Shafeen, 4 years and 6 months old |
ইন্টারনেট স্লো থাকলে যা হয় আরকি। যে কাজ এক ঘন্টায় করা সম্ভব সেটা করতে লাগে ৬ ঘন্টা। সাথে ঘরের কাজ, খাওয়া, বু্য়াকে দেখা, ছেলের যত্ন আর আব্দার মিটানো। তাহলে সেটা হবে ১২ ঘন্টার কাজ। ঠিক তাই, আমি মনে হয় অনলাইনে ১২ ঘন্টা কাজ করছি, যা বাস্তবে ১/২ ঘন্টায় করা যায়। নেট স্লো, পেজ লোড হতে টাইম নেয়, আবার ঠিক মতো লোড হয়না তাই রিফ্রেশ দিতে হয়। ফলে আবার অপেক্ষা করতে হয়। তাই কাজের সাথে চলছে চ্যাটিং। অনেকদিন পর অনেক লম্বা সময় নিয়ে চ্যাট করেছি। ভাল। ঘুমের আর দরকার কি।
With slow internet connection, it’s really difficult to
work. The work which can be done in 1 hour, it took 6 hours. And I had to do
household work, look after maid, take care of son, take food etc. So it’s
taking 12 hours to do this work. I am sitting in front of PC for 12 hours only
for the poor net connection. It took time to load a page, and then it doesn't
load properly. I had to refresh again. So, again wait for loading. In between this
work I chatted with many people, after a long time. Fine. If net is slow what else
can I do? No need to sleep.
No comments:
Post a Comment