Tuesday, November 10, 2015

গান চর্চা (Practice singing)

[English version has given  below]

কে বলে বাংগালী অলস, সংগীত চর্চা করে না। আমি কিছুতেই এটা মানবো না। আপনি যদি মেয়ে হন তাহলে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন।
ধরুন খুব ভোরে উঠেছেন, সুন্দর একটা রাস্তা, দুপাশে বাড়ি আর বড় বড় গাছের সারি। পাখির হালকা কলতান শোনা যাচ্ছে। আপনার মন ভালো হয়ে যাবে। হালকা পায়ে আসতে আসতে হাটতে থাকুন। এবার কিছুদুর পর পর মানুষের গানের কলি শুনতে পাবেন। আপনার মন ভালো করতে না নিজের প্রতিভা বিকাশ করতে না আর কোন কারনে সেটা বলতে পারবোনা, তবে গান আপনাকে অবশ্যই শোনানো হবে। হিন্দি, বাংলা যে কোন ধরনের হতে পারে, আপনার দর্শন হওয়া মাত্র সুরের লহরী জেগে উঠবে। যাই হোক, এভাবে রোজ যদি সংগীত চর্চায় সাহায্য করেন তাহলে অদূর ভবিষ্যতে দেশে আরো বেশ কিছু ভাল শিল্পি পাবার সম্ভাবনা আছে। :P

[০৮ ই জানুয়ারি, ২০০৮]

Who says Bangladeshi people are lazy, don't practice singing? I won't agree at all. If you are a girl you can check it by yourself.

Like, you woke up early in the morning, then go out for a walk, on a beautiful road, you will see houses and trees beside the road. You might heard sweet tone of birds too. Your mind will feel refresh. Please keep walking. Then you will hear human noise (Some will start singing after watching you, no matter how bad their singing is). I don't why they do this to impress you or to show their talent, they will sing Hindi, Bangla or mixed song. Anyway may only for girls if they keep practicing their singing skill so there won't be left anyone but singer.

[January 08, 2008]

No comments: