Thursday, July 27, 2017

কুয়াশায় সূর্যাস্ত (Sunset in fog)


[English version has given below]

হিমছড়িতে ছাতিওয়ালা চেয়ার ভাড়া করে বসেছিলাম সূর্যাস্ত দেখব বলে। এর মাঝে ৩ যুবক (আমাদের সফর সংগী) পানিতে দাপাদাপি শুরু করে দিয়েছিল। আর বাকি ৩ কন্যা ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়ল। সূর্য ডুবছে, টকটকে কমলা সূর্যের ছবি তুলছি এক সেকেন্ড পরপর। এক পর্যায়ে সূর্যটা সাগরের কাছে কুয়াশায় ডুবে গেল। ক্যামেড়া ধরে দেখলাম, ক্যামেড়ার পর্দায় তখনও সূর্য দেখা যাচ্ছে। হয়তো আমার চোখে সমস্যা আছে, তাই খালি চোখে ভাল ভাবে সূর্য দেখতে পাচ্ছিলাম না। তাই সই। তারপর সূর্যটা আসতে আসতে মিলিয়ে গেল ঘন কুয়াশায়। যেন কুয়াশায় ডুব দিল। সাগরে না হোক, কুয়াশায় সুর্যাস্ত দেখলাম। ভালই লাগল।

পুরোপুরি সাগরের স্বচ্ছ নীল পানিতে আমি সূর্যাস্ত দেখেছি লোহিত সাগরে, সৌদি আরবের উমলেজের বীচে।

প্রকৃতির সব কিছুরই আলাদা সৌন্দর্য আছে, সূর্যাস্ত সাগরে হোক, কুয়াশায় হোক আর শহরে বিল্ডিংয়ে হোক। সবকিছুতেই সুন্দর লাগে। প্রতিটার সৌন্দর্য আলাদা রকম। হয়ত কোনদিন কুয়াকাটা গিয়ে সুর্যদয়ও দেখার সুযোগ হবে সাগরে।

[০৩ রা এপ্রিল, ২০০৮]

I was sitting under big umbrella, I had to rent the chair, to see the sunset in the sea (Bay of Bengal) at Himchhory, Cox's bazzar. By this time 3 men of our tour started jumping in the sea water and rest 3 girls started photo session. I saw the sun is going down in the sea. It was orange colored sun. I was taking pictures after each seconds. At one point I saw the sun drawn in the fog. I take the camera and found the sun is still there. May be my eye power isn't strong enough to see it. Anyway I couldn't see the sunset in the sea but in fog. That was other kind of beauty.

In my life I have seen the sun set in clear blue water at Red sea, Saudi Arabia. It was in Umleg beach.

What I felt is in Nature, everything has its own beauty. The sun can be set in the sea, fog or buildings, you will find its beauty in different way, because of different places. May be someday I will manage to go to Kuwakata to see the sunrise in the sea.

[April 03, 2008]

No comments: