Monday, May 30, 2016

আকাশ কুসুম কল্পনা (Build castles in the air)


[English version has given below]

কোথায় যেন পড়েছিলাম, "তুমি কল্পনা করতে ভয় পেয়োনা, যত খুশি আকাশ কুসুম কল্পনা করো। তারপর তাতে শুধু পিলার লাগিয়ে দেও, যেন পড়ে না যায়।" কথাটা খুব ভালো লেগেছিল।

হয়তো যার চাওয়ার অভ্যাস কম, সে কম পায়। অনেক চাইলে হয়তো বেশ কিছু পেতো।

ঢাকা ইউনিভার্সিটির জিওগ্রাফি এন্ড এ্যানভাইরনমেন্টের একজন প্রফেসর (ড: আব্দুর রব) ক্লাসে বলেছিলেন, "সবাই যদি নিজেকে বাঘ মনে করে, তাহলে যার সত্যি ক্ষমতা আছে সে হতে পারবে বাঘের মতো। কিন্তু যদি মনে না করো, তাহলে ক্ষমতা থাকলেও হতে পারবে না।"

কথাটা মনে গেথে গিয়েছিল। তারপরও উচ্চাশা কখনও করিনি। মনে হয়ছিল, আমি আমার সাধ্য মতোন ভাল কাজ করে যাব, তারপর যা হবার হবে।

কিন্তু এখন মনে হয়। ভালো কাজের পাশাপাশি, উচ্চাশারও দরকার আছে। যেটা আপনাকে ভবিশ্যত পথ নির্ধারন করতে সাহায্য করবে।

[০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮]

I had read somewhere that you shouldn't get afraid to build castles in the air. You just have to add pillar with it so that it won't fall down.

Maybe people who ask less get less. If they had habit, to ask more, they might get more.

In Dhaka University, our professor Dr. Abdur Rob (Geography & Environment Department) once said in the class, "If everybody think they are the tiger, then who really are may found themselves, but if they don't think or try this quality will sleep always inside them."

These words really made me think, though I never expect more. I thought, I will work better and make myself better every day as much as possible, then whatever happen I will accept.

But sometimes I think, with good work, you need to be ambitious, which will help you to grow more for the future.

[February 08, 2008]

Wednesday, May 25, 2016

3rd world to 1st world.

When anyone came from 3rd world to 1st world, they first think everything is very fair and well driven over here. But you know, you came in 1st world, not in heaven. So, everything won't be fair as you expected. Though in many cases you will have satisfactory result.