Thursday, July 27, 2017

কুয়াশায় সূর্যাস্ত (Sunset in fog)


[English version has given below]

হিমছড়িতে ছাতিওয়ালা চেয়ার ভাড়া করে বসেছিলাম সূর্যাস্ত দেখব বলে। এর মাঝে ৩ যুবক (আমাদের সফর সংগী) পানিতে দাপাদাপি শুরু করে দিয়েছিল। আর বাকি ৩ কন্যা ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়ল। সূর্য ডুবছে, টকটকে কমলা সূর্যের ছবি তুলছি এক সেকেন্ড পরপর। এক পর্যায়ে সূর্যটা সাগরের কাছে কুয়াশায় ডুবে গেল। ক্যামেড়া ধরে দেখলাম, ক্যামেড়ার পর্দায় তখনও সূর্য দেখা যাচ্ছে। হয়তো আমার চোখে সমস্যা আছে, তাই খালি চোখে ভাল ভাবে সূর্য দেখতে পাচ্ছিলাম না। তাই সই। তারপর সূর্যটা আসতে আসতে মিলিয়ে গেল ঘন কুয়াশায়। যেন কুয়াশায় ডুব দিল। সাগরে না হোক, কুয়াশায় সুর্যাস্ত দেখলাম। ভালই লাগল।

পুরোপুরি সাগরের স্বচ্ছ নীল পানিতে আমি সূর্যাস্ত দেখেছি লোহিত সাগরে, সৌদি আরবের উমলেজের বীচে।

প্রকৃতির সব কিছুরই আলাদা সৌন্দর্য আছে, সূর্যাস্ত সাগরে হোক, কুয়াশায় হোক আর শহরে বিল্ডিংয়ে হোক। সবকিছুতেই সুন্দর লাগে। প্রতিটার সৌন্দর্য আলাদা রকম। হয়ত কোনদিন কুয়াকাটা গিয়ে সুর্যদয়ও দেখার সুযোগ হবে সাগরে।

[০৩ রা এপ্রিল, ২০০৮]

I was sitting under big umbrella, I had to rent the chair, to see the sunset in the sea (Bay of Bengal) at Himchhory, Cox's bazzar. By this time 3 men of our tour started jumping in the sea water and rest 3 girls started photo session. I saw the sun is going down in the sea. It was orange colored sun. I was taking pictures after each seconds. At one point I saw the sun drawn in the fog. I take the camera and found the sun is still there. May be my eye power isn't strong enough to see it. Anyway I couldn't see the sunset in the sea but in fog. That was other kind of beauty.

In my life I have seen the sun set in clear blue water at Red sea, Saudi Arabia. It was in Umleg beach.

What I felt is in Nature, everything has its own beauty. The sun can be set in the sea, fog or buildings, you will find its beauty in different way, because of different places. May be someday I will manage to go to Kuwakata to see the sunrise in the sea.

[April 03, 2008]

Sunday, July 23, 2017

Where am I good at?


I have heard, in my age, people should follow their heart or do those work in which they are good at. I thought about it a lot. Where am I good at? No matter in which area I work, I am good at it (May be not great). I like almost all kind of work. Now where should I go, in which work or study should I really focus at? I wish I know the answer. Now what I am thinking is I will go which area looks better in social life or where I can earn more. I am so occupied with my current job and household work or responsibility that I can't focus on my future work. Still trying to steal sometimes for myself. Someday, I will be succeeded to do something, which I really want to do...

Monday, July 10, 2017

সঠিক রক্ষনাবেক্ষন (Maintaining)


[English version has given below]

সঠিক রক্ষনাবেক্ষন সব কিছুতেই দরকার। আপনি দেখবেন কোথায় একটু ছিড়ে গেলে, বা ভেংগে গেলে সাথে সাথে যদি আপনি মেরামত করেন, তাহলে সেটা বহুদিন ঠিক থাকে। না হলে খুব তাড়াতাড়ি পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। তখন মেরামত করাও কষ্টকর, আর সব সময় মেরামত করলেও ঠিক হয় না। 

এমন বাড়ি, যেখানে নিয়মিত রং করা হয়, মেরামত করা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে, বাড়িটাও ভাল থাকে। ঠিক মতোন যত্ন না নিলে শ্যাওলা পড়ে, নানা জায়গায় ভেংগে পড়ে। ভিতরটা যতই সুন্দর করে রাখা হোক না কেন। আসলে ভালো লাগে না।

আমি শুনেছি, থাইল্যান্ড, মালয়েশিয়া দেখতে অনেক সুন্দর। অথচ ওরা আলাদা কিছু করেনি আমাদের দেশে তুলনায়। ওখানে দেখবেন, আমাদের দেশের মতোই গাড়ি, রাস্তা, পার্ক। অথচ শুধু সঠিক রক্ষনাবেক্ষনের জন্য কত সুন্দর লাগে।

[০৫ ই মার্চ, ২০০৮]

We know, proper maintenance needed for everything. You will notice, when anything teared up or broken; if you fix it immediately it will be OK for long time. Otherwise it will be wasted soon. Then you can't fix it or even if you can, it will be difficult to fix.

For example, if you see any house, which is colored regularly, fixed always in time, then it looks very beautiful as well as it stays well. But if you don't take good care of it, then it will be broken in several places.  No matter how good it looks inside.

I have heard Malaysia or Thailand are beautiful country. But you might notice, they didn't do much extra afford to make it well. You will see their home, cars look exactly like ours (Bangladesh). But only for good maintenance they looks gorgeous.

[March 05, 2008]