Tuesday, April 26, 2016

সুন্দর আর কালো (Beauty and Black)


[English version has given below]

হয়তো আমার গায়ের রং গাড় খয়েরী (আমার বোন আর ভাগ্নে বলে) বা কালো বলেই কথাটা নিয়ে একটু খটকা হয়েছিল।

সাধারনত: আমার সামনে কেউ কালো গায়ের রং নিয়ে কিছু বলে না। কারনটা খুব স্বাভাবিক। এ জাতীয় কথা বার্তা আমার ভালো লাগবে না। আমার মতে, কে কি রং পছন্দ করবে এটা যার যার নিজস্ব বিষয়। ফর্সা ভালো লাগলে ভালো, কালো রং যার ভালো লাগে তার জন্য সেটাই সুন্দর। এখানে কাউকে হেয় করার দরকার নেই। সত্যি কথা হলো, কারো পছন্দের উপর অন্য কারো হাত নেই।

আমার গায়ের রং যে গাড় এটা সব সময় মনে থাকত না। কারন আমার আশে পাশের লোকজন তাদের আচরন দিয়ে মনে করিয়ে দিত না। 

ইদানিং কথাটা কারো কারো কাছে একটু অন্য ভাবে শুনছি। কথায় কথায় বলে অমুক সুন্দর আর অমুক কালো। তারমানে যে সুন্দর সে ফর্সা। আর যে কালো সে অসুন্দর। প্রথমে শুনতে অন্যরকম লেগেছিল। হয় কালো - সাদা হবে , না হয় সুন্দর - অসুন্দর হবে। তারপর মনে হলো অধিকাংশ মানুষই হয়তো ফর্সা রংকে সুন্দর আর কালো কে অসুন্দর মনে করে। তাই হয়তো এভাবে বলার প্রচলন হয়েছে। যে যেভাবে দেখে। এতে তার দৃষ্টিভংগী কেমন এটাতো জানা যায়...

কানাডায় আসার পর এক সাদা মহিলা কথায় কথায় বলছিলেন, আমরা গায়ের রং রোদে পুড়িয়ে গাড় করতে পছন্দ করি। আমি বললাম, আমার এরকম করার দরকার নেই। মহিলা হেসে উত্তর দিলেন, ঠিক, আমরা চামড়া পুড়িয়ে তোমার  রং বানানোর চেষ্টা করি, আর তোমার এমনিতেই সেটা আছে। শুনে খুবই ভালো লেগেছে। এই প্রথম কেউ আমার গায়ের রং পছন্দ করলো। 


Maybe because my skin color is deep brown (As my sister and nephew said) or black, this kind of word hurt me. Let me tell you in details.

Generally, people don't say about my color, in front of me. Very natural, this kind of talking won't make me feel better. I believe it's totally personal choice who will love which color. If people likes white skin, it's their choice. If anyone likes black skin it's totally their choice. Nobody needs to under-estimate other's choice. The truth is you can't make people like what you want.

Sometimes I even forget what's my skin color is, because people around me didn't let me think about it. Now a day, I heard it differently...

Some people says, this person is beautiful and that one is black. What's this mean? Beautiful means white? And black is not beautiful? They should either say this is white and that is black or this person is beautiful and that person isn't.

Then I thought, maybe most of the people think black isn't beautiful so when they say this person is beautiful that means this person is white and that person is black, so they mean that person isn't beautiful. What can I say, at least from this way, we can understand what kind of thought these people has?

After start living in Canada, one day a Canadian white woman told me, they like to spend time in the sun to make their skin dark. I replied I don't need that. She smiled and said, yes, you have the perfect color by born, which we try to have in the sun.

I really liked this comment, for the first time someone liked my skin color!

[February 06, 2008]

Tuesday, April 19, 2016

Trust nobody

A journalist asked to one of the richest persons of this world, to know how she became so successful. She replied, “Trust nobody. If you have no choice, then trust for some time.”

I think this is really a very important message to the company holders. You shouldn’t trust anybody blindly in your company. Sometimes senior workers earned your trust. But they will also become experts on what you think in which situation. So that they can easily do their things where you have no idea. They can place traps for other newbies whom they don’t like and make them looser in front of you, as they know for which situation you will be mad at them. If you trust blindly, you will become a doll for them, with whom they can easily play and made instruction about what they want.


So again trust nobody, if you have to trust then trust for limited of time. Always try to check everything (Randomly) of your company by yourself.

