তৈরী হচ্ছে বহুতল ভবন। যেখানে চারপাশে বহুতল ভবন, সেখানকার বাসিন্দারা চাঁদ সূর্যের মুখ দেখতে পারেন কিনা সেটা জানা নেই। তবে আমাদের বাসার দুপাশে রাস্তা থাকায় কস্ট করে হলেও এক চিলতে আকাশ দেখা যায় বারান্দা দিয়ে। তারপরও সন্দেহ থেকে যায়। এই কারনে রাতে যদি বারান্দায় সাদা আলোর বন্যা দেখি তো আগে একটু পরীক্ষা করে নেই, এটা চাঁদের আলো তো? নাকি কারো বারান্দার উজ্জল আলো দুরে আমাদের বারান্দায়ও চলে এসেছে।

Once upon a time, people who use to live on 4th floor could get lots of sun light and natural air in the Dhaka City. But things are changing very rapidly. Now a day people who have 3/4 storied building, sale them to the building developers. And then the developers build high rise buildings or apartments. I don't know people who live in between those high rise buildings can see the sun or moon. But we are lucky in that sense, because we have road at two sides of our building. So, from Baranda we could see a bit of sky. But still whenever I saw moon light at night in our baranda first I check, is it from any other building's light or the moon somehow manage to came into our house...

No comments: