Tuesday, July 7, 2015

সব কাজ বিছানায় (Everything on bed)

[English version has given below]

শাফিনকে (৬ বছর) বিছানায় খেলনা ওঠাতে বারন করেছি। ওর খেলনার কারনে বিছানার চাদর একদিনে ময়লা ময়লা হয়ে যায়। অখুশি হলেও শাফিন এটা মেনে নিয়েছে। 

গতকাল দেখি পুরানো পেন্সিল-রাবার  রাখার ব্যাগ (যথেষ্ট ময়লা) বিছানায় নিয়ে, সব বের করে ঐগুলো দিয়ে খেলছে। আমার কথা রেখেও তার খেলা সে খেলে যাচ্ছে। আবার বোঝালাম, দেখো ব্যাগটা কতো ময়লা, এটা আর বিছানায় তুলোনা। মাথা ঝাকিয়ে সায় দিল।

এবার রোজায় শাফিন রাতে আর ঘুমাচ্ছে না। আমি রাত ১০টার  দিকে টেবিলে একবাটি নুডলস আর এক বাটি চানাচুর মুড়ি রেখে শুয়ে পড়লাম। শাফিন মেঝেতে বসে খেলছিল। আমি ঘুমিয়ে পরেছিলাম, প্রায় এক ঘন্টা পর শাফিনের নড়াচড়ার কারনে ঘুম ভেঙ্গে গেল, দেখি ও খাবার বিছানায় নিয়ে এসেছে। তবে বাটির নিচে বুদ্ধি করে একটা বই দিয়ে নিয়েছে। আর পানি মগে না এনে একটা পানির বোতলে ভরে এনেছে। ওকে কিছু বলতে গেলে আমার ঘুম আরো নস্ট হবে, তাই আর কিছু বললাম না। 

I have asked Shafeen (6 years old) not to bring any toy on bed. Generally he plays on bed with his toys. Because of this nature of my son, my bed sheet became dirty within a day. Though he (Shafeen) didn't like my suggestion but agree.

Yesterday I saw him bring an old bag (dirty) of pencil and rubber and playing on the bed. I really got angry but didn't show him any anger. I make him understand that this is a dirty bag so he shouldn't bring that on the bed. He shakes his head, that means OK.

This year Shafeen couldn't sleep at night in this Ramadan month. So, I put one bowl of noodles and another bowl of puffed rice with chanachur on the table and went to bed after 10 pm. He (Shafeen) was playing on the floor. After an hour I could feel his movement on the bed. I saw he brought all the food on bed. This time he put a book under the bowl and brought water in a bottle not in a mug. I didn't say anything to him because I didn't want to ruin my sleep any more.

No comments: