Wednesday, July 31, 2013

চারপাশের নিয়মিত কিছু চরিত্র


কিছু বিষয় সব সময়ই আপনার চারপাশে বার বার দেখতে পাবেন। যেমন মানুষের কিছু বিশেষ বৈশিষ্ট্য। ধরুন আপনাদের মধ্যে এমন কেউ আছে, যে সবাইকে নিয়ে খুব রসিকতা করেন। আপনারা সবাই হাসেন। তবে ভুলেও তাকে নিয়ে যদি কেউ রসিকতা করতে যায় তো খবর হয়ে যাবে। এমন সিরিয়াস হয়ে তার উপর আক্রমন করবে যে ঐ লোক আর জীবনে রসিকতা করবেন না।

বন্ধুদের মধ্য এমন কেউ কেউ থাকেন, যে সব সময়ই কারো না কারো খুত নিয়ে কথা বলেন। একটু খেয়াল করে দেখুন ঐ খুতগুলো তার মধ্যেই আছে। তবে ভুলেও সেটা ধরিয়ে দেয়ার কথা ভাববেন না, স্বীকার তো করবেনই না বরং ভীষন রেগে যাবেন।

কেউ কেউ আছেন, অন্যের বলা সব কথা খুব মনে রাখেন, কে কি কথা বলেছে, যা তার বলা উচিত হয়নি সে সব তার খুব মনে থাকে। কিন্তু নিজে যে অন্যকে কত কঠিন কথা বলছে সেসবের আর খবর নেই।

এসব নিয়মিতই দেখতে হয়। কিছু করার নেই। এদের স্বভাবই এই। কারো পক্ষে বদলানো সম্ভব নয়, যদিনা নিজে থেকে নিজেদের বদলান।

There are similar characters you will see around you always. Like some human behavior. For Example, you may see a person among you who makes people laugh by joking on others. You all laugh their jokes. If by mistake any of you make joke on them… you will be in big problem. That person will become very serious and will attack you, and you will forget to joke forever.

In your friend circle you may see some persons who always point our others fault. If you check, you will see those faults are actually available in them. But never try to say it, because they won’t agree and will get very angry.

There are some people who notice what other saying. What they should say or what not. But they never thoughts what they are saying to others… are they hurting anyone?

You have to see these kinds of people regularly. You can’t help them. It’s their nature. You can’t just change them, unless they change themselves.

Tuesday, July 30, 2013

Kids find it tasty

Dia, my youngest sister’s first daughter, here she was 1 year and 7 months old.

When a child born the first problem a mother faces is feeding. After 6 months the real problem started. In most cases mother will found that her kid isn't eating anything. Well, not anything, it doesn't like food. But the things which are not food are very tasty, specially the feet.

Banks can give better service for Bank statement


In many works we had to submit Bank statement. Sometimes soft copy and most of the times hard copy. Here we have some confidential information that we shouldn't disclose to others (where we don’t need). But we had to the photocopy (Xerox) machine holders to make copies of it and also sometimes to the scan machine holder for soft copy.


We all know every bank has Xerox and also scanner machine. So, for better security bank should provide these facilities to the account holders.

Sunday, July 28, 2013

তেলাপোকা নিধন অভিযান


জগতের কেউ এই প্রানী ধ্বংশ করতে পারেনি, সুতরাং আমি পারব এমনটা ভাবার কোন কারন নেই, তবে অনেকাংশে কমানোতে সফল হয়েছি এটা বলতে পারি।

তেলাপোকা কমানোর জন্য পরিস্কার পরিচ্ছন্নতা এক নম্বর শর্ত সন্দেহ নেই, কিন্তু যেখানে অনেক জিনিসপত্র সেখানে সব সময় পরিস্কার করা বা রাখা বেশ কঠিন। তারপরও চেষ্টার উপর কথা নেই।

ফিনিশ তেলাপোকা নিধনের সাদা পাউডার পাওয়া যায়। ছেলে ঘুমালে সাড়া বাড়িতে দিয়ে দিয়েছি, আবার ও ওঠার আগেই ঝাড়ু দিয়ে পরিস্কার করেছি। এতে বড় বড় তেলাপোকা মরলেই ছোটগুলো (এরা আবার উড়েও) খুব একটা কমেনি।

এরপর কিনে এনেছি এ সি আই তেলাপোকা মারার স্প্রে। যেখানে তেলাপোকা বেশি সে সব জায়গায় স্প্রে করেছি। অনেকটা কমেছে। তবে ঘরে শিশু থাকলে এর ব্যবহার বেশ কঠিন।

ঘর মোছার সময় পানিতে স্যাভলন বা ডেটল কয়েক ফোটা দিয়ে দেই, এতে তেলাপোকা আর পিপড়া দুটোই কমে।

এতকিছুর পরও তেলাপোকার হাত থেকে নিস্তার পাচ্ছিনা। দেখলেই স্যান্ডেল হাতে মারার চেষ্টা করি। তবুও আমার সব প্রচেষ্টাকে বুড়ো আংগুল দেখিয়ে এখন ঘরে এখানে সেখানে দর্শন দেয়। জানিনাহ আমি আর কি করতে পারি।

He is super workaholic.

Shafeen

Shafeen

Shafeen

Now, I really don’t know when I have seen my son sitting in one place without any work. My busy son doesn’t spend a minute by staying one place. He is super workaholic. The only work can make him sit in the chair for hours are the computer. Here you can see the picture when he was three years old. He was just lying on the bed… very old form of him.

Friday, July 26, 2013

A marriage ceremony gift idea

Shafeen and me ready to join a marriage ceremony

I was very happy with my marriage ceremony gifts. All that I need are given by my families, friends, colleagues, neighbors and others. Like washing machine, TV, iron, micro woven, plates, glass sets, dinner sets, fruit sets, soup set, tea sets, bed shit, table clock, wall photo (nature) etc. I am still maintaining my life with these gifts. Yesterday I had arranged an Iftar + dinner party. The problem I faced that I don’t have big spoons for serve… hmm so this is my suggestion to all, if you want to buy gift for a marriage ceremony, you can give spoon sets. These are really very helpful.

cbaHost web hosting reviews




Now a day no matter in which profession or passion you are, you will need a website to introduce yourself to the world. Also it’s a good communication to anybody in the world without any border. To make a website the first thing you have to think about is the hosting. And if you don’t want to invest more at the beginning then you can search for cheap and realiable web hosting company. Let me introduce one cbaHost.com cheap $1 web hosting. They have many good offers which are really cheap and you will love their service.

Thursday, July 25, 2013

এখন স্বাধীন হয়েও আছি নিজের শাসনে


শাসন জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ তা প্রত্যেক বাবা-মা ই জানেন। আর হাড়ে হাড়ে সেটা অনুভব করে শিশুরা। সবাই নিজের ছোটবেলাকে পছন্দ করে..।
সেটা যেমনই হোকনা কেন, খুব মজাদার সবার কাছে। আমার কাছে নয়। কেন যেন বড়দের শাসনের অধীনে আছি, এই অবস্থাটাই আমার কাছে ভাল লাগে না। অথচ এখন স্বাধীন হয়েও আছি নিজের শাসনে। নিজেরই ভালোর জন্য। তারপরও মাঝে মাঝে মন শাসন ছেড়ে বেড়িয়ে খোলা আকাশে নি:শ্বাস নিতে চায়। তাই মাঝে মাঝে একটু আধটু ছাড় দেই। তবে যতবারই ছাড় দিয়েছি, ততবাড়ি কোন বিষাক্ত স্মৃতি নিয়ে ফিরেছে। এই জন্যই মনে হয়, এরচেয়ে মনকে শাসনে রাখলেই ভাল। অক্সিজেন কম বেশি হোক, বিষাক্ত কিছু তো আর মনকে কষ্ট দিবে না...

Wednesday, July 24, 2013

Sometimes you need to create your own proverbs

Shafeen

There is a saying, (something like this) if you want to help someone give him a fish. If you want him to change his position that he won’t ask help for anything then teach him how to catch a fish.

I like this saying…I tried to train my son how to eat. Because if I feed him, his stomach will be full but later I have to spend time again to feed him. If I could train him how to eat, then he can eat by himself and it will be a big relieve for me. You can see in the picture I gave plastic below him that he won’t mess my bed, then gave him noodles and water. He was only 2 years and 3 months old. Result? Wait a bit…


Now he is 4 and half years old. Still I feed him. I can’t make him feed by himself unless he wants to be, no matter how hard I try. Instead he taught me how to feed him well, by showing cartoon. L

Tuesday, July 23, 2013

A suggestion to stop wasting gas in home

I made tomato-daal in normal gas stove

In Bangladesh who has proper gas connection waste this energy in many ways. They keep the fire on even for hours they might not needed. Keep the fire in full volume when it might not need. Use it to dry cloths, shouldn’t do or in many other ways… When I was in Dhaka University one our teacher said, we should put miter on gas line. Then people will be alert not to waste a bit. They will turn it off even them might need it in 5 minutes… I disagree (though I couldn’t say this to my teacher) because we have miter in electricity connection. What you see in real life? Lots of system loss. Same thing might happen with gas line too. So my advice to stop wasting gas at home we should provide automatic burner for cooking for free. Then people won’t hesitate to stop the burner after or middle of cooking. We can see this in real life too. People who started this automatic cooking system don’t keep on the burner. It’s a becoming a good habit.

Monday, July 22, 2013

"টেনশন ছাড়া কি মানুষ বাঁচে?"


"টেনশন ছাড়া কি মানুষ বাঁচে?", বেশ আগে, আমার বয়স যখন ১৫ (বিশেষ কারনে বয়সটা মনে আছে, তবে সেটা আজকে আর বলবো না) তখন আম্মাকে নিয়ে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম। সম্ভবত: হার্টের ডাক্তার। বেশ রাশভারী ভদ্রলোক। আমাদেরকে আগের পেশেন্ট বের হবার আগে ঢুকতে বলা হলো। তখন শুনলাম, ডাক্তার সাহেব রোগীকে বলছেন, একদম দুশ্চিন্তা করবেন না। ভদ্রলোক (রোগী) হেসে উত্তর দিলেন, টেনশন ছাড়া কি মানুষ বাঁচে। উনি হয়তো ব্যবসায়ী ছিলেন।


আমি আমার ১৫বছরের বুদ্ধি দিয়ে বিষয়টা নিয়ে বেশ চিন্তা করলাম। আমি কি পারি টেনশন না করে থাকতে। তখন আমার বড় টেনশন ছিল "পরীক্ষা"। 
ভেবে দেখলাম, এই টেনশন আমি পুরোপুরি মাথা থেকে বের করে দিতে পারি। তাই ভেবেছিলাম ভবিষ্যতে হয়তো আমার হার্টের কোন সমস্যা হবে না।


আজ বুঝি কেন ঐ ভদ্রলোক এতো বড় সত্যি কথাটা বলেছিলেন। এখন কোন বিষয় নিয়ে যখন মনকে বোঝাই যা ভাবার ভেবেছি, যা করার করা হয়ে গিয়েছে, এখন এ নিয়ে আর ভেবে সময় আর মাথা নষ্টের মানা হয়না। তখনই দেখি আরো নানা চিন্তা আর টেনশনের বিষয় মাথায় চলে আসছে। যেন এরা অপেক্ষা করছিল। কখন এই লোকের মাথা জুরে বসা ভাবনাটা সরবে, আর আমরা আমাদের জায়গা করে নিব। আজ আমিও বলি, টেনশন ছাড়া কি মানুষ বাঁচে?

Sunday, July 21, 2013

When you don’t have much space

Here Shafeen was 2 years and 3 months old.


When you don’t have much space… utilize whatever you have.. no need to panic. My son knows it well. Here his mom said not to play in the wet floor. So he decided to play on the doormat and wait for the floor to get dry. 

Friday, July 19, 2013

Mega City should get ready for coming flood


Now in our area (Dhaka, Bangladesh) I can see the water level (in drain) is road level. Whenever rain comes (big or small) water comes to the road (I hope you understand these are not clean water) and doesn't move easily. It’s happening every day. I really don’t know what will happen when the flood water comes and flow across this area. You know, already the northern portion of our country facing flood.

Thursday, July 18, 2013

All is well

Me at Arong food court, Maghbazar

আমার মন ঠিক করে নিয়েছে, সে কিছুতেই আর দু:খি থাকবে না। কোন কারনে কষ্ট পেলেই শুরু হয়ে যায় মাথা ব্যাথা। সব কাজ বন্ধ। তাই মনকে সব সময় ভালো ভালো বোঝাতে হয়। না সব ঠিক আছে। আসলে কোন সমস্যা নেই। তুমি ঠিক মতো তোমার কাজে ব্যস্ত থাকো। মন ভালো তো সব ভালো। ঠিক মতো চিন্তাভাবনা করা যায় (সমস্যা নিয়ে নয়, কাজ নিয়ে)।
কাজকর্ম এগিয়ে চলে। যাকে বলে "All is well."

Wednesday, July 17, 2013

Kid’s first lesson in Dhaka

Shafeen playing with his vehicles, he was 2 years and 3 months old

Kid’s first lesson stars from his environment. In Dhakacity, the first thing kids see when they go out is traffic jam. I found it when I saw my son playing with cars, which are standing together. They only know how to stand together side by side without moving.

Saturday, July 13, 2013

Tomato price increased tk100 per kg in Ramadan

Iftar from my elder sister Sharmin Shafiuddin

To save money I usually buy only those, which is needed, especially in Ramadan. We all know, in Bangladesh, Ramadan means high price in everything. When people have no choice but spend extra money unnecessarily. Really don’t know when we will be able to remove this attitude from our business man.


Today I went to nearby shops to buy some general things. I found potato is now tk18 (per kg), tomato tk140 (per kg). Potato price reduce tk2 and in tomato increased tk 100 than the previous few weeks. What a change. Was it too necessary?

Tuesday, July 9, 2013

উকুন নিয়ে স্মৃতি

Shafeen, after bath drawing on wall

আমার ছেলে শিখেছে, উ তে উকুন। ইহা এমন একটি প্রানী যে রক্ত খায়। সব রক্ত খেয়ে ফেললে কি হবে, ওরা আর কি খায়? ইত্যাদি নানা প্রশ্নও তার মনে জেগেছে। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে মনে হলো, ছোট বেলায় উকুন ছিল আমার জীবনের বিভীষিকা। একটা দুটো মাথায় আসলেই আম্মা সব চুল কেটে ফেলতেন। না থাকবে চুল, না থাকবে উকুন- এই ছিল আম্মার নীতি। কিন্তু আমাকে তো স্কুলে যেতে হতো। ন্যাড়া মাথায় স্কুলে যাওয়া যে কি কষ্টকর (বন্ধুদের উৎপীড়ন) সেটা একমাত্র ভুক্তভোগীরা জানেন। আম্মা এসব মানতেন না। 

তাই আমাকেই এর উপায় বের করতে হলো। আমি দেখলাম, রোজ বেশি করে শ্যাম্পু করলে মাথায় কোন পোকা থাকেনা। এরপর বাজারে এলো ইংলিশ উকুন নাশক সাবান। একটা কিনে বাথরুমে রেখে দিলাম। মাথা একটু চুলকালেই এই সাবান চুলে দিতাম। 

সংসার জীবনে মাথা এতো গরম থাকে যে এখানে উকুন কেন, ওর দাদাও একদিন টিকতে পারে না। তারপরও মাথা একটু চুলকালেই মনে হয়, উকুন না তো!

Sunday, July 7, 2013

Now don’t have my CD collections

Shafeen and CD

Like all the people who work with computers, I had a collection of CDs. Mostly software, backup files, few movies and a few personal (marriage, son’s activities etc) etc. I bought few airtight plastic boxes to keep them safe and clean. It worked until my son started playing with these. When I had to keep busy with work, I needed to give my son, something interesting for him. One of his favourite things is CD. So I gave him the boxes of CDs and he let me work. The result is almost all CDs missing. How? Very easy, few went under the box bed (not possible to bring them out now), few he dropped to the dustbin and throw out to window, and few he made damage by pressing hard with the floor. Others… don’t have any idea…. But my boxes became empty.

Saturday, July 6, 2013

About birthday


Yesterday was Shafeen’s(My 4 and half year old son) uncle’s (my youngest sister’s husband) birthday. Shafeen enjoyed the simple arrangements. But he has some questions about this birthday. I answered him as much as I can but seems his uncle also needs to answer one. Here they are

Shafeen asked, we didn’t celebrate birthday, why are we leaving? That means we still didn’t eat cake. I told him, your uncle has grown up enough not to cut a birthday cake. But my son didn’t agree, he said, uncle must feed us a cake. Now Shafeen’s uncle, you will face him next.

Shafeen also said, why didn’t I bring a toy for his uncle? I replied your uncle isn’t a kid; we bring toys for only kids. Shafeen somehow agreed OK, but please bring toy for me, a gun, which has life saving shield…….. And many more feature. I replied OK.


Shafeen also asked why his (Shafeen’s) birthday isn’t coming, why others are celebrating only. I replied, son, you have to wait, till your birth date comes. He said it’s not fair.

Friday, July 5, 2013

পরবর্তিতে তারা কত ভাল করেছেন, এর কারন ছোট বেলায় তাদের মানসিক চাপে পড়তে হয়নি।

শাফিন পেন্সিল সার্প করছে, হোমওয়ার্ক করার জন্য (যদিও এর দরকার ছিল না)

ছেলের পড়াশুনার অবস্থা দেখে খুব মন খারাপ করছিলাম। আমার বড় বোন (শারমিন) আমাকে এইজন্য নানা ভাবে শান্ত্বনা দিল। ওর কথাগুলো সত্যি মনে একটা আশা তৈরি করেছে, হয়তো বড় হয়ে শাফিন (আমার সাড়ে চার বছরের ছেলে) ভাল করবে। তাই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।

ও বলল, শিক্ষা বোর্ডে যারা সিলেবাস তৈরি করেন, তারা বিদেশ থেকে পি এইচ ডি নিয়ে এসেছেন, এই সব বিষয়ে। ওরা কি চাইলে কঠিন করে অনেক পড়া দিয়ে বোর্ডের বই তৈরি করতে পারতেন না? কিন্তু ওরা জানেন ৫ বছরের নিচের বাচ্চাদের কখনোও পড়ার চাপ বা মানসিক চাপ দিতে হয়না। কারন এতে ওর ব্রেইনের পারমানেন্ট ড্যামেজ হয়। বড় হয়ে এই ব্রেন আর সেভাবে কাজ করবে না যেভাবে করা উচিত ছিল। ঢাকা ইউনিভারসিটিতে অনেক ছেলে একদম গ্রাম থেকে আসে, সেখানকার পড়ার মান নিয়ে কারো সন্দেহ নেই। কিন্তু পরবর্তিতে দেখা যায় এরাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে। লেখক হুমায়ুন আহমেদ আর তার ভাইবোনরা ছোট বেলায় কি রকম পরিবেশে পড়াশুনা করেছেন, অথচ পরবর্তিতে তারা কত ভাল করেছেন, এর কারন ছোট বেলায় তাদের মানসিক চাপে পড়াশুনা করতে হয়নি।

এসব শুনে মনটা ভাল হয়ে গেল। ছেলেকে এক ঘন্টা ধরে চেষ্টা করেও হোম ওয়ার্কের একটা অক্ষর লেখাতে পারলাম না, তারপরও মনে আশা হয়তো বড় হয়ে ভাল করবে। মায়ের মন, শুধু ভালোই ভাবতে জানে। 

এবার নিজের কথা ভাবলাম, আমি স্কুলে কখনও পুরোপুরি সব পড়া করে যাইনি। বেশির ভাগ সময় কিছুই পড়তাম না। যেদিন খুব ভাল পড়াশুনা করতাম, সেদিন একটা ক্লাসের পড়া মুখস্ত করে যেতাম, বাকি ৫ ক্লাসের পড়ার সময় পেতাম না। ভার্সিটিতে আমাদের ৫টা প্রশ্নের উত্তর লিখতে হতো। ফাইনাল পরিক্ষার সময়ও আমি অনেক কষ্টে ১টা প্রশ্নের উত্তর পড়ে যেতাম, এটা কমন পড়লেও বাকি ৪টা আমাকে নিজের মতো করে বানিয়ে লিখতে হতো। আমার শুধু একটা গুন ছিল। আমি সব ক্লাস করতাম। এই জন্য হয়তো পরিক্ষার সময় চাপা মারতে সুবিধা হতো। আর মোটামুটি নাম্বার  পেয়ে যেতাম :)

Common fighting of my son

My youngest sister Shekha (Dia’s mom), Shafeen and Dia

Shafeen was 2 years and 2 months old. He was very happy to have a sister.

Shafeen and Dia are brother and sister. Their age difference is 1 and half year. They were very good friend until they could communicate with each other with mother language. But whenever they grew enough to talk with each other they can’t tolerate or play together. We (elders) had to sit between them as a peace maker to keep them away. Otherwise world war 3 will be started. Though when they stay away they misses very much each other, often asks where is my bro or sis? But till now can’t keep them in one room.

Wednesday, July 3, 2013

You are actually creating your kids future, either directly or indirectly


Every person’s success depends on their work, passion and fortune. And I didn't mention another thing here, which role a lot in a person’s life. That is their parents. Yes, it’s true. When you are a kid, you know nothing about this world. Your world is your parent. If they make any mistake (bad decision) about your life, you life can be ruin. From food to education and other activity they are making all decision, which are actually creating you as a person. Even they are making your primary thoughts about the world. You can’t ignore these.


So, when you are a parent, you have to take every step, every decision very carefully. You can’t play with your child’s life. If you can make good decision and active well with your kid, your kid may go few steps farther than people usually goes. You are actually creating your kids future, either directly or indirectly.

Tuesday, July 2, 2013

এদেশে ফ্যাশন শব্দটা এলেও পোষাকের পরিবর্তন খুব একটা করতে পারেনি।


আমাদের দেশের মানুষ ফ্যাশন সচেতন, এমন কথা কারো বিশ্বাস করা কঠিন। এদেশের পোশাকে খুব একটি পরিবর্তন আসে না। প্রতি বছর ফ্যাশনে পরিবর্তন মানে কামিজ ছোট বড় হয়, প্যান্ট ঢিলা টাইট হয়। এরচেয়ে খুব বেশি কিছু নয়। ছেলেদের পোশাকে পাশ্চাত্য ফ্যাশন স্থায়ী পরিবর্তন আনলেও, মেয়েরা এখনও ট্রাডিশনাল পোষাক পরতে পছন্দ করে।

শাড়ি আর লুংগি অনেকদিন থেকেই এদেশের মানুষের পোশাক। এর মধ্যে এসেছে, জামা, ঘাগড়া, কামিজ, বোরখা ইত্যাদি। আর ছেলেদের পোশাকে ধুতি, পান্জাবী, ফতুয়া এবং সব শেষে শার্ট, প্যান্ট।