Monday, April 18, 2016

সাদরে গ্রহন (Warm reception)


[English version has given below]


কে না চায় তাকে সবাই সাদরে গ্রহন করুক। সেটা যেখানেই হোক না কেন। দোকান, অফিস অথবা ঘর যেখানেই যান না কেন, যদি দেখেন আপনি যাওয়া মাত্র সবাই হাসি মুখে আপনার দিকে তাকাচ্ছে, আপনাকে দেখে ছুটে আসছে, আপনাকে মিস্টি কথা বলে আপনাকে গ্রহন করছে নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনার। তাহলে যে কোন জায়গায় খুব সহজে আপনি মিশে যেতে পারবেন, কোথাও গিয়ে আপনার ভাল লাগবে, অচেনা হলেও অসস্তি বোধ করবেন না। আর যদি তার বিপরীত অবস্থা দেখেন? দেখেন সবাই মুখ কালো করে আছে, আপনাকে দেখেও কারো কোন বিকার হলো না, বরং দুরে সরে গেল, তাহলে? নাহ এতো খারাপ অবস্থা কারো জন্য কামনা করছি না। যদিও আমি নিজে বহুজায়গায় এইভাবে স্বাগত হয়েছি।

তবে কোনো জায়গায় এই হাসিমুখে এগিয়ে আসলেই বরং ভয় লাগে। যেমন, হাসপাতালে ছাড়া পাবার দিন যদি নার্স/ওয়ার্ড সিস্টার হাসিমুখে আসে (মানে টাকা পয়সা দিতে হবে), যে আপনাকে নানাভাবে হয়রানি করছে (সে হাসার মানে আপনাকে আবার কোনো ট্র্যাপে ফেলতে সফল হয়েছে)

[February 04, 2008]

Who doesn't want a warm reception? No matter which place it is, shop, office or home, wherever you go, if people welcome you with a smiley face and come near to you to welcome you, you will feel much better and you won't feel any hesitation to mix up with them. No matter how unknown they are. 

What happen if you see the opposite situation? Ever body made an unhappy face, they don't care who are you, go away from you, then? Well, I don't expect this for anybody. But I have faced this several times in several place.

But sometimes people smiley face may make you unhappy. Like in the hospital when you are going to take release (In Bangladesh) if nurse and word boy came in front of you with a smiley face (They want money), the person who is trying to let you down (If they smile that means you are in their trap now).

Monday, April 11, 2016

Anger

I don't like anger. Whenever I found any person who has short tempered personality, I try to maintain a good distance with them, to not to see their anger. As I don't like to see other's anger, don't like to show my anger too. No matter how much I get angry, I don't let other's to see it. In this case, I became a good actress :) Well, some people things I may not have any anger as I don't react. Which is not true. 

Now a day I am thinking maybe my inside container where I fill all of my anger is going to overload. I am trying to make myself calm. Maybe I will succeed again, or burst out for the first time (I hope not).

Monday, April 4, 2016

দৌড় (Run)


[English version has given below]

ছোট বেলায় সবাই আমাকে ডানপিটে বলত (আমার তা মনে হ্য়না)। ডানপিটে বলার কারন, আমার দৌড়াদৌড়ি আর চঞ্চলতায় সবাই ছিল বিরক্ত (আত্নীয় স্বজনের কথা বলছি)। স্কুলে গাছে উঠতাম (কিছুদুর উঠতে পারতাম, বেশি না) বলে অন্যান্য ছাত্রীরা বলত "কলমি" (একটা নাটকের চরিত্র, আমার পছন্দের কোনো চরিত্র ছিল না)। 


বাস্তব সত্য হলো আমি দৌড়ে মোটেও ভাল ছিলাম না। কখনও কারো সাথে দৌড়ে পারিনি। ভুলেও স্পোর্টসে দৌড়ের কম্পিটিশনে যাইনি। এ্যানুয়াল ফাংশনে যখন স্পোর্টসের পুরস্কার ঘটি-বাটি জগ দেয়া হতো, তখন সেগুলোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর উপায় থাকত না। পুরস্কার আমিও পেতাম, তবে সেটা হতো বই। আমি জানি বইয়ের উপর উপহার হয় না। কিন্তু ঘটিবাটির উপরও আমার লোভ কম না। দৌড় দুরে থাক।, এখন তো জোড়ে হাটতেও পারিনা। ভাবছি রানিং মেশিন কিনব...। ভুড়ি কমাতে হবে।





In my childhood, my relatives use to call me reckless (I do not agree). They use to say like that because they were very much disturbed with my running and Restlessness. In school life, I use to try to climb up trees (Didn't succeed much) and other students called me "Kolmi" a character's name from a daily soap (I didn't like that character either).

Actually, truth is, I was never good at running. I could never win by running with anybody. That's why I never try to take part at any the competition in the school, at sports day. In our school annual prize ceremony, I had nothing to do but keep looking at the sports prizes. They were mainly kitchen accessories. I also had prizes in other category and those were books. I know, the books are the best prize at any time. But I like those accessories also. Now I even can't walk fast (Can't think about running). I think I should buy a running machine so that I can have control on the fat of my stomach.


[February 01, 2008]

Sunday, April 3, 2016

You always need a backup plan.


In your life, you will meet sometimes with peoples who stands against you without any (Valid) reason. Not only that, till their death they will try to let you down as much as possible. No matter how many times they fail, they will continue their evil work.

What can you do with them? How long will you fight? Maybe 99 times you will survive, but what about that 1% chance of failure. I am not asking you to step back. I am suggesting you to make a backup plan. So that any bad time you won't feel you are nowhere. It will also give you some mental relieve.