Monday, July 10, 2017

সঠিক রক্ষনাবেক্ষন (Maintaining)


[English version has given below]

সঠিক রক্ষনাবেক্ষন সব কিছুতেই দরকার। আপনি দেখবেন কোথায় একটু ছিড়ে গেলে, বা ভেংগে গেলে সাথে সাথে যদি আপনি মেরামত করেন, তাহলে সেটা বহুদিন ঠিক থাকে। না হলে খুব তাড়াতাড়ি পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। তখন মেরামত করাও কষ্টকর, আর সব সময় মেরামত করলেও ঠিক হয় না। 

এমন বাড়ি, যেখানে নিয়মিত রং করা হয়, মেরামত করা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে, বাড়িটাও ভাল থাকে। ঠিক মতোন যত্ন না নিলে শ্যাওলা পড়ে, নানা জায়গায় ভেংগে পড়ে। ভিতরটা যতই সুন্দর করে রাখা হোক না কেন। আসলে ভালো লাগে না।

আমি শুনেছি, থাইল্যান্ড, মালয়েশিয়া দেখতে অনেক সুন্দর। অথচ ওরা আলাদা কিছু করেনি আমাদের দেশে তুলনায়। ওখানে দেখবেন, আমাদের দেশের মতোই গাড়ি, রাস্তা, পার্ক। অথচ শুধু সঠিক রক্ষনাবেক্ষনের জন্য কত সুন্দর লাগে।

[০৫ ই মার্চ, ২০০৮]

We know, proper maintenance needed for everything. You will notice, when anything teared up or broken; if you fix it immediately it will be OK for long time. Otherwise it will be wasted soon. Then you can't fix it or even if you can, it will be difficult to fix.

For example, if you see any house, which is colored regularly, fixed always in time, then it looks very beautiful as well as it stays well. But if you don't take good care of it, then it will be broken in several places.  No matter how good it looks inside.

I have heard Malaysia or Thailand are beautiful country. But you might notice, they didn't do much extra afford to make it well. You will see their home, cars look exactly like ours (Bangladesh). But only for good maintenance they looks gorgeous.

[March 05, 2008]

No comments: