Monday, March 21, 2016

গাছের গুড়ির সিড়ি (Stairs made by log)


[English version has given below]

ফরিদপুরে নানা বাড়িতে দেখেছি পুকুর ঘাটে গাছের গুড়ি ফেলে সিড়ি বানাতে। গোল গোল গুড়িতে পা রেখে টাল সামলাতে ছোট বেলায় একটু অসুবিধায় পড়তাম। সব সময়ই মনে হতো এখনই পিছলে পড়ে হয় মাথা ভাংবে, না হয় সোজা পানিতে পড়ব। এখানে বলে রাখা ভাল আমি সাতার কাটতে জানিনাহ।
At my grandfather’s house (Maternal) in Faridpur, I have seen there were stairs made by log beside the pond. As those logs were round shape, I really faced trouble to keep my balance. Always felt I will slip down to the water. Well, I must confess here that I don’t know swimming.

ক্লাস টেন এ থাকতে বান্দরবনের নাইখংছড়ি উপজেলার বাইসরিতে গিয়েছিলাম। আমার ছোট মামা ওখানকার রাবার বাগানের ম্যানেজার ছিলেন। মামার সাথে রাবার বাগানে (বাগান মানে পাহাড়, পাহাড়ের গা জুড়ে রাবার গাছ লাগানো) গিয়েছিলাম। একটা পাহাড়ের চূড়ায় দেখলাম এক মগ পরিবার বাসা বানিয়ে থাকছেন। পাহাড়ের উপরটা চেছে সমতল করে এর উপর মাচা বেঁধে বাসা। সাথে নানা রকম ফল আর কাঠের গাছ লাগানো। ফলের মধ্যে পেপের কথা মনে আছে কারন ওরা পাকা পেপে খেতে দিয়েছিলো আমাকে আর মামিকে। যাই হোক মাচায় ওঠার জন্য ওরাও দেখলাম গাছের গুড়ি ব্যবহার করেছে। একটা গাছের গুড়িকে থাক থাক করে কেটে লম্বা করে মাচার সাথে লাগানো। ঐ কাটা জায়গায় পা দিয়ে মগ মেয়েদের দেখলাম ঘরে যাওয়া আসা করতে। ওখানে পা সোজা করে রাখা যায়না, জায়গা নেই, একটু বাকা করে রাখতে হয়। আমার সাহস হলো না ব্যলেন্স পরীক্ষা দেয়ার। মাচায় পা ঝুলিয়ে বসে রইলাম। মগ মেয়েদের দেখলাম, নড়াচড়ায় ওরা কোন তারাহুড়া করে না। মনে হয় নির্দিস্ট একটা লয়ে চলাচল করে, কাজ কর্ম করে। সেই লয়েই একপা দুপা দিয়ে গাছের গুড়ির সিড়ি দিয়ে ঘরে ঢুকছে বা বের হচ্ছে।



When I was in grade 10 I went to my uncle’s house (Maternal) at Baisori from Naikhonchhori, Bandarban. My uncle was the manager of a rubber plantation. I went to visit those rubber plants with my uncle (Here all plantation made on the slope area of the hills). When I reached the top of one of the hill I found a tribal family (Named Mog) made a home up on the hill. They first clear top the hill then made the house with wood. If you had ever seen these tribal houses, you must have noticed that they keep the first floor empty and their main house started from the 1st floor. To reach the main floor they had made stairs made by the logs. They cut stairs on a log and with this one log they made their stair. This log isn’t wide enough to put your full feet on it. So, when they use it they put their feet in especial angle. Well, I have seen Mog girls are working at the whole day, but they never do anything in a hurry. They move in rhythm and do all work in that rhythm. Even they are using those stairs with that rhythm. Well, I didn’t try to use it, I don’t have any interest to break my bones. I just sit on a high place and eat Papaya. They had planted papaya tree beside their house.


[Janury 31, 2008]

Monday, March 14, 2016

iPhone 5

People are fond of iPhones. I really don't have any craziness about it. After the dead of my last cell phone, I had to think to buy a new one. As all are talking about iPhone, I started looking for one for me too. I found iPhone 5 is now free (You have to give $15 and your phone bill per month). Seems good for me. So, I bought one.

Next day, I found the camera and flash aren't working properly. Again I had to go the customer care and spend my day in the mall to resolve this problem. Well, now things are going fine. But still it gave me a very better experience about iPhones.

Monday, March 7, 2016

ঝর্ণার পানিতে (In the spring water)


[English version has given below]

দার্জিলিংয়ে গিয়ে প্রথম যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটা হলো রক গার্ডেন (যদি ভুলে না গিয়ে থাকি)। একটা সুন্দর ঝরনাকে নিয়ে বড় একটা পার্ক করা হয়েছে। যা সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। মাঝে মাঝে রয়েছে কাঠের সুন্দর বেন্চ, বসার জন্য। পাথরের উপরও বসা যায়। ঝরনার উপর দিয়ে বেশ কিছু ফুট ব্রীজ রয়েছে। নিচে ছোট বড় নানা পাথরের মধ্য দিয়ে চলেছে ঝরনার পানি।

At Darjeeling, the first place we went to visit is called “Rock Garden”, if I didn’t forget the name. This garden is made by focusing on a beautiful spring. The garden is covered with beautiful flower . You will find some wooden sitting arrangement in between them. Well you can sit on the rocks too. The spring water running through the garden. You will find some foot over bridges over the spring water. If you stand over the bridge you will see the water is running over different sized stones.

আমি গরমের দেশের মানুষ। আমাদের দেশের ঝরনার পানির ঠান্ডা খুবই আরামের। শীতকালে কি হয় ধারনা নেই। এখানকার পানি বেশ ঠান্ডা। হঠাৎ পায়ে লাগলে চমকে উঠতে হয়। হাতে বেশ কিছু বোঝা ছিল, খাবারের আর গরম কাপড়ের। তার উপর রয়েছে স্যান্ডেল। এতো কিছু হাতে নিয়ে পানিতে নামতে বেশ অসুবিধা হয়। তাও নামলাম। পিচ্ছিল পাথরের উপর পা রেখে, হাতে বোঝা নিয়ে ব্যালেন্স করতে করতে পানিতে নামলাম। পানির স্রোত মনে হচ্ছিল ফেলে দিবে। "সামহোয়্যার আউট" খুব সহজে লাফিয়ে লাফিয়ে এক পাথর থেকে আরেক পাথরে চলে গেল। আমি পাথরের উপর এক পা দেই তো টলতে থাকি। বহু কষ্টে এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে গেলাম। তারপর ওকে বললাম , আর না। তারচেয়ে পাথরের উপর বসে পানিতে পা ভিজিয়ে রাখা ভাল । তাই করেছিলাম। তারপর সামহোয়্যার আউট এর হাত ধরে কোন মতে আবার তীরে ফিরলাম।

I am from tropical country. In Bangladesh, spring water is cold but comfortable. I don’t know what happens in winter. In Darjeeling, spring water is very cold. While visiting that place I had too many things on my hand, like food, warm cloths and off course my sleeper. It was really difficult for me to stand and keep balance on the rock in the spring water. I felt the current of the water may make me fall into the running water. I saw “Somewhereout” was jumping one rock to another very easily. I felt really trouble to go another rock from one. So, I said, that’s it. I better sit on the rock by keeping my feet into the water. It was really fun. Then came back with the help of “somewhereout”.

আপনারা কেউ যদি যান, তো অনুরোধ রইল সময় নিয়ে যাবেন। গেলাম, দেখলাম আর চলে আসলাম, এই যদি করেন তো (প্যাকেজে গেলে তাই করতে হবে) ঠিক মতোন জায়গাটার সৌন্দর্য উপলব্ধি করা হবে না।

If you want to visit that place, my request is go there by having enough time. Just go, visit and come back isn’t enough to feel the magic of the beauty (Well if you visit by package tour they will make your tour like that quick).

[৩০ শে জানুয়ারি, ২০০৮]

[January 30, 2008]