Tuesday, December 22, 2015

ঘুড়ির লাটাই ধরেছি (I had grip the kite’s reel)


[English version has given below]

যদি জিগ্যেস করেন, কখনও ঘুড়ি উড়িয়েছেন? তাহলে বলল, ঘুড়ি না উড়ালেও ঘুড়ির লাটাই ধরেছি।
৮ বছর বয়সে সোদি আরব থেকে ফিরেছি। চাচার বাসায় বেড়াতে গিয়ে দেখলাম চাচাত ভাই ঘুড়ি উড়াচ্ছে। আমাকে দেখে লাটাই দেখিয়ে বলল, এটা হাতে নিবে? ভাবলাম এ আর এমন কি। হাতে নিলাম, দেখে ঘুড়ি লাটাইয়ের উপর হালকা চাপ দিচ্ছে। তারপর বাতাসের টানে লাটাই ঘুরতে থাকল। এর মাঝে দেখি আকাশে মেঘ জমে গেছে। দু এক ফোটা পানি পড়ল গায়ে। অতএব লাটাই দিয়ে ঘুড়ি নামাতে হবে। চেষ্টা করলাম, কিন্তু লাটাই বিপরীত দিকে ঘুরল না। এদিকে বৃষ্টি না শুরু হয়ে যায়। ভাই নিজে হাত থেকে লাটাই নিয়ে কিভাবে যেন ঘুড়িয়ে ঘুড়িয়ে ঘুড়ি নামিয়ে ফেলল। ঐ প্রথম, ঐ শেষ। আর কখনও ঘুড়ি ওরানোর চেষ্টা করিনি..।
অনেক দিন পর বাসার ছাদে আম্মা আব্বা আমাদের নিয়ে ঘুড়ি ওড়াতে গেলেন। সম্ভবত: আমার ছোট ভাইয়ের সখ হয়েছিল ঘুড়ি ওরানোর। আমিও গেলাম। চুপচাপ ওদের কান্ডকারখানা দেখলাম। হাত লাগানোর সাহস হলোনা, আমি জানি আমার দৌড় কতদুর...

[২৪ শে জানুয়ারি, ২০০৮]

If you ask me, did you ever fly a kite? I will say no, but I had grip the kite’s reel once. When I was 8 years old, came from Saudi Arabia to Bangladesh. I went to visit my uncle’s house. I saw the roof my cousin brother is flying a kite. He asked me, will you like to hold the reel. I thought this can’t be a big deal, so I took it on my hand. Then I felt the wind is giving pressure on the kite and it automatically rolling the reel and getting away. By this time clouds started gathering on the sky, even some rain drops fall in our body. My brother said, roll back the kite. I tried, but failed. It was flying with wind pressure. Then my brother took the reel from my hand and roll back the kite (I don’t know how).

After a long time one day my dad and mom took us to the roof to fly the kite. I guess my younger brother wanted to fly a kite. I went with them too, but stayed alone at the corner of the roof and spend time by watching their work. I know, how good I am with flying kite, so never tried again…

[January 24, 2008]

No comments: