Monday, April 18, 2016

সাদরে গ্রহন (Warm reception)


[English version has given below]


কে না চায় তাকে সবাই সাদরে গ্রহন করুক। সেটা যেখানেই হোক না কেন। দোকান, অফিস অথবা ঘর যেখানেই যান না কেন, যদি দেখেন আপনি যাওয়া মাত্র সবাই হাসি মুখে আপনার দিকে তাকাচ্ছে, আপনাকে দেখে ছুটে আসছে, আপনাকে মিস্টি কথা বলে আপনাকে গ্রহন করছে নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনার। তাহলে যে কোন জায়গায় খুব সহজে আপনি মিশে যেতে পারবেন, কোথাও গিয়ে আপনার ভাল লাগবে, অচেনা হলেও অসস্তি বোধ করবেন না। আর যদি তার বিপরীত অবস্থা দেখেন? দেখেন সবাই মুখ কালো করে আছে, আপনাকে দেখেও কারো কোন বিকার হলো না, বরং দুরে সরে গেল, তাহলে? নাহ এতো খারাপ অবস্থা কারো জন্য কামনা করছি না। যদিও আমি নিজে বহুজায়গায় এইভাবে স্বাগত হয়েছি।

তবে কোনো জায়গায় এই হাসিমুখে এগিয়ে আসলেই বরং ভয় লাগে। যেমন, হাসপাতালে ছাড়া পাবার দিন যদি নার্স/ওয়ার্ড সিস্টার হাসিমুখে আসে (মানে টাকা পয়সা দিতে হবে), যে আপনাকে নানাভাবে হয়রানি করছে (সে হাসার মানে আপনাকে আবার কোনো ট্র্যাপে ফেলতে সফল হয়েছে)

[February 04, 2008]

Who doesn't want a warm reception? No matter which place it is, shop, office or home, wherever you go, if people welcome you with a smiley face and come near to you to welcome you, you will feel much better and you won't feel any hesitation to mix up with them. No matter how unknown they are. 

What happen if you see the opposite situation? Ever body made an unhappy face, they don't care who are you, go away from you, then? Well, I don't expect this for anybody. But I have faced this several times in several place.

But sometimes people smiley face may make you unhappy. Like in the hospital when you are going to take release (In Bangladesh) if nurse and word boy came in front of you with a smiley face (They want money), the person who is trying to let you down (If they smile that means you are in their trap now).

No comments: