Tuesday, August 9, 2016

ঘুম, এক মহাঔষধ (Sleeping, a great medicine)


[English version has given below]

আমার কাছে ঘুম এক অনেক প্রিয় এক ওষুধ। খুব মন খারাপ লাগলে, শরীর অসুস্থ লাগলে সব সময়ই চেষ্টা করি ঘুমিয়ে পড়তে, তারপর যতক্ষন সম্ভব ঘুমিয়ে থাকি। এরপর উঠলে খুব ভাল বোধ করি। ক্লান্তি, অসুস্থতা সব কিছু অনেক খানি কেটে যায়। 
খুব আরাম করতে ইচ্ছা করলেও ঘুমিয়ে পড়ি। এরচেয়ে আনন্দের আর কি আছে।

আমার মাথা ব্যাথা হয় খুব মাঝে মাঝে। তাই আমি ঘুমালে আম্মা কখনও ডাকে না বা কাউকে ডিসটার্বও করতে দেন না। তাই আরামের ব্যাঘাত ঘটার কোন কারন নেই।

এস. এস. সি পরিক্ষা দেয়ার পর অফুরন্ত সময়। আমাকে আর পায় কে। ৯টায় উঠে নাস্তা করে আবার ঘুম, ২টায় উঠে খেয়ে আবার ঘুম, বিকালে উঠে চা খেয়ে টিভি দেখে ১১টায় আবার ঘুম। মাঝে নামাজ গুলো পড়তাম। আহা। সবচেয়ে বেশি আরাম বোধহয় সেই সময় করেছি। আবার বড় বোন (শারমিন) ওর ক্লাসে সেটা আবার গল্প করেছে। ওর এক ক্লাস মেট সেই গল্প আবার তার ছোট বোনকে করেছে। সে আবার আমার ব্যাচ মেট। কোচিং সেন্টারে একবার আমাকে বলেই ফেলল, তুমি নাকি সাড়াদিন ঘুমায়। তারপর কয়টা থেকে কতটা পর্যন্ত ঘুমাই সব বলল। বলা বাহুল্য বড়পার উপর খুবই মেজাজ খারাপ করেছিলাম। আমি শুধু বললাম, তাহলে আর আমাকে জাগনা পেলে কিভাবে?

আমার বিখ্যাত ঘুম এমনই প্রসিদ্ধ ছিল যে বাসায় আত্নীয় কেউ এলে বলত, শিমুল কই? ঘুমাচ্ছে নাকি?

According to me, sleeping is a very good medicine. If my mind disturbed or I felt bad, I try to sleep and sleep as much as possible. Then whenever I woke up felt much relax. My tiredness, or sickness reduced.

If I felt to have relax time, I try to fall in sleep too, nothing can be happier than sleeping.

Sometimes I had headache. So, whenever I sleep my mom never woke up me or let others to disturb me. So, there is no reason that I can't sleep well.

After giving SSC exam I had plenty of time. So, nothing can stop me. I started awaking up at 9 am to take the breakfast. Then fall in sleep. Again woke up at 2 pm to take the lunch and fall in sleep. Again woke up at afternoon. Then after having snacks and dinner I got to bed at 11 pm. In between I prayed my prayers. You know what, maybe I had spent my most relaxed time on those days.

My elder sister Sharmin said this sleeping story to her friends in school and one of them had a younger sister who use to study with me in a coaching center. One day that girl told me, "Hey, I heard you sleep whole day?" Well I was really angry with my elder sister. Just said to her, "Then how come you find me awaking?"

My sleeping habit became very famous in our family. So, whenever any relative came to our house, they use to ask, "Where is Shimul (My nick name)? Is she sleeping?"