Wednesday, December 30, 2015

বন্ধু (Friend)


[English version has given below]


শুনেছি, ছোট বেলায় নাকি আমি খুব মিশুক ছিলাম, যে কারো সাথে বন্ধুত্ব করতে পারতাম। আমার তো মনে পড়ে না। বরং সব সময়ই আমার মনে হয়েছে সব জায়গাতেই সবাই কিভাবে কিভাবে যেন গ্রুপ করে ফেলে, আমি একা হয়ে যাই। কারো সাথে কথা বলতে বা মিশতে আমার কোন অসুবিধা হয়না। তা সে যে ধ্যান ধারনারই হোক না কেন। তাহলে যখন সবাই দল বানায়, আমি কোথায় থাকি?
এইচ এস সি পাস করার পর কলেজে কিছু বান্ধবি, (যারা একসাথে স্কুলেও পড়েছিল,) এক জায়গায় হলাম। কথায় কথায় বললাম, কিভাবে বান্ধবী বানাতে হয়? রপি বলল, এটা কোন ব্যাপার? একজনকে টার্গেট করবা, তারপর তার কাছে গিয়ে পিঠের উপর বিশাল এক থাবরা বসিয়ে দিয়ে বলবা, আরে দোস্ত! কি খবর? তারপর ঐ মেয়ে যেখানে যায়, সব সময় পিছে পিছে সেখানে যাবা। বাস বন্ধু হয়ে গেল। তারপর ও যাদের সাথে মিশবে, তোমারও তাদের সাথে মিশা হয়ে যাবে। হয়ে গেল দল।
আইডিয়া পছন্দ হলো। তবে একটু সেনসর করে পিঠে বাড়ি দেয়ার চিন্তাটা বাদ দিলাম। ইউনিভার্সিটিতে এভাবে আমি বন্ধুত্ব করার চেষ্টা করলাম। চেষ্টা সফল হলো। আমরা ৩ বান্ধবী সব সময় এক জায়গায় থাকতাম।



I have heard, I was very good in making friends. I could make friendship with anybody. Well, I can't remember that. What I found, everywhere all people soon make their own group and I left alone. I really don't have any problem to talk with anything about any subject. I don't create trouble about what they think. Then when they made their group why I became left out?

After passing HSC exam, some of my school classmates enrolled in the same college. One day we were talking together and I asked, how to make friends? Ropi replied, "It's not a big deal. First target one, then you should go to them and hit on their shoulder (Back side) and say, hey friend. then go with them wherever they go. Soon their friends will become your friends too." I liked this idea. Well, I had to make little sensor about hitting on someone.

In the University, I have applied this method and you know what, it worked. On those days, we 3 friends always use to stay together.

[January 29, 2008]

No comments: