Sunday, July 19, 2015

সময়ের মধ্যে কাজ শেষ করার ফল (Result of finishing work in time)


[English version has given below]

কোন কাজ নির্দিস্ট সময়ে শেষ করার মতোন শান্তির কিছু আর নেই। মনের উপর কোন বোঝা থাকেনা। পরের কাজ নিয়ে শান্তি মতোন চিন্তা করা যায়। বা অবসর সময় কাটানো যায় নিজের মতোন।

তবে একটা সমস্যা আছে। আপনি যখন কাজ ঠিক মতোন শেষ করে রেস্ট নিবেন, তখন আপনাকে বলা হবে, কি ব্যাপার সাড়াদিন শুধু রেস্ট? একবারও ভাববেনা তা হলে কাজটা ঠিক মতোন শেষ হলো কি করে...

এরপর আপনি যতই ব্যাখ্যা দিন না কেন কি কি করেছেন, সেটা আর কেউ মনে রাখবে না।

আগে ভাবতাম লোক দেখানো কাজ করা ভালো না। এখন মনে হচ্ছে, এরও প্রয়োজন আছে।

[০৪ ঠা জুলাই, ২০০৭]

The thing that can give you most peace in mind is completion of work in time. It removes all burdens from mind. You can thing about your next work. And can take a break.

But there is big negative side of this situation. After completion of your work, when you are ready to take break, that moment people will say, "Do you spend your time like this whole day?" Will never notice if I did so, then who completed this work in such way.

Then no matter you try to make them understand what had you done, nobody will show any interest on that.

Previously I thought it's not good to show up your work. Now I thing, it’s actually needed...


[July 04, 2007]

No comments: